![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
জীবনে নানা সময় আপনি কোন না কোন আর্গুমেন্টে জড়াবেনই। সেটা হতে পারে খুব পরিচিত কারো সঙ্গে কিংবা একেবারেই অপরিচিত মানুষের সঙ্গে।
কিভাবে আপনি যে কোন আর্গুমেন্টে জিতবেন এবং হাসিমুখে ফিরে আসবেন?
ফ্র্যাংকলি স্পিকিং, আপনার সব আর্গুমেন্ট 'আক্ষরিক অর্থে' জেতার দরকার নেই। কিন্তু শেষ হাসিটা যেন আপনিই হাসতে পারেন সেই উপায়ই আমি বলছি। একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে:
১। কোন অপরিচিত মানুষের সঙ্গে বিতর্কে জড়াবেন না- যদি না এতে সুনির্দিষ্ট কোন লাভ থাকে। যেমন: পাবলিক গাড়ীতে করে কোথাও যাচ্ছেন। কেউ একজন রাজনীতির কথা তুললো। আপনি দেখলেন আপনার প্রিয় দলটিকে তুলো ধুনো করা হচ্ছে। কি করবেন আপনি? হৈ হৈ করে আলোচনায় ঢুকে যাবেন? যা আসলে আলোচনা নয়, সস্তা কুতর্ক। কি লাভ হবে আপনার সেই তর্কে অংশ নিয়ে? প্রতিপক্ষের সিদ্ধান্ত কি পাল্টাবে? এই লোকগুলোর সাথে আপনার হয়তো জীবনে কখনও আর দেখা হবে না- তর্কে জেতা না জেতা কোন মানেই রাখে না। আপনি হয়তো আপনার সমর্থিত দলটির গুণগান গেয়ে গলার রগ ফোলাবেন। বিনিময়ে কি পাবেন আপনি এই অর্থহীন তর্কে? তর্ক জেতার বিমলানন্দ? ঠুনকো! এক্ষেত্রে একেবারেই ঠুনকো! অযথা শক্তি অপচয়।
২। প্রতিপক্ষের আগে উত্তেজিত হবেন না। গালি শুরু করবেন না। তর্কে প্রথমে প্রতিপক্ষকে এগিয়ে থাকতে দিন। প্রতিপক্ষের শক্তি ক্ষয় করে ফেলুন। এ অনেকটা রণকৌশলের মতো।
৩। প্রতিপক্ষ দাঁড়িয়ে কথা বললে আপনি বসে কথা বলুন। এ যেন শারীরিক ভাষায় বলা, 'আমি এখানেই আছি। চাইলে তুমি প্রস্থান করতে পার।'
৪। তর্কে জেতার সবচেয়ে উত্তম পন্থা হলো সঙ্গে সঙ্গে তর্কে জিততে না চাওয়া। কি, ঘোলাটে লাগছে? ফর্সা করে বলি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না। অপেক্ষা করুন সুবর্ণ সময়ের। অতঃপর ঝোপ বুঝে কোপ মারুন। প্রতিপক্ষ কুপোকাত!
৫। প্রতিপক্ষকে বলতে দিন। তার কথার মাঝখানে হামলে পড়বেন না। তাকে এক নিশ্বাসে তার কথাগুলো শেষ করতে দিন। তার উত্তেজনা চরমে পৌঁছে যেতে দিন। যদি সে তার কথা শেষেই সটকে পরে, ফোনের লাইনটি কেটে দেয়- জেনে নিন সে একজন কাপুরুষ! তার পিছু নিবেন না, তাকে ডাকবেন না, কল ব্যাক করবেন না। নীরবতা পালন করুন। প্রতিপক্ষ অস্থির হয়ে যাবে কেন আপনি পাল্টা কিছু বলছেন না! এটাকে বলে সাইলেন্ট টর্চার।
প্রতিপক্ষ হয়তো এটাও ভাবতে পারে, সে-ই বুঝি তর্কে জিতে গেছে! কাপুরুষরা এভাবেই ভাবে। তর্কের ময়দানে তারা খুব সাহসের ভাণ দেখায়। আসলে তারা সাহসী না, ভেতরে ভীতু। তর্কের মাঠে খুব হম্বিতম্বি করে, গালাগাল-চিৎকার করে এরা সটকে পড়ে, ফোনে হলে লাইন কেটে দেয়। আমার সাইকোলজিকাল নিরীক্ষায় দেখেছি, এদের বেশির ভাগই বউ অথবা প্রেমিকা দ্বারা চালিত।
আপনি তর্কে জিততে চান? কাপুরুষদের সাথে তর্কে লিপ্ত হবেন না। এটা শিশু নিগ্রহের পর্যায়ে পড়ে যাবে!
