নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কথা

ভালো কথা › বিস্তারিত পোস্টঃ

৫১টা জেলার বিখ্যাত কিছু একটা করে পাওয়া গেছে। আর বাকী ১৩টায় কি কিছুই নাই? নিজ নিজ জেলার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বিয়াপুক গবেষণামুলক পোষ্ট

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৩

আমাদের সোনার বাংলাদেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন বিখ্যাত খাবার/ ফলমুল বা অন্য ধরনের বস্তু আছে। আমি নিজেও তেমন বেশী সংখ্যক নাম বলতে পারব না। তাই, ব্লগার ভাইদের সাহায্য চাই। এখানে গোটা দেশের সমস্ত জেলার ব্লগার আছে। আপনারা আপনার জেলায় বিখ্যাত জিনিসের নাম জেলার নামসহ লিখে দিবেন প্লিজ। অন্য জেলারটা জানলে সেটিও উল্লেখ করবেন।





০১) ঢাকা--------------- বেনারসী শাড়ি, বাকরখানি

০২) মুন্সীগঞ্জ----------- ভাগ্যকুলের মিষ্টি

০৩) নারায়নগঞ্জ— ------- আইভি আফা =p~ =p~ =p~

০৪) নরসিংদী----------- সাগর কলা

০৫) মানিকগঞ্জ--------- খেজুর গুড়

০৬) গাজীপুর — ---------- কাঁঠাল, পেয়ারা

০৭) ময়মনসিংহ — ------ আমিরতি, মুক্তা-গাছার মন্ডা

০৮) কিশোরগঞ্জ — ------ বালিশ মিষ্টি

০৯) জামালপুর — -------- ছানার পোলাও, ছানার পায়েস

১০) শেরপুর — ----------- ছানার পায়েস, ছানার চপ

১১) টাঙ্গাইল — ---------- চমচম, টাংগাইল শাড়ি

১২) নেত্রকোনা —-------- বালিশ মিষ্টি

১৩) ফরিদপুর — --------- খেজুরের গুড়

১৪) শরিয়তপুর --------—

১৫) গোপালগঞ্জ--------- —

১৬) রাজবাড়ী —----------- চমচম, খেজুরের গুড়

১৭) মাদারীপুর —---------- খেজুর গুড়, রসগোল্লা

১৮) খুলনা —-------------- সুন্দরবন, সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি

১৯) সাতক্ষীরা — -------- সন্দেশ

২০) বাগেরহাট —--------চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ, সুপারি

২১) যশোর — ----------- খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি

২২) মাগুরা — ----------- রসমালাই

২৩) ঝিনাইদহ---------- —

২৪) নড়াইল —------------ পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস

২৫) কুষ্টিয়া — ------------ তিলের খাজা

২৬) মেহেরপুর — --------- মিষ্টি সাবিত্রি ও রসকদম্ব

২৭) চুয়াডাঙ্গা —-----------

২৮) বরিশাল —----------- আমড়া

২৯) ঝালকাঠি —---------- -লবন, আটা

৩০) ভোলা —-------------- নারিকেল, মহিষের দুধের দই

৩১) পটুয়াখালী —--------- কুয়াকাটা

৩২) বরগুনা —------------

৩৩) পিরোজপুর –--------- -পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া

৩৪) রাজশাহী — ---------- আম, রাজশাহী সিল্ক শাড়ী

৩৫) চাঁপাইনবাবগঞ্জ ----— আম, শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি

৩৬) নাটোর — ------------ কাঁচাগোল্লা, বনলতাসেন

৩৭) নওগাঁ — ------------- চাল

৩৮) পাবনা — ------------- ঘি, লুঙ্গি, পাগলাগারদ :P

৩৯) সিরাজগঞ্জ — --------- পানিতোয়া

৪০) বগুড়া — -------------- দই

৪১) জয়পুরহাট---------- —

৪২) দিনাজপুর —----------- লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়

৪৩) পঞ্চগড় — ------------

৪৪) ঠাকুরগাঁও —----------

৪৫) রংপুর — -------------- তামাক, ইক্ষু

৪৬) কুড়িগ্রামে — ----------

৪৭) নীলফামারী — --------

৪৮) লালমনিরহাট -------—

৪৯) গাইবান্ধা — ----------- রসমঞ্জরী

৫০) চট্রগ্রাম -------------- মেজবান , শুটকি

৫১) রাঙ্গামাটি------------ আনারস, কাঠাল, কলা

৫২) কক্সবাজার —--------- মিষ্টিপান

৫৩) বান্দরবান---------- —হিল জুস, তামাক

৫৪) খাগড়াছড়ি---------- —হলুদ

৫৫) নোয়াখালী---------- —নারকেল নাড়, ম্যাড়া পিঠা (?)

