![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আমি! স্বপ্ন বিলাসী লোক আমি স্বপ্ন দেখতে ভালবাসি। মানুষের স্বপ্ন গুলো নিয়ে কাজ করতে চাই।
একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার যদি নেটওয়ার্কিং গুণ থাকে তাহলে সে অনেক দূর আগাতে পারে । সে বসে থাকতে চাইলেও বসে থাকতে পারে না এই নেটওয়ার্কিংই তাকে অনেক দূরের সীমানায় পোঁছে দেয়। প্রতিটা বিজনেসই শুরু হয় ছুট থেকে কিন্তু যার নেটওয়ার্ক যত সম্প্রসারিত সে তত দূর পোঁছাতে পারে । উদ্যোক্তাদের বিজনেস নেটওয়ার্ক বাড়ানোর পিছনে সময় দিতে হয় এই সময়টাকে অপচয় হিসেবে চিন্তা না করে বিজনেস সম্প্রসারন হিসেবে ভাবতে হবে ।
কিছু কাজ আছে যে গুলু করলে বিজনেস নেটওয়ার্ক বাড়ে
- সামাজিক কাজে অংশগ্রহণ
- পেশা অনুযায়ী বিভিন্ন গ্রুপে অ্যাক্টটিভ মেম্বার
- প্রতিদিনই নেটওয়ার্কে লোকজন বাড়ানো ও তাদের সাথে যোগাযোগ রাখা
নেটওয়ার্কিং দক্ষতা অর্জনে কিছু বই পড়া যেতে পারে
https://bit.ly/2GPt4G0
ইউটিউব থেকে কিছু ভিডিও দেখা যেতে পারে
https://www.youtube.com/results?search_query=business+networking
তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নেটওয়ার্কিং একটি চর্চার বিষয়,তাই আজ থেকে শুরু করুন আর হয়ে যান সফল নেটওয়ার্কার!! আর এই সফল নেটওয়ার্কিংই একদিন আপনাকে সফল বেবসায়ি পরিণত করবে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৯ রাত ৯:২৩
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।