![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাপ: বাংলাদেশ
2010, 20 . JUL আমি বাংলাদেশে গেলাম । আমার আনন্দের মধ্যে এক সপ্তাহ কাটে।
এক সপ্তাহে আমি ঢাকা , চট্রগ্রাম গেয়েছিলাম ।
বিমান পৌঁছাতেই বাংলাদেশের ভুভাগীয় আকাশ , স্বচ্ছ আকাশ , নদীর, বন,জঙ্গল,
বাড়ি,ইটভাটি ধূমনালী পড়ে আমার চোখে ।
আমরা পক্ষে বাংলাদেশের আবহাওয়া খুব গরম । ঢাকায় অনেক ভিড় আছে । বাংলাদেশী
খবু অতিথিপরায়ণ ।
বাংলাদেশের গ্রাম পড়ে বিশেষ ছাপ আমার মনে । বিশাল উন্মুক্ত বন , বিশাল উন্মুক্ত মূলভূমি,
পরিষ্কার হাওয়া প্রভৃতি চমতকার । সবুজ পাতার উপর কিছু ধুলো নেই । বাংলাদেশের চেয়ে চীনের পরিবেশ
তো খারাপ ।চাকরির জন্য চীনদেশের পরিবেশ দূষণ হয়েছে, ফলে আজকাল এমন জায়গা সহজে পাওয়া যায় না ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
লিসং বলেছেন: হ্যাঁ। আমি চীনদেশী । আমি হাংজু চিনি ।এটা বিখ্যাত শহর ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বর্ষায় এসেছেন বলে এমন পরিষ্কার লেগেছে। শীতে বা অন্য ঋতুতে বাংলাদেশের আকাশসীমায় ঢুকলে ধুলার চাদরে চোখ আটকে যাবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
লিসং বলেছেন: তাই না ? আপনি চীনে গেলেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২
চান্টু ভাই বলেছেন: আপনার বর্ণনা ভাল লাগল! আমিও এক সময় চীনে ছিলাম! আপনি কই থাকেন? হাংজু চিনেন কি?