৫৬) ফেনী —---------------মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলের মিষ্টি

৫৭) লক্ষীপুর ------------ সুপারি

৫৮) কুমিল্লা ------------— রসমালাই, খদ্দর

৫৯) চাঁদপুর —------------ ইলিশ

৬০) ব্রাহ্মণবাড়িয়া-----তালের বড়া, ছানামুখী, রসমালাই

৬১) সিলেট — ------------ কমলালেবু, চা, সাতকড়ার আচার

৬২) হবিগঞ্জ —------------

৬৩) মৌলভিবাজার —---- ম্যানেজার স্টোরের রসগোল্লা

৬৪) সুনামগঞ্জ —---------



এই পোষ্টে যাহারা তথ্য দিয়ে হেল্পাইছিলেন, তাদের হগগলকে ধন্যবাদ।

মন্তব্য ১৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২১

নষ্ট কবি বলেছেন: আমি যে বলেছিলাম চট্টগ্রামের শুটকি বিখ্যাত সেটা এখানে নেই কেন???? X( X( X(

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৩

ভালো কথা বলেছেন: ভাই, দিয়া দিছি....এইবারতো একটু হাসেন =p~ =p~

২| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৬

পরান বলেছেন: ময়মনসিংহ - মুক্তা গাছার মন্ডা ।
সিলেট - চা ।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১

ভালো কথা বলেছেন: ধন্যবাদ.....

৩| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৭

পানকৌড়ি বলেছেন: মাদারীপুরের রসগোল্লা বাদ পরছে বাই................

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১

ভালো কথা বলেছেন: ঠিক কইরা দিয়েছি। থ্যাংকু.

৪| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৮

পানকৌড়ি বলেছেন: আর একটা জিনিস ভুল করছেন বাই । মাদারীপুরের গুড় হবে না হবে মাদারীপুরের খেজুর গুড় ।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২

ভালো কথা বলেছেন: হুম..ঠিক করে দিলাম। সাথেই থাকুন। লাইভ আপডেট =p~

৫| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৬

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: যশোরের - জামতলার মিষ্টি ও নামকরা।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪২

ভালো কথা বলেছেন: ধন্যবাদ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৫

নাজনীন১ বলেছেন: বালিশ মিষ্টিটা দেখতে কেমন? কেউ কি এর কোন ছবি দেখাতে পারেন। জীবনে এই প্রথম এই মিষ্টির নাম শুনলাম। :|

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৯

ভালো কথা বলেছেন: এই লন

৭| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭

নাজনীন১ বলেছেন: নোয়াখালীর ম্যাড়া পিঠাটাও যে কি! :|

৮| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৮

স্বল্পজ্ঞানী বলেছেন: মজার জিনিষ। ৬৪ জেলা ঘুরবো এবং বিখ্যাত খাবার/পণ্য খরিদ করব।

টাকা দেবে লেখকে বাপ!!! :P

মাইন্ড খাইয়েন না। :D

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৩

ভালো কথা বলেছেন: :P :P :P :P ;) ;) ;)

৯| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৮

সাদ্‌হান বলেছেন: নরসিংদী মরজালের কাঠাল বি বহুত মশহুর হ্যা ভাই । একবার চাটখে দেখোগি ত জিন্দেগী ভর ইসকি ভাঘার দুছরো কিছিকা ইয়াদ'দাশ বাপাছ লটকে ন্যাহি আয়েগা।

সমাজগায়া না। লিষ্ট মে এভি এটাচ করো। অরভি বহুত কুচ হ্যা।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৩

ভালো কথা বলেছেন: ওঁণগোমোঁনগো ও পোঁতোকোয়ে?

১০| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫২

কলম.বিডি বলেছেন: বাগেরহাটের চিংড়ি

১১| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৩

কলম.বিডি বলেছেন: বাগেরহাটের চিংড়ি,ষাট গম্বুজ মসজিদ

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৫

ভালো কথা বলেছেন: এইটা যে কেমনে মিচ করলাম :( :( :( অনেক ধন্যবাদ

১২| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৫

ভুতের আড্ডা বলেছেন: ব্রহ্মণবাড়ীয়ার ছানামুখী, কুমিল্লার খদ্দর (খাদি),

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০০

ভালো কথা বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৭

বাবলু বাবলু বলেছেন: ২২. মাগুরা- রসমালাহ

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০১

ভালো কথা বলেছেন: থ্যাংকু..

