![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার থাবা বাবা খুন হবার পর এখন আন্দোলনকে কিছু লোক নাস্তিক আস্তিক ইস্যুতে বিভক্ত করার চেষ্টা করছে। একজন মানুষ মরে গেল এটা কোন ব্যাপার না। তার নাস্তিক পরিচয়টা এখন বড় হল? আমি সৎভাবে বলছি , নাস্তিকদের আমিও পছন্দ করি না। আর কোন ধর্মের বিকৃতিও পছন্দ করি না। কারন সে আজ অন্য ধর্মকে বিকৃত করছে, কাল আমার ধর্মকে করবে। কিন্তু একটা মানুষ মরে গিয়ে সব কিছুর উদ্ধে চলে গেছেন। তাকে নিয়ে কেন এত নোংরামি? সে নাস্তিক এটাই কি তার বড় পরিচয়? সে নাস্তিক বলে কি মানুষ না? সে কি কারও ভাই , ছেলে অথবা স্বামী নয়? আপনার কোন নাস্তিক ভাই ছেলে অথবা স্বামী খুন হলে কি একই অনুভুতি হত? নাস্তিক মরে গেছে বলে বিজয় উল্লাস করতেন? আমাদের কাছে এখন থাবা বাবার বড় পরিচয় হওয়া উচিত সে আমাদের সহযোদ্ধা ভাই। নাস্তিক না। সত্যি আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায় এইসব দেখলে । ইচ্ছা করে দেশ ছেড়ে চলে যায়। শুভবুদ্ধি ও মুক্তচিন্তার জয় হোক।
আরেকটি কথা নাস্তিক হলেই যে তাকে জবাই করে অথবা অন্য কোনভাবে খুন করতে হবে সেটি কি কোথাও( যে কোন ধর্ম গ্রন্থ) উল্লেখ আছে? কেও লিঙ্ক দিতে পারলে খুব উপকৃত হব।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
রিমন০০৭ বলেছেন: আমাদের কাছে এখন থাবা বাবার বড় পরিচয় হওয়া উচিত সে আমাদের সহযোদ্ধা ভাই।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
একে ৪৭ বলেছেন: আমার ধর্ম নিয়ে ফাইযলামি না করলে নাস্তিক-ফাস্তিক জা ইচ্ছা হউন গা আমার কুনু প্রব্লেম নাই......কিন্তু আজে বাজে কথা কইচেন কি ঠেং ভাইঙ্গা হাতে ধরায়ে দিমু।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: তার মৃত্যুর জন্য সমবেদনা প্রকাশ করছি। আমি তার খুনিদেরও বিচার চাই।
আমি এই আন্দোলনের সমর্থক। কিন্তু 'আহমেদ রাজিব হায়দার (থাবা বাবা) যেভাবে আমার আল্লাহ, ও আমাদের রসুলের নামে আজে বাজে বিকৃত কথা বার্তা লিখেছেন, তাতে আমি তাকে সমর্থন করতে পারব না।
একজন মুসলিম হিসেবে তার জানাজায় অংশ নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। তা আপনারা যে যেভাবেই ব্যাপারটা নেন না কেন?
থাবা বাবার ২ টা ব্লগের লিঙ্কঃ
Click This Link
http://www.somewhereinblog.net/blog/thaba_baba
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
এ জাফর বলেছেন: আমার জানামতে ব্লগার থাবা বাবা শাহবাগ আন্দোলনের একজন সংগঠক। তার কয়েকটি লেখা আমি পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। একজন লেখক কি করে এতটা ধর্ম বিদ্বেষী হতে পারে। আমার মনে হয় যারা শাহবাগে আসেন তারা যদি থাবা বাবার লেখাগুলো পড়েন তাহলে শাহবাগে যোগদানের পরিবর্তে ব্লগারদেরকে জুতাপেটা করবেন। যাইহোক তারপরে ও এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই ও দোষীদের সাস্তি দাবী করছি।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
শোয়াইব আহেমদ বলেছেন: একজন চটি লেখক।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: বলেছেন: ভাই আমার বল্গ কেন স্থগিত করা হল......
আমি তো কোন র্শত ভঙ্গ করি না.......
আর কি শর্ত ভঙ্গ করেছি তা কি আমার জানার আধিকার নাই......
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
ত্যাড়া ব্যাকা বলেছেন: ব্লগার থাবার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা কেবল তার জানাযার প্রতিবাদ জানাই। এটা ওনার আদর্শের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
একজন ঘূণপোকা বলেছেন: একজন মানুষ
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
সমকালের গান বলেছেন: জামাতীদের পরিকল্পনা মতো সব কিছু খুব সুন্দর ভাবে মোড় নিয়েছে। থাবা বাবা খুনের পর অনেকে বলছে যে তার মত ইসলাম বিদ্বেষী মারা গেছে, ভাল হয়েছে বা এ জাতীয়।
তীব্র ঘৃনা প্রকাশ করছি যারা এসব বলছেন তাদের প্রতি। ৭১ সালে রাজাকার আলবদররা আমাদের এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে চেয়েছিল। বলেছিল পাকিস্তান থেকে আলাদা হলে দেশ হিন্দু রাষ্ট্রে পরিনত হবে।
থাবা বাবার ধর্মীয় চিন্তা ভাবনা কেবলমাত্র তারই ব্যাপার। এর জন্য সে আল্লার কাছে জবাব দিবে, আমি দেবনা আপনিও দিবেন না। থাবা বাবা ধর্মীয় দৃষ্টিভংগি যাই হোক তাকে হত্যা করার বা নুন্যতম আঘাত করার অধিকার কারো নেই। ইসলামই বলে, “লা কুম দ্বীনি কুম ওল ইয়া দ্বীন”। আমাদের মধ্যে কেউ এর মানে জানে না, আমি তা বিশ্বাস করি না।
ভাইয়েরা, সহকর্মীরা, সহযোদ্ধারা, আমাদের চিন্তা ভাবনায় আরো উন্নত হতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র বুঝতে পারতে হবে। নয়ত চিরকাল আমাদের কপালে জামাতীদের আস্ফালনই আছে।
জয় বাংলা।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: শুভবুদ্ধি ও মুক্তচিন্তার জয় হোক
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
স্বপ্নের মানুষ বলেছেন:
আমি ধিক্কার জানাই সেই সকল নরপশুদের, যারা আমাদের একজন সহ-ব্লগারকে এমন নৃশংসভাবে খুন করেছে ।এমন মৃত্যু কাম্য হতে পারে না ।
আশা করি এইখানে লিখবেন