নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Saif Samir | Winner of the Best of Online Activism Awards (2013) by Deutsche Welle (DW) | www.saifsamir.com

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

সাইফ আলী খানের সেরা ১০ মুভি পারফরম্যান্স

৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫





অভিনেত্রী মা শর্মিলা ঠাকুরের পরিচয়ে মিডিয়ার লাইমলাইটে আসলেও রাতারাতি স্টার হওয়া বলতে যা বোঝায় সাইফ আলী খান তা হতে পারেননি। সাইফের বাবা নবাব মনসুর আলী খানও একজন বিখ্যাত ব্যক্তি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। বাবা-মা বা পরিবার বিখ্যাত হলে বলিউড ইন্ডাজট্রিতে আসন পাতাটা সহজ হয় বটে, কিন্তু নিজেকে প্রমাণ করা ছাড়া শীর্ষে ওঠা যায় না। অভিনয় দক্ষতা প্রমাণ করতে বা নিজেকে শীর্ষে তুলে আনতে সাইফ আলী খানকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ১৯৯২ সালে 'পরম্পরা' (Parampara) মুভিটির মাধ্যমে সাইফ আলী খানের অভিষেক। কিন্তু সত্যিকারের সাফল্য পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১০টি বছর! ২০০১ সালে 'দিল চাহতা হ্যায়' মুভিটির মাধ্যমে সাইফের নবজন্ম লাভ হয় বলা যায়। এরপর শাহরুখের সঙ্গে কাল হো না হো মুভিতে সুঅভিনয়ের গুণে সাইফের ওপর পরিচালকদের আস্থা বাড়তে থাকে। অবশ্য নিজের কিছু সমস্যা প্রথমে তাকে কাটিয়ে উঠতে হয়েছে। আত্মবিশ্বাস বাড়ার পর থেকেই তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে নেন। ধীরে ধীরে নিজেকে এই নবাবজাদা বলিউডের প্রথম সারির একজন তারকা অভিনেতায় রূপান্তরিত করেন।



সব মিলিয়ে এই পর্যন্ত সাইফ প্রায় ৫০টি মুভিতে অভিনয় করেছেন । তার মধ্যে থেকেই অভিনয় আর মুভির গুণাগুণ বিচারে তৈরি করেছি সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভির লিস্ট। নির্বাচিত মুভিগুলোতে সাইফ অভিনয় করেছেন প্রধান চরিত্রে, পার্শ্বচরিত্রে বা ভিলেনের ভূমিকায়। এই তালিকার ভেতরে সাইফের সবচেয়ে সেরা অভিনয় দেখেছি আমার প্রিয় দুটি মুভি- ফারহান আকতার পরিচালিত প্রথম মুভি দিল চাহতা হ্যায় এবং ডিরেক্টর বিশাল ভরদ্বাজের ওমকারাতে। তবে ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খানের অনবদ্য অভিনয় এখন পর্যন্ত তার সবচেয়ে সেরা পারফরম্যান্স বলে মানি। জাঁদরেল পরিচালকের হাতে পড়লে অনেক নীরস শিল্পীরও মন্ত্রমুগ্ধ অভিনয় বেরিয়ে আসে, ওমকারাতে ভরদ্বাজের হাতে সাইফ হয়েছেন একজন পরিণত অভিনেতা।





ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খান



মজার বিষয় হলো, ওমকারায় সাইফের চরিত্রটিতে নাকি আমির খান অভিনয় করতে ইচ্ছা পোষণ করেছিলেন! কিন্তু তিনি নিজের অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় আর করা হয়নি। অন্যদিকে, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 'দিল চাহতা হ্যায়' মুভিটিতে সাইফ আলী খান প্রথমে অভিনয় করতে চাননি! পরে ঐ মুভির অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার অনুরোধে তিনি অভিনয় করেন। পরিবর্তিত সিদ্ধান্তটি কতোটা সঠিক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সাইফ আলীকে তাই ভাগ্যবান বলতেই হয়!



সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভি:



দিল চাহতা হ্যায়/Dil Chahta Hai (২০০১)

কাল হো না হো/Kal Ho Naa Ho (২০০৩)

এক হাসিনা থি/Ek Hasina Thi (২০০৪)

হাম তুম/Hum Tum (২০০৪)

পরিণীতা/Parineeta (২০০৫)

সালাম নমস্তে (২০০৫)

বিয়িং সাইরাস/Being Cyrus (২০০৬) [ইংলিশ]

ওমকারা/Omkara (২০০৬)

কুরবান/Kurbaan (২০০৯)

লাভ আজ কাল/Love Aaj Kal (২০০৯)





লাভ আজকাল মুভিতে দীপিকা পাডুকোনের সঙ্গে 'নবাবজাদা'



তাছাড়া মে খিলাড়ি তু আনাড়ি (১৯৯৪), রেহনা হ্যায় তেরে দিলমে (২০০১), একলব্য: দি রয়াল গার্ড (২০০৭), রেস (২০০৮), আরাকশান (২০১১) মুভিগুলোতে সাইফের পারফরম্যান্স স্মরণীয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-২

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

নীল কষ্ট বলেছেন: ভালো

৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

সাইফ সামির বলেছেন:

সাইফ আলী খানের কোন মুভি সবচেয়ে ভালো লেগেছে?