১৪| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৯

মহলদার বলেছেন: খুলনার আরো একটা আছে-গলদা চিংড়ি, সুনামগঞ্জের দেশীয় প্রজাতির মাছ (কই, পাবদা, সরপুঁটি) ( বাড়ি খুলনা, থাকি সুনামগঞ্জ :))

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৪

ভালো কথা বলেছেন: দেশীয় প্রজাতির মাছতো অনেক যায়গাই পাওয়া যায়। আপনার বাসায় আমার দাওয়াত থাকলো, বড় বড় গলদা চিংড়ি খাওয়াবেন :P

১৫| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০১

পরান বলেছেন: বরিশাল —----------- আমরা .....বানান টা ঠিক করেন। "ড় " হবে।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০১

মুক্তমানুষ বলেছেন: রাজবাড়ী বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় আছে।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৬

ভালো কথা বলেছেন: আপনার বাড়ী কনে?

১৭| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০২

পরান বলেছেন: ব্রাহ্মণবাড়িয়া------—ছানামুী বানান টা ও ভুল। মুখী হবে।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৬

ভালো কথা বলেছেন: চিলিপ অপ ফিংগার =p~ =p~
থ্যাংকু

১৮| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১১

ভুতের আড্ডা বলেছেন: দিনাজপুর: কাটারীভোগ চাল, চিড়া, পাপড়

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৪

ভালো কথা বলেছেন: ধন্যবাদ..

১৯| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১১

টুনা বলেছেন: ব্রাক্ষন বড়িয়া-
খাবার-ছানা মুখী,রস-মলাই।(তালের বড়া নয়)
প্রাকৃতিক সম্পদ-তিতাস গ্যাস।
মনুষ্য নির্মিত উল্লেখযোগ্য- কাল ভৈরবের মুর্তি এবং কুরুলিয়া নদী(মহকুমা প্রশাসক নিয়াজ মোহাম্মদ খান কর্তৃক খননকৃত খাল যা এখন নদী হিসাবে পরিচিত।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৮

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, যেগুলো পাওয়া যায়নি, সেগুলো জানালে ভাল হয়।

২০| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১২

মোস্তাক হাসান বলেছেন: বাগেরহাটের রসগোল্লা , নারকিল এবং সুপারি ও খুব বিখ্যাত।
বাগেরহাট এ বাংলাদেশ এর সব থেকা বড় সুপারির আড়ত আছে।
ভাল প্রয়াস।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৯

ভালো কথা বলেছেন: ধন্যবাদ। মাথাটা আর একটু চুলকাইয়া বাকীগুলা বের করার চেষ্টা করান।

২১| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৬

মোস্তাক হাসান বলেছেন: @ টুনা
বাগেরহাট এ এমন ২০ টা নদী আসে।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৩

ভালো কথা বলেছেন: :D :D :D

২২| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৯

ভুতের আড্ডা বলেছেন: সুনামগঞ্জ: হাওড়ের মাছ (???)

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৪

ভালো কথা বলেছেন: হাওরে ভুতের আড্ডা হলে ভাল হয় =p~ =p~

২৩| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৪

আহমেদমিশুক বলেছেন: পটুয়াখালী --কুয়াকাটা

এটা মিস করলেন কেমনে??

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৫

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, আপডেটেড

২৪| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৭

আহমেদমিশুক বলেছেন: ঢাকার বাকরখানি মিস করলেন কেন????

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৭

ভালো কথা বলেছেন: ধন্যবাদ,আসলে আমি সবার কাছে খুব পরিচিত, এরকম দু একটা করে লিষ্ট করে কম্প্লিট করতে চাচ্ছিলাম। বাকীগুলো খুঁজেন। ধন্যবাদ

২৫| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৮

প্রমিথিউস22 বলেছেন: মুক্তমানুষ বলেছেন: রাজবাড়ী বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় আছে।
ভাইজানের বাড়ি কি সেখানেই নাকি? এটা বলে কী বোঝালেন?
দৌলতদিয়া ঘাটে যে পতিতালয় আছে, সেখানে ফেরি এবং লঞ্চ ঘাট এবং ট্র্যাক স্ট্যান্ড রয়েছে। এসব এলাকায় পতিতালয় থাকা স্বাভাবিক। তবে রাজবাড়ি মোটেই সে কারণে বিখ্যাত নয়। যেমন টাঙ্গাইলেও পতিতালয় আছে, তবে টাঙ্গাইল পতিতালয়ের জন্য বিখ্যাত নয়।

