নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের জীবনের নিরাপত্তা কোথায় ?

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:২৪

বাংলাদেশ দিন দিন ধর্মীয় উগ্রবাদীদের অভারণ্যতে পরিনত হয়ে যাচ্ছে । স্বাধীন তথা মুক্তমত প্রকাশ বর্তমানে বাংলাদেশে তথা মুক্তমনাদের অধিকার দিন দিন নিঃশেষ হয়ে আসছে একদিকে বর্তমান সরকার তথা রাষ্ট্র যন্ত্রের খড়গ অন্য দিকে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতি । গত এক মাসে আমদের দেশে দুই জন ব্লগার তথা মুক্তমান মানুষ কে এক ই ভাবে জীবন দিতে হলো । গত ২৬ ফেব্রুয়ারি বাংগালী জাতির বার্ষিক মিলন মেলার স্হান তথা বাংগালীর প্রাণের ও প্রিয় মিলন মেলা বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় টিএসসির মত লোক ভুল স্পর্ষকাতর জায়গায় আইনের লোকের সামনে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতি আঘাত ফালি ফালি করেছে মুক্ত মনা ব্লগের প্রতিষ্ঠাতা ধর্মনিরপেক্ষ মুক্তবুদ্ধিচর্চার বিজ্ঞান মনস্ক লেখক ডঃ অভিজিৎ রায় সেই সাথে গুরুতর আহত হন তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা । এই হত্যার কোন কুল কিনার না হওয়ার আগেই মাত্র এক মাসের মাথায় খুন হতের হলো আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু যিনি " বোকা মানব " " কুচ্ছিত হাঁসের ছানা " ও "গণ্ডমূর্খ" নামে বিভিন্ন ব্লগ ও ফেইস বুকে লিখতেন । স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে ব্লগার তথা মুক্তচিন্তার মানুষদের উপর কেন এই বর্বরোচিত মধ্যযুগীয় কায়দায় আক্রোমন । ব্লগাররা বিশেষ করে আলোচিত হয় মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামাত নেতা কাদের মোল্লার ফাঁসিরদাবিতে শাহবাগে তরুনদের গনজামায়েত তথা গনজাগরন মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে । আমাদের দেশের উগ্রধর্মীয় গোষ্টি তাদের অন্ধ মতবাদ কে চিরস্হায়ী করার জন্য বাংলাদেশে মানুষের কছে ব্লগারদের ধর্ম বির্দেশি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । তার ই ফলশ্রুতিতে গনজাগরন মঞ্চ প্রতিষ্ঠা লগ্নেই উগ্রধর্মীয় মৌলবাদীদের হাতে জীবন দিতে হয় ব্লগার রাজীব হায়দার কে । তার পার আমরা দেখেছি তথা কথিত হেফাজতে ইসলাম নামের সংগঠনের তান্ডব । ফারাবীর দুঃসাহস । এর পর ও ফারাবীরা থেমে থাকেনি একেক সময় একেক ভাবে আঘাত ও আক্রম করে যাচ্ছে মুক্ত চিন্তার মানুষদের । আমারা দেখেছি কিভাবে আঘাত করেছে ব্লগার আসিফ মহিউদ্দিন কে ! কিন্তু কেন জানি আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্র এ ব্যপারে একদম নিশ্চুপ দায় সাড়া নাম মাত্র মামলা আর তদন্ত । আজো সরকার এ সব ঘটনার রহস্য উদ্ঘাটনে সম্পুর্ণ ব্যর্থ । আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্রের কাছে মুক্ত চিন্তার মানুষ এবং ব্লগারদের জীবন যেন অত্যন্ত মূল্য হীন । তাই প্রশ্ন একের পর এক এই হত্যার দায় সরকার কি এড়াতে পারবে ?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি সত্য বলেছেন আজ আমার একটা পোস্ট প্রথম পাতা থেকে সরানো হয়েছে। :|

কোথাও এখন আর মুক্তচিন্তা করা যায় না। আফসোস! :((

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:৫১

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: সহমত ভাই ।বাংলাদেশ আজ এক খুনের রাজ্য !

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদেরকে সচেতন হতে হবে। কিছু লোক আমাদেরকে নিয়ে লীলাখেলা করছে। ওরা ইচ্ছা করে ঝামেলা লাগিয়ে রাখতে চায়।

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২২

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: এটা ঝামেলা নয় এটা বিপদ সংকেত ।

৩| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই শুধু ব্লগার না কোন মানুষের জীবনের নিরাপত্তা আছে ?

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: কারণ সরকারের কাছে ক্ষমতা ই মূল বিষয় কে মরল কে বাঁচল সেটা বর্তমান সরকারের দায়িত্ব নয় আর তার জন্য তারা ক্ষমতার আসন ও গ্রহন কেন নি । কারণ বর্তমান সরকার জনগনের ভোটে যেহেতু নির্বাচিত নয় ---? তাই সরকার ও উগ্র ধর্মীয় গোষ্ট আজ একই পথে হাটছে ভিন্ন মতাবলম্বী তথা ভিন্ন ধারনার ও ভিন্ন দলের মানুষদের হত্যা বা গুম করা । তাই আমাদের নিরাপত্তার দাবি কার কাছে ?

৪| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

দ্যা আহমেদ মামুন বলেছেন: ফকিন্নির পোলারা বিদেশ যাওয়ার লোভে ব্লগিং করে।
দাউদ হায়দার
তশলিমা
আরিফ
আসিফ

এরা সবাই বিদেশে যাওয়ার মত মেধা রাখে?
এরা তবুও বিদেশে।
আমার দেশের অনেক ফকিন্নির পোলারা বিদেশে যাওয়ার জন্য ব্লগিং করে। ্
অনেকে যেতে পারে। আর অনেকে কাটা তারা আটকে যায়।
যেমন-
রাজিব
অভিজিত
ওয়াশিক।
এরা চলে গেছে ভিসা পাসপোর্ট ছাড়া এমন দেশে।

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: আপনি যাদের কথা বলছেন তাদের কারো ই বিদেশে থাকা বা যাওয়া কোন বিষয় নয় । কিন্তু তাদের জীবন রক্ষার জন্য এর বিকল্প নাই । কারন বাংলাদেশ ক্রমানয়ে বিলীন হয়ে যাচ্ছে ধর্মীয় উগ্রবাদীদের কালো থাবায় । যেখানে সরকার ও রাষ্ট্র যন্ত্র সম্পুর্ণ ব্যর্থ !

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: আপনার মত্লব টা কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.