![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী। পাহাড়ি আদিবাসীদের জন্য কথা বলি, আদিবাসীদের জন্য চিন্তা করি। পাহাড়ি আদিবাসীদের অগ্রগতি বাংলাদেশের অগ্রগতির একটি অংশ হিসেবে মনে করি। পাহাড়ি আদিবাসীদের সংস্কৃতি ও সাহিত্য টিকে থাকুক আজীবন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সময়ের দাবি। পেশায় কৃষিবিদ ও উদ্ভিদ প্রজননবিদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একজন কৃষি গবেষক (উদ্যানতত্ত্ব)।
Dell vostro 1014
Intel(R) Core(TM) 2 Duo CPU T6670 @2.2o GHz 2.19 GHz
4 GB RAM
OS: 64 bit, windows 7 ultimate সেটআপ দেওয়ার পরে কোন ড্রাইভার ইনস্টল হয়না। অনেক খোজাখুজির পর নেট থেকে নামিয়ে ইনস্টল দিচ্ছি। কিন্তু Webcam ড্রাইভার খুজে পাচ্ছিনা। কোন টেকি ভাই টেকি জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করলে এই অধমের খুব উপকার হয়।
আগাম ধন্যবাদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
নাসির উদ্দিন সজিব বলেছেন: visit dell support & submit your service tag. You will get all your drivers there. {Your service tag is written on the back side of your laptop}
Click This Link
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
স্ক্রুড্রাইভার বলেছেন: আপনি সম্ভবত আগে ৩২-বিট এর ড্রাইভার ইন্সটল দিয়েছিলেন, তাই নিচ্ছিল না। Dell এর website এ গিয়ে ৬৪-বিট এর জন্য ড্রাইভারগুলো খুজে নিন। আর ওয়েবক্যাম এর জন্য সম্ভবত ওয়েবক্যাম সফটওয়্যার লাগে এবং তাতেই সম্ভবত ড্রাইভারও দেয়া থাকে, যেমন আমার HP তে Cyberlink Youcam। আরও অনেক সফটওয়্যার আছে, যেমন, Webcam Companion. আপনি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, আর Youcam এর টা আমি দিয়ে দিলাম--- Cyberlink View this link YouCam Software ।
কাজ হলে কমেন্টে জানিয়ে দিয়েন।
আর ‘একটু ছোয়া’ কে বলছি, আমি আমার ল্যাপটপ এ ২ জিবি র্যা ম দিয়ে Win 7 64 bit চালাই, আর ডেস্কটপে ৪ জিবি র্যােম দিয়ে, সব ড্রাইভার ই ইন্সটল হয়। আগে নেট ঘেটে জেনে নিন, ৩২-বিট আর ৬৪-বিট এর পার্থক্য কি।
৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
জেনন বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
একটু ছোঁয়া বলেছেন: কোনোদিন-ও পাবেনা.।কারন আপনার PC 32Bit এর। Minimum 8GB RAM হলে 64BIT Operating System Install করতে পারবেন।তখন সব Drive-ই Install হবে।