রাজবাড়ির চমচম আর খেজুরের গুড় খুব বিখ্যাত।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০০

ভালো কথা বলেছেন: আমিও তো হেডাই জিগাইলাম। আপনারে ধনিয়াপাতা

২৬| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০২

কাউসার রুশো বলেছেন: মুন্সীগঞ্জ এর ভাগ্যকূল এলাকার মিষ্টি খুবই বিখ্যাত

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০১

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, আপডেটেড

২৭| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৩

মদন বলেছেন: ফরিদপুর — --------- খেজুরের গুড়

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০২

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, আপডেটে
আপনার কলা, মানে যেটা খাচ্ছেন আর কি, সেটা কোথাকার বিখ্যাত?

২৮| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৯

মাহমুদা সোনিয়া বলেছেন: ctg r mesbani gorur mansho..

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৩

ভালো কথা বলেছেন: হুমমম...ধন্যবাদ,

২৯| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩২

নেক্সাস বলেছেন: ফেনী মহিষের দুধের দই
ফেনী সেগুন কাঠের ফার্নিচার
ফেনী জয়নাল হাজারী।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৪

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, আপডেটে। জয়নাল হাজারী B:-/ B:-/

৩০| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪১

পরান বলেছেন: ঢাকা---------- বিরানী , এত বড় ভুল মাফ করা যা্য় না।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪২

পরান বলেছেন: ঢাকা---------- বিরানী ,এটা দিলেন না। এত বড় ভুল মাফ করা যা্য় না।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৮

ভালো কথা বলেছেন: বিরানী কিন্তু সর্বত্রই পাওয়া যায়, ঢাকার এক এক যায়গার বিরানী এক এক রকম। কিন্তু, বেনারসী শাড়ী সবাই এক নামেই চেনে। আপনি মাইন্ড খায়েন না। আমি আসলে মোটামুটি স্পেসিফিক হতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ

৩২| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫০

মামুন হতভাগা বলেছেন: খুলনার সুন্দরবনের নাম নাই কেনু???? X( X( X( X(

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৯

ভালো কথা বলেছেন: এই ভুলের জন্য আপনার স্যরি আমার হাত দিয়ে আপনার কান ধরা উচিৎ। :P :P
অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫২

অতিউওম বলেছেন: শেরপুরের ছানার পায়েস, ছানার চপ,প্যারা

০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:০৩

ভালো কথা বলেছেন: ধন্যবাদ।
কিন্তু, প্যারা কি? খায় নাকি গায়ে মাখে? :P

৩৪| ০১ লা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০

আহমেদমিশুক বলেছেন: ভোলা--মহিষের দুধের দই

ঢাকার জিনিস শুরু করলে তো আর থামা যািবনা ;)

০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৭:৩১

ভালো কথা বলেছেন: ঢাকা তো ঢাকাই, খোলার দরকার নাই। ধন্যবাদ

৩৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: পাবনার ইলিশ+প্যারাডাইজ এবং লক্ষী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। নওগাঁর কাঁচাগোল্লা।

০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৩

ভালো কথা বলেছেন: নওগাঁর কাঁচাগোল্লা? X( X( X( X( মানিনা মানবনা। এটা নাটোরের জন্য রিজার্ভড B-) B-)

৩৬| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: ওহ স্যরি! ভুল হয়া গেসিলো! আগে ট্রেন নাটোরে থামলেই কাঁচাগোল্লা খাওয়া ছিলো মাস্ট! কতদিন সেই স্বাদ পাই না!

০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫২

ভালো কথা বলেছেন: :D :D :D :#) :#)
আমিও খুউউউব মিস করি কাঁচাগোল্লা।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:২২

প্রমিথিউস22 বলেছেন: ভাই, আমাগের রাজবাড়ির চমচম আর খেজুর গুড়টা যোগ করলেন না তো!!