৬। চুপ থাকতে শিখুন। প্রতিপক্ষ আপনাকে পাবলিকলি হিউমিলিয়েট করতে চাইলেও ইগনোর করুন। আমি হাজারটা তর্কে জিতেছি সময় মতো চুপ থেকে। আর্গুমেন্ট হচ্ছে মাইন্ড গেম। হাত-পা দিয়ে নয়, গলা দিয়ে হয়, মাথা দিয়ে তর্ক খেলুন। আমি খিলাড়ির মতো তর্ক নিয়ে খেলি। আমি প্রতিপক্ষকে আগেই দুটো গোল দিয়ে দিতে দিই। এরপর পুরো মাঠ আমার। হ্যাট্রিক করে তর্ক জিতেই মাঠ ছাড়ি।
৭। মনে রাখবেন, তর্কে জেতা মানে কথায় জেতা না, গালিগালাজে চ্যাম্পিয়ন হওয়া না, আমি এই-আমি সেই, আমার ফ্যামিলি এমন-আমার ফ্যামিলি তেমন, হেন করেঙ্গা-তেন করঙ্গে এই সব ছোটলোকি কথাবার্তা বলা না; তর্কে জেতা মানে পিস অফ মাইন্ড- মনে স্বর্গীয় সুখ। তর্কে জেতা মানে প্রতিপক্ষ আপনার কথা মানুক আর না মানুক তার মনে আপনার সম্পর্কে একটা শ্রদ্ধাবোধ- একটা বিস্ময় বোধ তৈরি করা। তর্কে জেতা মানে প্রতিপক্ষকে সময় পরিক্রমায় আপনার কাছে ফিরে আসার পরিস্থিতি তৈরি করা। তর্কে বিজয় মানে মাথা উঁচু আর মুখে হাসি- সত্যিকারের হাসি, কোন সাময়িক বা কুটিল হাসি নয়।
এই যা, অনেক গোপন রহস্য ফাঁস করে দিলাম! আপাতত আর কিছু বলছি না, গুরু মারা বিদ্যা হয়ে যাবে তো!
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার কৌশলগুলো কাজে লাগে কিনা দেখার জন্য কারও সঙ্গে গায়ে-পড়ে লেগে যাবেন না প্লিজ! তখন আপনি কিন্তু 'জিরো গ্রাউন্ডে' চলে যাবেন। জিরো গ্রাউন্ডে কেউ কখনও তর্ক জিততে পারে না। গ্রাউন্ড শক্ত রাখুন, মাঠটা শেষ পর্যন্ত আপনারই হবে।
প্রথম প্রকাশ: SAIFSAMIR.COM
_______
পূর্ববর্তী পোস্ট: ধীর গতির পিসি বা ইন্টারনেটে বিজ্ঞাপনমুক্ত দ্রুতগতির ফেসবুক ব্যবহারের সহজ কৌশল!
