নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন তোমার প্রতীক্ষায় বাংলাদেশ !

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩


তসলিমা নাসরিন বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত নারীবাদী মুক্তচিন্তার লেখক ।তসলিমা নাসরিন নিজে নারী হোয়ার কারনে বিভিন্ন সময় আমাদের পুরুষ প্রাধান্য সমাজে নারীর কি আকাংখা বা কি চাহিদা তা তিনি নিজেকে দিয়েই উপলব্ধি করতে পেরে নিজের সাহিত্য কর্মের মাধ্যমে সে চাহিদা বা আকাংখার কথা প্রকাশ করতে বিন্দু মাত্র কুন্ঠাবোধ করেন নি আর তাতে আমাদের অসামাজিক সমাজের সমাজপতিদের আসল চেহারা উন্মচিত হয়েছে । ধর্মকে পুজি করে সমাজের সমাজপতিরা নারীকে কিভাবে ভোগ্যপণ্যের মত ভোগ করছে তাই তসলিমা নাসরিন তার বিভিন্ন সাহিত্য কর্মে প্রকাশ করতে স্বফল হয়েছেন । আর তাতে গা জ্বালা শুরু হয়ে যায় আমাদের দেশের তথা কথিত ধর্মিক সমাজের তসলিমা নাসরিন একের পর এক অত্যাচারের শিকার হতে থাকেন ধর্মিয় উগ্রবাদীদের । ধর্মিয় উগ্রবাদীদের দ্বারা একের পর এক মামলার শিকার হতে হয় তসলিমা নাসরিন কে এতে আদালত তাঁর বিরূদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী । অবশেষে ১৯৯৪ সালে তসলিমা নাসরিনকে দেশ ত্যাগে বাধ্য করা হয় অদ্যবধি তিনি নিবার্সিত জীবন যাপন করছে । কি অপরাধ ছিল তসলিমা নাসরিনের ? মুক্তচিন্তা মুক্ত মত প্রকাশ ই তার এক মাত্র অপরাধ ।একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে মুক্তচিন্তা মুক্ত মত প্রকাশের অধিকার সবার ই আছে আর সে অধিকারের জন্য কাউকে নির্বসনে যেতে হবে তা কোন সভ্য বিবেক কি মানতে নারাজ । অতি সম্প্রতি তসলিমা নাসরিন তার ফেইসবুক স্টাটাসে বাংলাদেশে ফেরার যে আকুলতা প্রকাশ করেছেন তাতে প্রত্যেক মানব বিবেক ই তার দেশে ফেরার আকুতিকে সমর্থন করে । তাই তসলিমা নাসরিন যেমন আছেন স্বদেশের মাটিতে ফেরার প্রতীক্ষায় ঠিক তেমনি তার স্বদেশের প্রতিটি মানব বিবেক আছেন তার স্বদেশের মাটিতে ফেরার প্রতীক্ষায় ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬

বাউন্ডুলে রুবেল বলেছেন: আবেগে অক্করে কাইন্দালছি...

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

নতুন বলেছেন: কি অপরাধ ছিল তসলিমা নাসরিনের ? মুক্তচিন্তা মুক্ত মত প্রকাশ ই তার এক মাত্র অপরাধ ।

নিচের ভিডিও কি মুক্তচিন্তার উদাহরন??? নাকি ধম`বিদ্বেষীরাই কোন ধম`গ্রন্হের অপমান করতে পারে???




মুক্তচিন্তা করার অধিকার সবারই আছে... কিন্তু তিনি কি আসলেই মুক্তচিন্তা কারী নাকি ধ`মকে আক্রমন করে মানুষের দৃস্টি আক্রষ`নের জন্য এই সব করেন???

কিছু দিন আগের ভিডিওতে দেখেছিলাম যে ... দুই জন মুক্তচিন্তাবিদ কোরান শরিফের উপরে চায়ের কাপ রেখে চা খাচ্ছে আর গল্প করছে...

এদের চেয়েও নামকরা নাশ্তিকরাও কখনো ধম`গ্রন্হকে অপমান করতে দেখিনাই....

নাস্তিকতা আর ধম`বিদ্যেষী দুইটা দুই জিনিস... এরা ধম`কে অপমান করে সস্তা জনপ্রিয়তা অজ`ন করতে চায়...

৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩

মাঘের নীল আকাশ বলেছেন: মুক্ত চিন্তা আর যৌনবিকৃত মানসিকতা...দুটো আলাদা বিষয়!

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: এসব ই মুক্ত চিন্তার একটি অংশ ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

মাঘের নীল আকাশ বলেছেন: চিন্তার সীমাবদ্ধতাই চিন্তার বিকৃতি ঘটায়...! আপনি কিভাবে একে মুক্তচিন্তা বলছেন বোধগম্য নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.