০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৯

ভালো কথা বলেছেন: যোগ করে দিয়েছি, ধন্যবাদ

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৫

সরলতা বলেছেন: বাহ! মজার পোষ্ট। এখন থেকে যে জেলায় যাব, সেখানের জিনিস টেষ্ট করতে হবে।

আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। আম বলা হয়ে গেছে দেখে আর বললাম না। =p~ তবে চাঁপাই নবাবগঞ্জের চমচম ও খুব বিখ্যাত।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:২৯

ভালো কথা বলেছেন: ধন্যবাদ

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

সরলতা বলেছেন: কলা নরসিংদী-র বিখ্যাত।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:৩৫

ভালো কথা বলেছেন: সাগর কলা লিস্টেড ছিল। আপনাকে ধন্যবাদ

৪০| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রসমলাই এর জন্য কুমিল্লা বিখ্যাত।
কিন্তু প্রকৃত স্বাধের জন্য ব্রাহ্মণবাড়িয়ার রসমলাই ই আপনাকে খেতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার তালিকায় রসমলাই ও নিন।

কুল্লাপাথর নামে একটা ওয়্যার সিমেট্রি আছে, যেখানে ৫২ জন মুক্তিযোদ্ধা চির শায়িত। এটা পাহাড়ের উপর। পাশের পাহাড়ে উঠলে দেখবেন, ভারত আমাদের নিচে। একটা পাহাড়ে উঠলে দেখবেন, ভারতকেই আমরা তিন দিক থেকে ঘিরে রাখছি। মানচিত্রের বিপরীত। সবুজ পরিবেশ মুগ্ধ করবেই।

এতোটুকুই বললাম।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:৩৮

ভালো কথা বলেছেন: সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনার বাসা নিশ্চই ব্রাহ্মণবাড়িয়া। আপনার বাসায় দাওয়াত রইল, রসমালাই খাওয়াতে ভুলবেন না যেন। সাথে ওয়াসিমেট্রিটাও দেখাবেন =p~

৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:৫৬

রাইসুল জুহালা বলেছেন: আপনি মনে হচ্ছে, সব জেলার বিখ্যাত খাদ্যদ্রব্যের তালিকা করছেন। তাহলে খাওয়াদাওয়াতেই থাকা ভাল। গ্যাসক্ষেত্র ইত্যাদি তো আর খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে না। দর্শনীয় স্থানের তালিকা করলে অন্য হিসাব।

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৫

ভালো কথা বলেছেন: হুম.....পরামর্শের জন্য ধন্যবাদ। খাবারের সাথে অন্যান্য জিনিসও কিন্তু আছে।

৪২| ১১ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৯

রাজসোহান বলেছেন: কুষ্টিয়া খালি তিলের খাজার লিগা বিখ্যাত নাকি? X(

লালনের নাম মনে নাই ক্যান X(( হাবিবুল বাশার কই যাইবো? X( সাহিত্যিক মীর মশাররফ হোসেনের কি হৈব X(( X((

বাংলাদেশের প্রথম ক্লোজ-আপ ওয়ান নোলক বাবুরে চিনেন? X(( X((

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৪

ভালো কথা বলেছেন: ৪১ কমেন্ট দেখেন।
যাই হোক পরামর্শের জন্য ধন্যবাদ। কুষ্টিয়ার তো কিছু একটা পাওয়া গেছে। বাকী যে সব জেলার পাওয়া যায় নাই, সেগুলোর তথ্য দিয়ে যদি সাহায্য করতেন তাহলে ভাল হত।



আর একটা কথা, নোলক-বাবুটা যেন কে? ওটা কি খায় নাকি গায়ে মাখে?

৪৩| ১১ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩

ফটো পাগল বলেছেন: Tangail :)

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৫

ভালো কথা বলেছেন: টাঙ্গাইল এর কি হইল?

৪৪| ১১ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১০

ফেরারী... বলেছেন: টাঙ্গাইল :)

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৬

ভালো কথা বলেছেন: টাঙ্গাইল এর কি হইল?

৪৫| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

কপালপোড়া বলেছেন: পিরোজপুর-পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া।

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৬

ভালো কথা বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে দেখেন বাকীগুলো পাওয়া যায় কিনা।

৪৬| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

কপালপোড়া বলেছেন: ঝালকাঠি-লবন, আটা, ময়দা।

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৭

ভালো কথা বলেছেন: ধন্যবাদ।

৪৭| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৪

মৃগয়া বলেছেন: যশোরের সবজি, ফুল, বেনাপল স্থল বন্দর দেশের সবথেকে বড় স্থল বন্দর। দেশের একমাত্র এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার যশোরে।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২০