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
সাইফ সামির বলেছেন:
রাগ নিয়ন্ত্রণ করার কিছু কার্যকরী উপায় আগামীতে জানিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকুন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
হেডস্যার বলেছেন:
কাজের জিনিস। ধন্যবাদ।
এপ্লাই করার চেষ্টা থাকবে।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
সাইফ সামির বলেছেন:
কাজে লাগলেই কৃতার্থ হবো।
আপনাকেও ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
বাংলার আকাশ বলেছেন: +
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮
অচিন তারা বলেছেন: খুবই সুন্দর প্রচেষ্টা। অনেক কার্যকর উপায়ও দেখিয়েছেন। কিন্তু সমস্যা হল যখন রাগ উঠে যায় তখন আর এইসব যুক্তি বেমালুম ভুলে যাই।
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
সাইফ সামির বলেছেন:
এক্ষেত্রে রাগটা প্রধান অন্তরায় বটে। রাগ ওঠার আগেই- তর্কের শুরু থেকেই আপনি প্লেফুল হওয়ার চেষ্টা করুন। এটা রাগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
আহেন আমরা তর্ক লাগি.......
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭
সাইফ সামির বলেছেন:
জিরো গ্রাউন্ডে?
জিরো গ্রাউন্ডে কেউ কখনও তর্ক জিততে পারে না।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি এসব টিপস এম্নিতেই মানি।
+
আমার পার্সোনাল আরেকটা সিস্টেম হচ্ছে নতুন পরিবেশে গেলে প্রথম দিকের সময়গুলো অমায়িক ব্যাবহারের তেলে চুবিয়ে রাখা। কেউ অনাকাঙ্ক্ষিত কিছু করতে গেলে যেন তেলে পিছলে পড়ে যায়
পোস্ট টা সরাসরি বুকমার্কে..................
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
সাইফ সামির বলেছেন:
হা হা হা
পোস্ট বুকমার্কের জন্য কৃতজ্ঞ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
শুক তারা বলেছেন: এবার তর্কে জিতা ঠেকায় কে?
কিছু কিছু স্ট্র্যাটেজি আগে থেকে ফলো করতাম, আজকে আরো নতুন কতগুলি শিখলাম
ধইন্যাপাতা থাকলো
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
সাইফ সামির বলেছেন:
কেউ ঠেকাতে পারবে না!
আপনাকেও ধন্যবাদ।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
চলতি নিয়ম বলেছেন: +
তর্ক করারই বা কি দরকার ?
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
সাইফ সামির বলেছেন: সেটাই!
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪
সাদা রং- বলেছেন: আমিতো কথাই বলি না, চুপচাপ থাকি।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
সাইফ সামির বলেছেন:
ভালোই তো, বোবার শত্রু নেই!
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
আমি ইহতিব বলেছেন: বাসে চলতে গেলে প্রায়ই তর্কে জড়িয়ে পড়া মানুষের উত্তপ্ত আচরণ দেখতে পেতাম। হাসি আসতো আমার।
পোস্ট ভালো হয়েছে, যারা চলতি পথে হুটহাট করে রেগে যান তর্কে জড়িয়ে পড়েন তাদের জন্য উপকারী পোস্ট। +++
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
সাইফ সামির বলেছেন:
আসলেই... ব্যাপারটা হাস্যকরই।
ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
বশর সিদ্দিকী বলেছেন: ফটুডা ভালো লাগছে।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬
সাইফ সামির বলেছেন: থ্যাঙ্কু!
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
িটউব লাইট বলেছেন: ভাই আমি যদি আপ্নার সাথে তর্কে লেগে যাই তাহলে আপনি জিত্যে পারবেন না। কারন আমি গুরু মারা শিষ্য
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮
সাইফ সামির বলেছেন:
তাই বুঝি?
তবে হত্যার অপরাধে আপনাকে গ্রেফতার করা হোক!
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: সুন্দর পোস্ট
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। +++
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩
সাইফ সামির বলেছেন:
জানাতে পেরে আমারও ভালো লাগলো।
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ম্যাংগো পিপল বলেছেন: রাগ নিয়ন্ত্রণ করার কিছু কার্যকরী উপায় আগামীতে জানিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকুন।[/si
তারাতারি জানান ভাই
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
সাইফ সামির বলেছেন:
সময় করে জানাব ভাই, পোস্ট দিলে আপনাকে জানিয়ে দিব।
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
কালীদাস বলেছেন: ২,৪,৫ ফলো করতাম ব্যাপক হারে; একটা সময় ছিল পয়েন্ট লিখে রাখতাম হাতে তর্কে জেতার জন্য। মেলা তর্কে জেতার পরে শিখেছি- সব তর্কে জেতা হল সবচেয়ে বড় লুজারের লক্ষণ
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬
সাইফ সামির বলেছেন:
তাই আমি বলি সব তর্কে জেতার দরকার নেই।
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ডেল কার্নেগীর ডায়ালোগ কপি করলেন মনে হয় ?!
