নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোশাকের কারিগর

শোকার্ত উপকূল

আমি একজন পোশাক শ্রমিক ।।

শোকার্ত উপকূল › বিস্তারিত পোস্টঃ

আমরা কেন একতরফা গার্মেন্টস মালিকদের দোষারোপ করছি?

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

সাভারের দুর্ঘটনা আমাদের দেশে অনেক নব্য বুদ্ধিজীবীর জন্ম দিয়েছে। তারা এখন থেকে আমাদের দেশের গার্মেন্টসের কমপ্লাইঞ্চ কেমন হওয়া উচিত তা নিয়ে গুরুগম্ভীর পোস্ট দিয়ে ফেচবুকের মাঠ গরম করছে। যদিও ওদের ৯৯% গার্মেন্টস সেক্টরের বাইরের মানুষ। বুদ্ধিজীবীদের সাথে দ্বিমতে না গিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের গার্মেন্টস শিল্পে এতগুলো বছর অতিক্রম করলাম। কিন্তু এখনও ক্রেতাদের অনেক অভিযোগ আমাদের নিয়ে। আমাদের গার্মেন্টসের মান ভাল না, আমরা কমিটমেন্ট রাখতে পারি না, দেরিতে শিপমেন্ট করি ব্লা ব্লা ব্লা।বায়ারের এই দাবিগুলোর সাথে কিন্তু আমরা দ্বিমত করতে পারিনা কারন এইসব অভিযোগ বেশির ভাগ ক্ষেত্রে সত্যি। তাহলে প্রশ্ন কেন ক্রেতারা আমাদের অর্ডার দিচ্ছে। কারন একটাই সস্তা স্রম! আমাদের দেশের বেশিরভাগ কারখানা এত কম দামে পোশাক তৈরি করে , যে মজুরির টাকা দিয়ে ব্যাংকের রক্তচোষা সুদ পরিশোধ করে অনেক সময় শ্রমিকের বেতন দেওয়াও সম্ভব হয় না। এখন সবাই একতরফা গার্মেন্টস মালিককে দোষ দিচ্ছে। সবাই বলছে এই শ্রমিকেরা গার্মেন্টস মালিকের লোভ লালসার শিকার, কিন্তু যারা আমাদের দেশ থেকে $১.৫ মজুরি আর ৳৮-১০ এ একটা প্যান্ট কিনে নিয়ে বিদেশে $৮০-$১০০ বিক্রি করছে তাদের কথা কেও বলছে না। আমরা যারা এই শিল্পের খুব কাছে থাকি তারা জানি একটা গার্মেন্টস কারখানা স্থাপন করতে কত টাকা লাগে, একটা অর্ডার সংগ্রহ করা কত কঠিন, একটি শিপমেন্ট জাহাজের বদলে বিমানে পাঠিয়ে কত শত শত মালিক পথে বসেছে। মাল স্টক হয়ে কত মালিক ফেরারি হয়েছে তার খবরও কেও রাখে না।



আসলে যে যাই বলুক , আমি মনে করি এত দুর্ঘটনার পরেও শ্রম পরিবেশের তেমন একটা পরিবর্তন হবে না। কারন বায়ার আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি কাছ থেকে বেশি দামে পোশাক কিনবে না। আর আমাদের এইসব অভাগা বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে এভাবেই পেটেভাতে কাজ করে যেতে হবে। হইত সচেতন হলে স্রমিক মৃত্যু ঠেকানো যাবে। কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের কোন আশা নেই।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

ধৈঞ্চা বলেছেন: হাইকোর্ট দেখাইলেন মনে হলো..........
আপনারা যারা এই শিল্পের খুব কাছে থাকেন মনে করেন দুনিয়ার সব আপনারাই বুঝেন আর বাকীরা বকলম।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

শোকার্ত উপকূল বলেছেন: আপনার কোন যুক্তি থাকলে সেটা বলেন। আমি গার্মেন্টস মালিকের পক্ষ নিয়ে কথা বলিনি।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

আসফি আজাদ বলেছেন: সবাই গার্মেন্টস মালিকদের দোষারোপ করছে, কারণ এটা সহজ। এর ভিতরে কি আছে একটু ঢুকে দেখলে হয়ত ওনারা এভাবে দোষ দিতেন না। তবে মালিকদের দায় আছে অবশ্যই। তারা দায়মুক্ত নন।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

শোকার্ত উপকূল বলেছেন: আমি আপনার সাথে একমত। আমার কথা হল সব দোষ গার্মেন্টস মালিকের নয়।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

লাল চাঁন বলেছেন: সুন্দর কর্ম পরিবেশ আর গার্মেন্টস মালিকদের আন্তরিকতায় এ শিল্প এগিয়ে যাক এ বিষয়ে আমার লেখা পড়ে আসতে পারেন

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

ঢাকাবাসী বলেছেন: বিজিএমইর দালালি মার্কা পোষ্ট। আমাগোরে হাইকোর্ট দেখান? বিজিএমইরে লইয়াই ফুটেন।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমরা তো চাই নিরাপদ কর্মস্থল। শ্রমিকরা তো সারা পৃথিবীতে রেকর্ড পরিমাণ কম মজুরীতে কাজ করে। সামান্য বেতন বাড়িয়ে কর্মস্থলটাকে নিরাপদ করলে ক্ষতি কি বলুন।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

শোকার্ত উপকূল বলেছেন: আমি কিন্তু বলেছি , এই সব স্টেপ নিলে হইত কর্মস্থল বা অবস্থার কিছুটা পরিবর্তন হবে কিন্তু শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

নতুন বলেছেন: মালিক রা কিন্তু শ্রমিকদের সুবিধার দিকে খেয়াল করেনা...

যখন বিদেশি বাইয়ার রা বলে যে শ্রমিকদের এই এই সুবিধা দিতেছো কি না তখনই তার জন্য উদ্দোগ নেয়...

সরকারী একটা নীতি মালা থাকা দরকার নিরাপদ কম`স্হলের উপরে...

আর যারা তার দেখাশোনা করবেন তারা যেন ঘুষ খেয়ে সাটিফিকেট না দেয় সেটা সম্পকে জনগনকে সচেতন থাকতে হবে...

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

শোকার্ত উপকূল বলেছেন: আমি কিন্তু বলেছি , এই সব স্টেপ নিলে হইত কর্মস্থল বা অবস্থার কিছুটা পরিবর্তন হবে কিন্তু শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমরা কিন্তু সব গার্মেন্টস মালিকদের দোষ দিচ্ছি না। অনেক গার্মেন্টস মালিক আছেন যারা শ্রমিকদের স্বার্থ দেখেন। কিন্তু অনেক রক্তচোষা মালিকও আছেন। আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধেই। রানা প্লাজায় যা হয়েছে তাতে বায়ারদের চেয়ে মালিকপক্ষের দোষ অনেক বেশি। আর বায়ার-মালিকদের চক্রে পড়ে শ্রমিকরা কেন সাফার করবে? জীবনের নিরাপত্তা তো সবার আগে, নাকি?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

শোকার্ত উপকূল বলেছেন: ভাই সবার আগে জীবন। আমার লেখার বিষয়বস্তু কিন্তু শ্রমিক স্বার্থ। আমি শুধু বলতে চাইছি বায়ার যে সিএম দেই তাতে শ্রমিকের ভাগ্য ফিরবে সেটা আশা করা যায় না।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

আরিফ আহমেদ বলেছেন: টক লট ব্যবসায়ীদের জন্য সাইট লট হাট ভিজিট করার আমন্ত্রন রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.