![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'মেসার্স' (MESSRS), এই ইংরেজি শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এটা হয়ে থাকে।
'মেসার্স' শব্দটি ইংরেজি 'মিস্টার' শব্দের বহুবচন। সুতরাং যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন 'আলম অ্যান্ড ব্রাদার্স' বা 'গণেশ অ্যান্ড কম্পানি'), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে 'মেসার্স' শব্দটি ব্যবহার করা যেতে পারে। তবে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে নয় (যেমন 'কর্ণফুলী ট্রেডার্স' বা 'সুন্দরবন কুরিয়ার সার্ভিস'), সেসব প্রতিষ্ঠানের নামের আগে 'মেসার্স' শব্দটির ব্যবহার সঠিক নয়। আবার আমরা যেমন নিজেরা নিজেদের নাম বলার ক্ষেত্রে 'মিস্টার', 'জনাব' বা 'শ্রী' বলি না (উদাহরণস্বরূপ কারো নাম জিজ্ঞেস করলে তিনি যেমন নিজের নাম 'আমার নাম মিস্টার নূরুল আলম' বা 'আমার নাম শ্রী মোহন লাল মহাজন' বলেন না), বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে 'মেসার্স' শব্দটির ব্যবহার অনুরূপ হওয়া উচিত। অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম (আলম অ্যান্ড ব্যাদার্স বা 'গণেশ অ্যান্ড কম্পানি' হলেও নিজে 'মেসার্স' শব্দটি ব্যবহার করা যাবে না (যেমন সাইন বোর্ডে, লেটার হেডে, বিভিন্ন লাইসেন্সে ইত্যাদি)। এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বাইরে থেকে কেউ যখন যোগাযোগ করবেন (যেমন চিঠি বা ই-মেলের মাধ্যমে), তখন তাঁরা লিখবেন 'মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্স' বা 'মেসার্স গণেশ অ্যান্ড কম্পানি'। এটাই অভিপ্রেত এবং শোভনীয়।
আবার 'মিস্টার' শব্দটি পুংলিঙ্গ এবং 'মেসার্স' শব্দটি তার বহুবচন হলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে, কোনো স্ত্রীলোকের নামে হলে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে (যেমন 'নাসিমা অ্যান্ড ব্রাদার্স'), উপরিউক্ত নিয়মে এই ক্ষেত্রেও 'মেসার্স' শব্দটি ব্যবহার করা যায়।
সূত্রঃ শেখ আব্দুল মুকিত
অর্কিড টাওয়েলস্ (বিডি) লি.
কর্ণফুলী ইপিজেড
চট্টগ্রাম।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০০
মোঃ মোশারফ হোসেন বলেছেন: ... তারপর সবাইকে বুঝান।
২| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৩
ঈশান বলেছেন: M/S Chowdhury cholbe.
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০১
মোঃ মোশারফ হোসেন বলেছেন: আবার প্রথম থেকে পড়ুন। তারপর আপনি নিজেই বুঝবেন চলবে কিনা?
৩| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭
আওলাদ হোসেন জয় বলেছেন: আমি খুলনা তাকি । না হলে আপনার কোমপানির কাছ তেকে তোয়ালে কিনতিম। লিখা খুভ ভাল লাগল ।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৫
মোঃ মোশারফ হোসেন বলেছেন: সমস্যা নাই। দশ হাজার পিছের অর্ডার করেন আর এক লক্ষ টাকা এডভান্স করেন, খুলনায় পাঠিয়ে দেবো।
৪| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৫
ব্যাপারনা বলেছেন: আওলাদ হোসেন জয় বলেছেন: আমি খুলনা তাকি । না হলে আপনার কোমপানির কাছ তেকে তোয়ালে কিনতিম। লিখা খুভ ভাল লাগল ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৬
শিশিরের শব্দ বলেছেন: অসাধারণ একটা তথ্য দিলেন++++++
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৫
মোঃ মোশারফ হোসেন বলেছেন: কিন্তু ব্যাপারটা আমাদের সাধারণ ভুলে পরিণত হয়েছে।
৬| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৪
হাম্বা বলেছেন: রিফাত হোসেন বলেছেন: +
আগে জানতাম না, এখন বুঝলাম
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৮
মোঃ মোশারফ হোসেন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৭
এফ এন এফ বলেছেন: ভাল লাগল ।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯
মোঃ মোশারফ হোসেন বলেছেন: জেনে খুশি হলাম।
৮| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৯
স্বাধীকার বলেছেন:
অসাধারণ তথ্য ++
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৮
মোঃ মোশারফ হোসেন বলেছেন: সাধারণ ভুল!
৯| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০১
দিকভ্রান্ত একা বলেছেন: ব্যাপারনা বলেছেন: আওলাদ হোসেন জয় বলেছেন: আমি খুলনা তাকি । না হলে আপনার কোমপানির কাছ তেকে তোয়ালে কিনতিম। লিখা খুভ ভাল লাগল ।
১০| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
মো: কবির হোসাইন বলেছেন: আজকে সন্ধ্যায় বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম যে,,
মেসার্স কেন লেখা হয়,
অনেকে যার যার মত বুঝালও!
তার পরও মাথায় ঘোর পাখাচ্ছিল , সঠিক জবাবের জন্যে,,
তাই GOOGLE এ scharch করে সঠিক তথ্য খোজার চেষ্ঠায়
আপনার লেখাটা পরে সম্পূর্ণ ব্যপারটা পরিষ্কার বুঝতে পারলাম..
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটার জন্যে,,,
ভাল থাকবেন ! আল্লাহ-হাফেজ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪০
রিফাত হোসেন বলেছেন: +
আগে জানতাম না, এখন বুঝলাম