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩০
সাইফ সামির বলেছেন:
সাইফ সামির আর কপি? রাগলাম না!
এমন মহামানবের সাথে অধমের তুলনা না দিলেই ভালো!
২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
কয়েস সামী বলেছেন: ভাল কাজে লাগবে।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
সাইফ সামির বলেছেন:
কাজে লাগলেই খুশি!
২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
বোধহীন স্বপ্ন বলেছেন: বেশ দরকারী পোস্ট
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! আশা করি কাজে লাগবে।
২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস কয়েকটা টিপস দিছেন........ লাইকড ইট!
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
সাইফ সামির বলেছেন: অনেক ধন্যবাদ!
২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
চাদের জোসনা বলেছেন: আমার কৌশল আপনি জানলেন ক্যামনে? প্লাস।
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
সাইফ সামির বলেছেন:
আপনার মাইন্ড রিড করে ফেলেছি!
ধন্যবাদ
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
ইখতামিন বলেছেন:
চমৎকার
২৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০
কোবিদ বলেছেন:
চমৎকার পরামর্শ
পক্ষ-বিপক্ষ সকলেরই
অনুসরণ করা উচিৎ
তা হলে সবাই জিততে
পারবে। ধন্যবাদ আপনাকে
২৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২
শুকনোপাতা০০৭ বলেছেন: দারুন পোষ্ট...অনেক ধন্যবাদ
২৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
মশিকুর বলেছেন:
দারুন উপকারী পোস্ট।
+
২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
শাহরিয়ার নীল বলেছেন: বেশ কাজে লাগবে আপনার পরামর্শগুলো দারুন উপকারী পোস্ট।
২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
নীলপথিক বলেছেন: সত্যিকার অর্থে শিক্ষিত হলে বয়সের সাথে সাথে মনে হয় এগুলো এমনিতেই চলে আসার কথা। আর তরুনদের রাগ দমনের উপদেশ দিয়ে খুব একটা লাভ হয় না। আপনার উপদেশগুলো খুব প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে আস্তে আস্তে আয়ত্ব হবে। সমস্যা হচ্ছে তরুনদের এই ধৈর্য্য একেবারেই নেই। তারপরেও শতকরা দশ ভাগও যদি উপকার পিায় সেটাও বিরাট ব্যাপার।
আপনার পোস্ট ভালো লাগলো। ভালো থাকবেন।
৩০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৫
শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট কাজে লাগাবো ইনশাল্লাহ ।
৩১| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
বেগুনী ক্রেয়ন বলেছেন: ভদ্রতা বজায় রেখে তর্কে যেটা একটা শিল্প| আপনি অনেক দূর এগিয়ে গেছেন মনে হচ্ছে|
আমি শীতল প্রতিশোধ নিতেই বেশি পছন্দ করি| ঠান্ডা মাথায় tit for tat |
৩২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২৬
htusar বলেছেন: ভাল্লাগছে ।
৩৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪১
ইউক্লিডের ব্লগ বলেছেন: আস্তিকদের জন্য অতীব জরুরি একটা পোস্ট।
৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
চাদের জোসনা বলেছেন: আরে ভাই আমি তো আগে থেকেই জানি। লেকিন বলতে দেরি। আপনি মনে হয় আমার লগে তর্কে জিতেন নাই। হাইরা গিয়া এই পোষ্ট দিছেন কারণ ছবকটা ঐ দিনই শিখেছেন। আমিও বহুতবার জিইত্যা গেছি এই বিদ্যায়। ধন্যবাদ সবাইকে জানিয়ে দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২
ডুবুরি বলেছেন: বেশ কাজে লাগবে আপনার পরামর্শগুলো, কেননা আমি সহজেই রেগে যাই ...