২| ৩০ শে মে, ২০১০ রাত ৮:০৩

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: ওমকারায় সাইফ আলী খানের অভিনয় সহজে ভোলা যাবেনা, সত্যি অসাধারন, ...আর বিড়ি জালাইলে গানে তার নাচ...............ওফ......... :#)

০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯

সাইফ সামির বলেছেন: :)

৩| ৩০ শে মে, ২০১০ রাত ৮:১১

স্নিগ বলেছেন: আমার কাছে সাইফ বলিউডের সবচে আন্ডাররেটেড স্টারদের একজন।অথচ ট্রেন্ডসেটার হিসেবে সাইফ তুলনাহীন।
২০০৪ এর আগে তাকে একক নায়ক হিসেবে তেমন কোনো মুভিই দেওয়া হয়নি।
রেহনা হ্যায় তেরে দিলমে-তে সাইফের গেস্ট অ্যাপিয়ারেন্সটা খুব ভালো লাগসিলো।

পছণ্দের মুভি
বিয়িং সাইরাস (২০০৬) [Being Cyrus]
ওমকারা (২০০৬) [Omkara]

৩১ শে মে, ২০১০ রাত ১০:১৩

সাইফ সামির বলেছেন:

সাইফ কনফিডেন্ট হওয়ার পর থেকেই প্রধান চরিত্রে সুযোগ পেতে থাকেন। কিন্তু নিজের কিছু সমস্যা প্রথমে কাটিয়ে উঠতে হয়েছে।

ভালো পরিচালকের হাতে পড়লে ভালো অভিনয় বেরিয়ে আসে। ওমকারারে সেটাই হয়েছিল।

তোমার পচ্ছন্দের মুভিতে 'দিল চাহতা হ্যায়' নেই দেখে অবাক!

৪| ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:২৯

নীল কষ্ট বলেছেন: খুব একটা দেখা হয়না ম্যুভি, লাভ আজকাল এর গান আর পরিণীতা , দিল চাহতা হ্যায় ভালো লেগেছে। হামতুম মজার ছিল।

০৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৩

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ শেয়ার করার জন্য। লিস্টের মুভিগুলো সময় পেলে দেখতে পারেন।

৫| ০৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

দিল চাহতা হ্যায় (২০০১) [Dil Chahta Hai]--- বেশ ভালো।

কাল হো না হো (২০০৩) [Kal Ho Naa Ho]--- মোটামুটি।

এক হাসিনা থি (২০০৪) [Ek Hasina Thi]--- এটা অনেক ভালো লেগেছে, খুব সহজ নয় এতটা ডার্ক শেড এভাবে ফুটিয়ে তোলাটা।

থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক (২০০৮) [Thoda Pyaar Thoda Magic]--- দেখিনি।


পরিণীতা (২০০৫) [Parineeta]--- মুভিটা চমৎকার। সাইফের অভিনয় আছে একরকম।


সালাম নমস্তে (২০০৫) [Salaam Namaste]--- ভালো।

বিয়িং সাইরাস (২০০৬) [Being Cyrus] (ইংলিশ)--- দেখিনি।

ওমকারা (২০০৬) [Omkara]--- খুব ভালো। প্রশংসার দাবীদার।

রেস (২০০৮) [Race]--- দেখিনি।

লাভ আজকাল (২০০৯) [Love Aaj Kal]--- বেশ ভালো।

০৭ ই জুন, ২০১০ রাত ১:৪৪

সাইফ সামির বলেছেন:

'কাল হো না হো' মুভিটির পর থেকেই বড় নির্মাতারা সাইফের উপর আস্থা রাখতে শুরু করেন। আর পরিণীতাই তো 'ছোট নবাব' বেশ মানানসই। অন্যদিকে, অনেক সাইফ ভক্তই 'বিয়িং সাইরাস' মুভিটির নাম শোনেনি কিংবা দেখেনি। 'থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক' ছোটদের সঙ্গে এবং থ্রিলার মুভি 'রেস' বন্ধুদের সঙ্গে দেখতে পারেন। ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০১০ রাত ১:৫০

টিনটিন` বলেছেন: ইয়ে দিললাগি, ম্যায় খিলাড়ি তু আনাড়ি......তে অসাধারন লেগেছিল।

০৮ ই জুন, ২০১০ রাত ৯:০১

সাইফ সামির বলেছেন:

হুম, নব্বয়ের মুভিগুলো দেখতে খুব মজা লাগতো! :)

৭| ০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৬

বিষফোঁড়া বলেছেন: Parineeta

০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৮

সাইফ সামির বলেছেন:

বুঝলাম পরিণীতা আপনার সবচেয়ে ভালো লেগেছে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯

কাউসার রুশো বলেছেন: এই তালিকার ভেতরে সাইফের সবচেয়ে সেরা অভিনয় দেখেছি আমার প্রিয় মুভি ফারহান আকতারের দিল চাহতা হ্যায় এবং বিশাল ভরদ্বাজের ওমকারাতে। তবে 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে ওমকারায় সাইফ আলী খানের অনবদ্য অভিনয় এখন পর্যন্ত তার সবচেয়ে সেরা পারফরম্যান্স বলে মানি।

সহমত

স্নিগ ভাইয়ের সঙ্গে একমত। রেহনা হ্যায় তেরে দিলমে-তে সাইফের গেস্ট অ্যাপিয়ারেন্সটা খুব ভালো লাগসিলো।

০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৩

সাইফ সামির বলেছেন:

সহমত হওয়ার জন্য ধন্যবাদ রুশো। :)
হ্যাঁ, রেহনা হ্যায় তেরে দিলমে-তেও সাইফের অভিনয় ভালো হয়েছে। তবে মুভিটিতে মাধবনের পারফরম্যান্স শো জয় করেছে।

৯| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪০

এসকে বলেছেন: দিল চাহতা হ্যায় ছবির সামির চরিত্র একটা মনে রাখার মতন পারফরম্যান্স ছিল। নতুন মুভি ককটেল এ সামির চরিত্রের একটা হালকা আভাস পাবেন।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৯

সাইফ সামির বলেছেন: ককটেল এখনো দেখিনি। দেখা যাক এই মুভিতে SAK-এর পারফরম্যান্স কেমন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.