ভালো কথা বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। যশোরের তো কয়েকটা আছে, অন্য যেগুলোর নেই, সেগুলো যদি দিতেন, তাহলে লিষ্ট টা সম্পূর্ণ হতো।

৪৮| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫২

ম. রহমান বলেছেন: ঢাকার ট্রাফিক জ্যাম এর চেয়ে আর কি বিখ্যাত হতে পারে ।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২১

ভালো কথা বলেছেন: ঠিকই বলেছেন, কিন্তু সেটা খায় না পড়ে? =p~ =p~ =p~

৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:০১

হিবিজিবি বলেছেন: কোন জেলায় কি খাবার বিখ্যাত না দিয়ে শিরোনাম দিছেন কোন জেলায় কি বিখ্যাত!!

কিন্তু পোষ্টে তো দেখতে পাচ্ছি কোন জেলায় কি খাবার বিখ্যাত/পাওয়া যায় তাই লিষ্ট করছেন।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২২

ভালো কথা বলেছেন: শুধু খাবার লিষ্ট করি নাই। একটু খেয়াল করে দেখেন.......ধন্যবাদ

৫০| ১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

আহলান বলেছেন: মাগুরার রসমালাই ? চাপা মারেন নাকি ............. X(

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৫

ভালো কথা বলেছেন: ভাই, আমি মাগুরার পোলা না। আর আমি কাউকে চাপি না ;) ;) , মানে চাপা মারি না। আপনার মতই কোনো ব্লগারের তথ্য থেকে লিষ্ট করা হয়েছে। যদি, সে ভুল বলে আপনি তার নামে ভুল তথ্য দেওয়ার অপরাধে মামলা করতে পারেন। =p~ =p~

৫১| ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২

mamuunn বলেছেন: মেহেরপুর এর বিখ্যাত মিষ্টি সাবিত্রি ও রসকদম্ব

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৭

ভালো কথা বলেছেন: ধন্যবাদ, আপনার বাসা কি মেহেরপুরে? ;)

৫২| ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

ভুলো মন বলেছেন: রাজশাহীর সিল্কও খুব বিখ্যাত, আমার মতো ভুলে গেছেন মনেহয়!! :P

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩১

ভালো কথা বলেছেন: ওটা কি আমি পড়ি, যে মনে থাকবে। ভুলো মন হলেও দেখি আপনার অনেক কিছু মনে থাকে। ধনিয়াপাতা

৫৩| ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমাদের নড়াইলের পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস, আর নলকুপের সুমিষ্ট পানি বিখ্যাত।

কুইক লিষ্টে + করেন।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৪

ভালো কথা বলেছেন: নলকুপের পানি যতই সুমিষ্ট হোক, আপনাকে কেউ নিয়ে যেতে বললে আপনি কি করবেন? :D :D :D
যাইহোক, আপনাকে অনেক ধন্যবাদ নতুন এন্ট্রী দেওয়ার জন্য।

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৫

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: চাঁদপুর শহরের বিশেষ ভৌগলিক আকৃতি

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪২

ভালো কথা বলেছেন: দেখলাম, কিন্তু চাঁদপুরের আসল জিনিসতো পোষ্টে আছেই। আপনাকে ধন্যবাদ।

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৮

মোবাশ্বের আহমেদ বলেছেন: রংপুরের তামাক । তাড়াতাড়ি যোগ করেন

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩

ভালো কথা বলেছেন: এন্ট্রি লিষ্টেড। ধন্যবাদ আপনাকে নতুন তথ্য দেওয়ার জন্য।

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৯

মোবাশ্বের আহমেদ বলেছেন: ও ইক্ষু বাদ গেছে

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪

ভালো কথা বলেছেন: এন্ট্রি লিষ্টেড। ধন্যবাদ আপনাকে নতুন তথ্য দেওয়ার জন্য।

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৪

নীল অ্যাপাচী বলেছেন: রাঙ্গামাটি------------আনারস, কাঠাল, কলা

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫

ভালো কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে নতুন তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন

৫৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০

ডাইরেক্ট অ্যাকশান বলেছেন: লক্ষীপুর ------------ সুপারি

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৬

ভালো কথা বলেছেন: এন্ট্রি ডাইরেক্টলি লিষ্টেড। ধন্যবাদ আপনাকে নতুন তথ্য দেওয়ার জন্য।

৫৯| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

বিডি আইডল বলেছেন: বান্দরবান--বাংলা তাড়ি ;)

