![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
প্রথমেই সবাইকে চট্টগ্রাম পৌরসভার (পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন) ১৫০ বছর পূর্তি (১৮৬৩-২০১৩) উপলক্ষে শুভেচ্ছা।
ইংরেজি ভাষা শেখার যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য-পড়াশোনা বা বসবাস করতে হলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা / চাটগাঁর ভাষা / চিটাইঙ্গা ভাষাও শেখার প্রয়োজনীয়তা আছে। আপনি চট্টগ্রামে না এলেও অন্য কোথাও চাটগাঁর লোকদের সাথে মিশতে গেলে এই ভাষার প্রয়োজন হতে পারে। তাছাড়া জাতীয় সংসদে সম্প্রতি একটি আঞ্চলিক শব্দ 'চুদুরবুদুর' নিয়ে লঙ্কা কাণ্ড তো দেখলেনই। অতএব বুঝতেই পারছেন দু-একটা বাড়তি আঞ্চলিক ভাষা জানা থাকলে খুব সুবিধা। এ ক্ষেত্রে চাটগাঁ ভাষার গুরুত্ব অপরিসীম।
আঞ্চলিক ভাষা শেখার প্রথম ধাপ হচ্ছে ভাষা বুঝতে শেখা। আপনি ঠিকভাবে বলতে না পারলেও বুঝতে পারলেই কাজ চালিয়ে নেয়া যায় অনেকটা।
আজ একটি শব্দ দিয়ে শুরু করি:
চাটগাঁর ভাষায় 'গন্ধ' বুঝাতে সঠিক শব্দটি আসলে 'বাঁশ'-ও না 'বাস'-ও না, উচ্চারণ অনুসারে এটি 'বাশ্'- যার অর্থ গন্ধ। যেমন: বাশ্ ধার্ (গন্ধ লাগছে)।
লক্ষণীয়, 'শ' ও 'স' উচ্চারণে কিন্তু তফাৎ আছে। চট্টগ্রামের ভাষায় 'স' ও 'শ'-য়ের মাঝে আরও উচ্চারণ আছে। স ও শ-য়ের নিচে রেফ দিলে দুটি উচ্চারণ পাবেন। উচ্চারণ যদিও লিখে বোঝানো মুশকিল, তবুও দেখুন: 'বস্সু' - এখানে বস-এর স-য়ের নিচে রেফ দিলে যে উচ্চারণের শব্দটি পাওয়া যাবে তার অর্থ দাঁড়াবে 'বাচ্চাদের জন্য মজাদার খাওয়ার'। আরেকটি দেখুন: বাশ্শা (বাদশাহ), এখানে শ-য়ের নিচে রেফ দিলে 'শ' ও 'স'-য়ের মাঝামাঝি উচ্চারণ 'ষ' পাবেন, শব্দটি এভাবেই চাটগাঁয় উচ্চারিত হয়।
তাছাড়া চট্টগ্রামে 'শ', 'স' ও 'ষ' এর ক্ষেত্রে অনেকে 'ছ' উচ্চারণ করেন।
আরও উল্লেখ্য, খোদ চট্টগ্রামেই আবার অঞ্চল ভেদে চাটগাঁ ভাষায় উচ্চারণে হাজারটা তফাৎ হয়ে থাকে। যা অন্য বিভাগের জন্য তো বটেই, চাটগাঁ ভাষাভাষীর মাঝেও বিভ্রান্তির সৃষ্টি করে।
আজ এতোটুকুই। প্রথম দিনেই ডোজ বেশি হয়ে গেলে অসুবিধা।
ছবি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী পাহাড়
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১০
সাইফ সামির বলেছেন:
চেষ্টা করলে বুঝতে অন্তত পারবেন আশা করি।
২| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:০৭
খেয়া ঘাট বলেছেন: বদ্দা, পোস্ট গম অইয়ে। ভালা থাইক্কন।
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
সাইফ সামির বলেছেন:
দোয়া গইজ্জন... ওনেও ভালা থাইক্কন
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১২
সায়েম মুন বলেছেন: চাটগায়ের এক বন্ধু আছে। ১৪ বছর ধরে কাছাকাছি থাকি। এতদিনে হৈল না। আর আপনার এই পোস্টে হবে কিনা সন্দ আছে।
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯
সাইফ সামির বলেছেন:
সন্দ অমূলক না! এই ভাষা চাইনিজ ভাষার চেয়েও কঠিন!
