| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফ সামির
মুভি ক্রিটিক ব্লগ
(গুরুত্বপূর্ণ পোস্ট! শেয়ার করে সবাইকে জানিয়ে দিন! অবহেলা করবেন না! অমঙ্গল হতে পারে!
)
প্রশ্ন ১। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর: মাশাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। "ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।"
প্রশ্ন ২। তবে কি আমরা রাত ১২.০০টা থেকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জনাতে পারবো?
উত্তর: জি, ইনশাল্লাহ।
প্রশ্ন ৩। বাংলা নববর্ষে কি কি করা জায়েজ না?
উত্তর: আমরা যেন ইংরেজি হরফ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন না করি। এই দিনে বাংলিশ বর্জন করতে হবে। হিন্দি বা ইংরেজি গান বাজিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা যাবে না।
প্রশ্ন ৪। তামিল গান বাজানো যাবে?
উত্তর: নালায়েক! কোন বিদেশি গানই বাজানো যাবে না। তবে উপজাতিরা বাঙালি না হলেও বাংলাদেশি হিসেবে তাদের নিজস্ব ভাষার গান দিয়ে নববর্ষ উদযাপন করতে পারেন।
প্রশ্ন ৫। নববর্ষে বন্ধুরে নিয়া মোটরসাইকেলে ঘুরতে চাইছিলাম...
উত্তর: বেটা, এই ব্যাপারে সরকারের নিষেধ আছে। মোটরসাইকেলে একজনের বেশি উঠা যাবে না (সম্ভবত টায়ার বার্স্ট হয়ে হতাহতের আশঙ্কা আছে)।
প্রশ্ন ৬। আর কি কি করা যাবে না?
উত্তর: ভুভুজেলা বাজানো যাবে না। প্যান্টের উপরে লুঙ্গি পরা যাবে না। আর কি কি জানি বলছে সরকার। বিস্তারিত পত্রিকায় দেখে নিয়েন।
প্রশ্ন ৭। লিটনের ফ্ল্যাটে...
উত্তর: নাউজুবিল্লাহ! নেক্সট প্রশ্ন করেন।
প্রশ্ন ৮। নববর্ষের ফজিলত সম্পর্কে তো কিছু বললেন না
উত্তর: এদিন আমরা বেশি বেশি বাংলা গান শুনলে ও দেশীয় নৃত্য দেখলে সারাবছরের হিন্দি সংস্কৃতির পাপ মাফ হয়ে যাবে। তাছাড়া আমরা লবণ-মরিচ দিয়ে পান্তা ভাত খেলে সাচ্চা বাঙালিতে পরিণত হবো।
প্রশ্ন ৯। মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে কিছু বলুন
উত্তর: মঙ্গল শোভাযাত্রা গ্রাম-বাংলার ঐতিহ্য যাত্রাপালার আধুনিক বিবর্তিত রূপ। এটি স্বাধীন বাংলাদেশে আবিষ্কৃত বাঙালির ঐতিহ্য। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা বাঙালি ভূত-দৈত্য-দানো-পিশাচ-পেত্নী-শাঁকচুন্নি ইত্যাকার অশুভ শক্তি থেকে মঙ্গল কামনা করি। আধুনিক বাঙালি সেক্যুলার/নাস্তিক বুদ্ধিজীবী/সুশীলরা মঙ্গল শোভাযাত্রার এই আধ্যাত্মিক শক্তি সম্পর্কে বিশ্বাসী।
প্রশ্ন ১০। ইলিশ মাছ কি খাবো?
উত্তর: কেউ খাওয়ালে অথবা সস্তায় পেলে খেয়ে নিয়েন। আধুনিক ইলিশ মাছে ভিটামিন এফ (ফরমালিন) আছে। যা আপনার পরিপাকতন্ত্র সুদীর্ঘকাল অটুট রাখতে সহায়তা করবে। তাছাড়া ইংলিশ নববর্ষে শ্যাম্পেইন গেলা আর বাংলা নববর্ষে ইলিশ খাওয়া হাজার বছরের বাঙালি ঐতিহ্য।
প্রশ্ন ১১। নববর্ষে আমরা আর কি কি করতে পারি?
উত্তর: নববর্ষে আমরা বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবরের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ-মন্দির-গির্জা-শোভাযাত্রায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করতে পারি। প্রার্থনা শেষে শিরনি-জিলাপি, নাড়ু-মোয়া, বিরিয়ানি-জুস তোবারক বা প্রসাদ হিসেবে বিলি করতে পারি। আসুন এই নববর্ষে আমরা নতুন আরেকটি ঐতিহ্য হাজার বছরের বাঙালি ঐতিহ্যে যুক্ত করি।
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
সাইফ সামির বলেছেন: ![]()
২|
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
মানবী বলেছেন: হুজুর সাইফ সামিরের বয়ান ভালো হয়েছে!
স্যাটায়ারের জন্য ধন্যবাস সাইফ সামির।
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
সাইফ সামির বলেছেন:
![]()
ধন্যবাদ ডক্টর আপু! ![]()
৩|
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭
মানবী বলেছেন: স্যাটায়ারের জন্য ধন্যবাদ সাইফ সামির।
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
সাইফ সামির বলেছেন: বহুদিন পর! আমি কিন্তু আপনাকে ভুলি নাই! কেমন আছেন?
৪|
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩
জোয়ান অব আর্ক বলেছেন: খোদা ায়ালা আপনাকে আকবরী নববর্ষের উসুল কামেলিয়াত এনায়েত করুন, আমীন!
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
সাইফ সামির বলেছেন: হা হা হা ![]()
৫|
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
অতঃপর হৃদয় বলেছেন:
![]()
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
সাইফ সামির বলেছেন:
![]()
৬|
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫
নেবুলাস বলেছেন: এতো দেখি মেলা ফজিলত!!!
![]()
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২১
সাইফ সামির বলেছেন: হ!
![]()
৭|
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
খোলা মনের কথা বলেছেন: মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা বাঙালি ভূত-দৈত্য-দানো-পিশাচ-পেত্নী-শাঁকচুন্নি ইত্যাকার অশুভ শক্তি থেকে মঙ্গল কামনা করি। আধুনিক বাঙালি সেক্যুলার/নাস্তিক বুদ্ধিজীবী/সুশীলরা মঙ্গল শোভাযাত্রার এই আধ্যাত্মিক শক্তি সম্পর্কে বিশ্বাসী। দারুণ বলেছেন.... সত্যিই সেলুকাস
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! ![]()
৮|
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৫১
পদ্মপুকুর বলেছেন: ভালো আছেন? আপনি আমার প্রথম দিককার একটা পোস্টে সুন্দর কমেন্ট করেছিলেন দেখে লেখার উৎসাহ বেড়ে গিয়েছিল।
২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩
সাইফ সামির বলেছেন: ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
আপনার লেখার উৎসাহের কারণ হতে পেরে আমি গর্বিত।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬
মেরিনার বলেছেন: বাহ্!