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৮

ভালো কথা বলেছেন: এই জিনিস লিষ্টে দিলে, র‌্যাব আমারে খুঁজবো। আপনি কি চান আমি...
ত্য় তাড়ি খাইতে মন চায়

৬০| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

বিডি আইডল বলেছেন: রংপুর — ----এরশাদ

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৮

ভালো কথা বলেছেন: নারায়ণগন্জেরটা দেখেন =p~ =p~ =p~

৬১| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫০

ভালো কথা বলেছেন: অনেকেরই মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেলো। আমি দু:খিত। আসলে আমি ব্যস্ত ছিলাম।

৬২| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫১

নাফিজ মুনতাসির বলেছেন: মৌলভীবাজার - ম্যানেজার স্টোরের রসগোল্লা।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৩

ভালো কথা বলেছেন: ধন্যবাদ মুনতাসির ভাই নতুন তথ্যের জন্য।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৮

ভালো কথা বলেছেন: আরও একটু নির্দিষ্ট করে অন্য কিছু বলতে পারেন, যাহাতে সকলের বুঝতে, পেতে সুবিধা হয়।

৬৩| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫

আমি সুফিয়ান বলেছেন: হইবো না, ফেণীর জয়নাল হাজেরী রে বাদ দিলেন কেন!!!! X( X((

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০১

ভালো কথা বলেছেন: জয়নাল হাজারী কি বিখ্যাত, নাকি কুখ্যাত? =p~ =p~ =p~
আমিতো বিখ্যাত জিনিসের লিষ্ট করতেছি....

৬৪| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০১

নাফিজ মুনতাসির বলেছেন: গাইবান্ধা - রসমঞ্জরী
সিলেট - সাতকড়ার আচার
চাঁপাইনবাবগঞ্জ - শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি
জামালপুর - ছানার পোলাও, ছানার পায়েস

B-) B-)

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৫

ভালো কথা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সবগুলো যোগ করে দিয়েছি।

৬৫| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৩

নাফিজ মুনতাসির বলেছেন: ভাই মৌলভীবাজারে গিয়ে যে কাউকে বললেই হবে ম্যানেজার স্টেআৱার কোথায়.....আর কিছু বলতে হবে না......একটা কঠিন জিনিষরে ভাই.....যে খায়নায় সে পস্তাবে।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৬

ভালো কথা বলেছেন: লোভ দেখাচ্ছেন? :D :D :D :D :D

৬৬| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৮

নাফিজ মুনতাসির বলেছেন: নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় আলম কেবিনের সকালের নাস্তা, দুই নাম্বার রেলগেট এলাকায় বোস কেবিনের চা ও কাটলেট

রংপুরের সিঙ্গারা হাউজের সিঙ্গারা

রাজশাহী সাহেববাজারের বিদ্যুতের কলিজার সিঙ্গারা ও খাসির সমুচা ও তালাইমারীর বট-পরোটা

সিরাজগঞ্জের ধানসিঁড়ির দই

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৯

ভালো কথা বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;)

৬৭| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৯

আমি সুফিয়ান বলেছেন: তাহলে পরশুরামের "খন্ডলের মিস্টি"

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০

ভালো কথা বলেছেন: পরশুরাম, সেকি জয়নাল টইপের কেই নাকি :P :P :P

৬৮| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১০

নাফিজ মুনতাসির বলেছেন: আচ্ছা সরি আমি বস......আমি বিখ্যাত খাবারের নাম দিয়ে ফেলেছি......এগুলো সেই এলাকার বিখ্যাত খাবার বটে কিন্তু সেই এলাকার ঐতিহ্যবাহী ও পরিচয় তুলে ধরার মতো কিছু নয়।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২২

ভালো কথা বলেছেন: ওকে ওকে ওকে....... সমস্যা নাই। আনপনি অনেক হেল্প করেছেন। এবং আরো করবেন আশা করি। আবারও ধন্যবাদ।

৬৯| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৫

নাফিজ মুনতাসির বলেছেন: নওগা - প্যারা সন্দেশ

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৩

ভালো কথা বলেছেন: এন্ট্রি লিষ্টেড.....ধন্যবাদ

৭০| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৫

উসীমজদ্দীন বলেছেন: রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ির "হিল জুস " বিখ্যাত। এছাড়া ট্রাইবাল ফুডস। ফুলের ঝাড়ু।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৫

ভালো কথা বলেছেন: হিল জুসটা অ্যাড কইরা দিয়েছি..ধন্যবাদ....