তবে বলতে না পারলেও বুঝতে আশা করি পারবেন।
৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৬
আমি তুমি আমরা বলেছেন: আমিও চট্টগ্রামের ভাষা নিয়ে একটা পোস্ট লিখেছিলাম।
চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
সাইফ সামির বলেছেন:
আরে আপনার এই সুন্দর পোস্টটা তো আগে দেখলাম না! ধন্যবাদ লিংক দেয়ার জন্য।
তাহলে আপনি যা শিখিয়েছেন তা বাদ দিয়ে আমার নিজস্ব স্টাইলে কোর্স এগোবে। আপনার পোস্টটি থাকলো সহযোগী পোস্ট হিসেবে।
৫| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৫
মুশাসি বলেছেন: খেয়া ঘাট বলেছেন: বদ্দা, পোস্ট গম অইয়ে। ভালা থাইক্কন।
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২
সাইফ সামির বলেছেন: ওনেও ভালা থাইক্কন
৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৩
তামিম ইবনে আমান বলেছেন:
মুভি পোস্ট কই ?
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৫০
সাইফ সামির বলেছেন:
অন্য কিছু লিখে মুড চেঞ্জ করছিলাম... তবে নো টেনশন- মুভি পোস্ট আসিবে শিগগির!
৭| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:০২
বটের ফল বলেছেন: খেয়া ঘাট বলেছেন: বদ্দা, পোস্ট গম অইয়ে। ভালা থাইক্কন।
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সাইফ সামির বলেছেন:
৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৬
মাহমুদুর রাহমান বলেছেন: এই ডা নিয়ে ঝামেলায় আছি। ক্লায়েন্ট টেলিফোন এ কি কি কয় ৩/৪ বার করে শুনতে হয়
উগকো মানে এক
হডে মানে কোথায়
এই গুলো কোন শালা বুঝবে আগে থেকে বলেন দেখি। লেখা পড়া করা মানুষ যদি এম্নে কথা বলে কেমনে কি করি
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাইফ সামির বলেছেন: হা হা হা
এটাকে বলে আঞ্চলিক ভাষার মায়া!
৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:২৭
গোঁফওয়ালা বলেছেন: স ষ শ এই তিনডা তো বিশাল প্যাচের জিনিষ দেখা যায়
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সাইফ সামির বলেছেন: আবার জিগায়!
১০| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: খুব ভালা প্যাছাল
তবে শিখতে আপত্তি নাই
পোষ্টে শুভেচ্ছা তাই
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!
১১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
আমি তুমি আমরা বলেছেন: সিরিজ কন্টিনিউ করবেন না?
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
সাইফ সামির বলেছেন:
করবো তো! সময় পাই না যে!
টাইম অ্যান্ড মুড ব্যাটে-বলে হয়ে গেলে নেক্সট পোস্ট দিব।
স্টে টিউনড!
১২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭
আরজু পনি বলেছেন:
বাশ্শা .......বা শ ্ শা
বস্সু ...ব স ্ সু
আমিতো আপনার মতো করে লিখতে পাচ্ছি না ! হসন্ত দিলেই যুক্তাক্ষর হয়ে যাচ্ছে !
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
সাইফ সামির বলেছেন:
জানি এমনটাই হয়! আমি অনেক কায়দা করে লিখেছি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ৯:০৪
Palol বলেছেন: কোষ্ঠকাঠিন্য,