নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Saif Samir | Winner of the Best of Online Activism Awards (2013) by Deutsche Welle (DW) | www.saifsamir.com

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

কেন 'আমার জীবন' কখনোই 'আমার' নয়?

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫


আমাদের জীবন সর্বপ্রথম আমাদের পরিবারের অংশ, তারপর আত্মীয়-স্বজনের অংশ, তারপর সমাজের অংশ, রাষ্ট্রের অংশ। সবার অংশ ভাগ-বাটোয়ারা করে দেওয়ার পর নিজের বলে আর তেমন কিছু থাকে না। আমাদেরকে পরিবারের ইচ্ছা পূরণ করতে হয়, আত্মীয়-স্বজনের মুখ রক্ষা করতে হয়, সমাজের দাবি মেনে নিতে হয়, রাষ্ট্রের কথা মতো চলতে হয়। আমি কী চাই তার কোন মূল্য নেই। যদিও জীবনটা আমার কিন্তু সবাই চায় আমরা যেন তাদের আশা পূরণ করি। আমার চাওয়া-পাওয়ার হিসেবের চাইতে অন্যদের প্রত্যাশা কতোটুকু পূরণ করতে পেরেছি সেটাই সবার কাছে মুখ্য হয়ে থাকে। অন্যরা মুখিয়ে থাকে আমার সাফল্যের ভাগ নিতে, কিন্তু আমার ব্যর্থতা তারা গায়ে লাগাতে চায় না। অথচ আমার সাফল্যে যদি তাদের অংশ থাকে, আমার জীবনে যদি তাদের অংশ থাকে, আমার ব্যর্থতায়ও তাদের অংশ থাকার কথা। কিন্তু এটা তারা শুধু আমার ওপরই ছেড়ে দেয়। তাই যদি হবে, তবে আমার পুরো জীবনটাই আমার ওপর ছেড়ে দেয় না কেন?

আমরা যার জীবন তাকেই তার জীবন থেকে বঞ্চিত করি চরম স্বার্থপরের মতো, নিজেদের দৃশ্য-অদৃশ্য স্বার্থের উদ্দেশ্যে। আমরা তাকে এককভাবে সিদ্ধান্ত নিতে দেই না, তার সিদ্ধান্ত যে কোন মূল্যে প্রভাবিত করার চেষ্টা করি, এটাকে আমরা কর্তব্য হিসেবে ধরে নিয়েছি।

কেন অন্যরা মনে করে- তাদের যাতে সুখ তাতে আমারও সুখ? তাদের যা স্বপ্ন সেটা আমারও স্বপ্ন হওয়া উচিত? কেন মনে করে- তাদের সাফল্যের সংজ্ঞা আর আমার সাফল্যের সংজ্ঞা একই? কেন তারা ভিন্ন কিছু ভাবতে পারে না?

কেন আমাকে আমার মতো করে বেড়ে উঠতে দেয়া হয় না? কেন আমাকে আমার মতো করে ভাবতে দেয়া হয় না? কেন আমাকে আমার মতো করে থাকতে দেয়া হয় না? কেন সবাই আমাকে নিয়ন্ত্রণ করতে চায়- সাজাতে চায় তাদের মনের মতো করে?

কেন আমার সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলা হয়, নষ্ট করে ফেলতে হয় আমার ব্যক্তিগত জীবনকে অন্যের মন মতো গড়ে তুলতে গিয়ে? কেন পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সমাজ, রাষ্ট্র আমার কথা আমার মতো করে ভাবে না, একবারও আমার দৃষ্টিকোণ থেকে দেখে না?

জীবন আমার জন্ম থেকেই পরাধীন, 'আমার জীবন' তো কখনোই 'আমার' হয় না- ক্লান্তি, পরাজয় আর মৃত্যু ছাড়া।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

রুমি৯৯ বলেছেন: Göød thíñkíñg

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

আবু শাকিল বলেছেন: মনের কথা বলে গেলেন ভ্রাতা।

ধন্যবাদ :)

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

সাইফ সামির বলেছেন:

মনের ক্ষোভ আর দুঃখ... :(

ধন্যবাদ আপনাকেও।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

স্বর্ণালীলতা বলেছেন: লেখাটি ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

রুমি৯৯ বলেছেন: খুব ভালো হয়েছে

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

সাইফ সামির বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

জেরিফ বলেছেন: জীবন আমার জন্ম থেকেই পরাধীন !!

অসাধারণ ।

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬

সাইফ সামির বলেছেন: হুম... পরাধীন :(

ধন্যবাদ জেরিফ।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: জীবন আসলেই কখনোই নিজের হয় না , ক্লান্তি, পরাজয় আর মৃত্যু ছাড়া। +

ভালো থাকবেন :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ রায়হান।
ভালো থাকার চেষ্টায় আছি সবসময়... তবুও মানুষ তো... :|

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩

কলমের কালি শেষ বলেছেন: জীবন শুধুই নিজের জন্য হলে কোন মজাই থাকতো না । কারন আমাদের ভালো লাগা মিশে আছে এইসকল কিছু মিলে । :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

সাইফ সামির বলেছেন:

বলিনি তো জীবন শুধু আমার নিজের জন্য হোক! অন্তত সেটুকু নিজের মতো করে হোক যেটুকু হলে নিজেকে নিজে এতো বেশি মিস করবো না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.