৭১| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৪

উসীমজদ্দীন বলেছেন: বান্দরবানের তামাক আর শুকর।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৭

ভালো কথা বলেছেন: শুকর এন্ট্রি হইবে না। দু:খিত। তামাক টা দিলাম লিষ্টে।

৭২| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৬

আমি সুফিয়ান বলেছেন: নারে ভাই, পরশুরাম সনাতন ধর্মের মিথলোজীর একটা চরিত্র।
ফেনীর ৬টা উপজেলার একটা হলো পরশুরাম।

২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৫

ভালো কথা বলেছেন: আমি আপনার সাথে মজাক করতে ছিলাম। লিষ্টে দিলাম, কেউ চিন্তে না পারলে, আপনারে ডাকমু কিন্তু।

৭৩| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৫

মিরাজ is বলেছেন: মাগুরা প্রথম নিরক্ষরমুক্ত জেলা(বিসিএস পরীক্ষার্থীরা মনে রাইখেন কাজে দিবো:p)
ঐতিহ্যবাহী স্থানঃ কয়েকশ বছরের পুরোনো পুকুর যা চন্ডিদাস রজকীনির ঘাট নামে পরিচিত।
কয়েকশ বছরের পুরোনো মসজিদ, যা নাকি মাটির তলা থেকে উঠে এসেছে বলে কথিত আছে।
ভাতের ভিটা নামে একটা পূরাকীর্তি আছে যা চরমনাইয়ের হুজুর মৃতপ্রায় বানিয়ে ফেলেছে।
কবি ফররূখ আহমেদের বসতভিটা আছে। একটা জমিদার বাড়ি আছে, নাম এই মুহুর্তে মনা না আসায় লজ্জিত।

তবে সবচেয়ে বিখ্যাত হলো, কাত্তেনী পূজা। এত বড় করে এবং জাকজমক করে এই পূজা পৃথিবীর আর কোথাও পালিত হয়না। রঙ্গিল হয়ে উঠে যে কদিন পূজা চলে পুরো শহরময়। ভারত থেকেও হিন্দুধর্মাবলম্বিরা এই পুজায় বেড়াতে আসেন।

খাবারঃ পিঠা খুব সুন্দর করে তৈরি করা হয়। মিষ্টি জাতীয় কোনোকিছু বিখ্যাত নাই। তবে এমন দুয়েকটা মিষ্টির দোকান সম্ভবত সব জেলায় আছে যাদের মিষ্টি ভালো। আমার খাওয়া সেরা দই মাগুরা পাওয়া যায়, এমনকি বগুড়ার চেয়েও(একান্ত ব্যক্তিগত মতামত)।

কুখ্যাতঃ ৯৬ এর নির্বাচন। যে কেলেঙ্কারীর জন্য বি এন পি কে পরে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছিলো। স্বাধীনতার পরবর্তিতে এক মন্ত্রীর পুকুর কম্বলে ভরে গিয়েছিলো বলে কথিত আছে। (সম্পুর্নটা সত্য না হলেও কিছুটা সত্য এ বিশয়ে সন্দেহ নেই)

৭৪| ২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:০২

দিকভ্রান্ত একা বলেছেন: ২৭) চুয়াডাঙ্গা —----------- পান, তামাক, ভুট্টা, কেরুর বাংলা =p~ =p~ =p~ !!!

১৫) গোপালগঞ্জ--------- — বাবা !!! (আর কিছু লাগে নাকি?? /:) /:) /:) )

৭৫| ১০ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৮

শুভ্র নামের ছেলে বলেছেন: ২৭) চুয়াডাঙ্গা —----------- কেরু

৭৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

সুজন দেহলভী বলেছেন: নারায়ণগঞ্জের আর্দশ মিষ্টান্ন ভান্ডারের পরোটা ভাজি।

৭৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

বুড়িগঙ্গার পাড়ে বলেছেন: শরীয়তপুরে বাশ জন্মে অনেক।

৭৮| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:৪৩

আসাদ তারেক বলেছেন: পৃথিবীর সবচেয়ে পুরাতন আমগাছ ঠাকুরগাঁও এ। এই গাছের বয়স প্রায় ২০০ বছর।
পৃথিবীর সবচেয়ে বড় আমগাছ ঠাকুরগাঁও এ। যা প্রায় ৩ বিঘা জুড়ে অবস্থিত।
দয়া করে এই খবরটি সবাইকে জানিয়ে দিন। আর বাংলাদেশকে বিশ্বের কাছে মেলে ধরুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.