![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্কর দিয়ে হেঁটে আসছিলাম..হটাথ দেখলাম পুলিশ রাস্তার দুই দিকেই ব্লক করে দিয়েছে..প্রচুর প্রোটোকল ছাড়াও দেখলাম এ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের গাড়ী..ভাবলাম প্রেসিডেন্ট হয়তো পার্টি সেন্টারে বিয়ে খেতে এসেছেন..ভিড়ের মাঝে একজনকে জিজ্ঞেস করে জানলাম, আসলে এসেছে বাংলাদেশ ক্রিকেট টীম..তামিমের প্রিয় রেস্টুরেন্ট পিটগ্রিল-এ খেতে..কারনটা অবশ্যই মাশরাফির জন্মদিনের ট্রিট!
কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্রিকেটাররা বের হয়ে আসতে লাগলো।প্রায় শ-তিনেক লোকের ভিড়..একেকজন বের হয়ে আসছে আর সবার সম্মিলিত কন্ঠে হর্ষধ্বনি..
এক পর্যায়ে যখন মাশরাফি বের হয়ে আসলো..অবাক হয়ে দেখলাম কেউ নাম ধরে ডাকছেনা..বস/ক্যাপ্টেন/লিডার..আর নাম ধরে ডাকলেও মাশরাফি ভাই!
আমার ধারনা এদেশের ইতিহাসে যেকোনো ফিল্ডের কোন সেলিব্রিটি কখনো গণ মানুষের এতোটা ভালোবাসা আর সম্মান পায়নি।
আজি বাংলাদেশের হৃদয় হতে সবার একটাই কথা..শুভ জন্মদিন স্কিপার..many many happy returns..
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা খুব প্রিয় মানুষটার জন্য। তিনি শ্রদ্ধা অর্জন করেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা খুব প্রিয় মানুষটার জন্য। তিনি শ্রদ্ধা অর্জন করেছেন।