নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলায় আমি সিদ্বহস্ত। ব্যাপারটা লেখার ক্ষেত্রে যতটুকু সত্য রান্নার ক্ষেত্রেও তাই।

জোলারোভিচপইজোলারোভিচ

অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।

জোলারোভিচপইজোলারোভিচ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন বিলাসী

০১ লা জুলাই, ২০১৬ রাত ১:৩৬

আজকের শুরু অনেক আগে, যখন এই শহরের আকাশে ঝুলতো নিরস জোছনা, আর তার আলোর নিচে নগ্ন একদল মানব মানবী। তাদের স্বপ্নে কখন আকাশ থাকতোনা, তাদের স্বপ্নে কখন থাকতোনা মেঘ আর বৃষ্টি। তাদের স্বপ্ন বাচার স্বপ্ন, তাদের স্বপ্ন একটু খেতে পারার স্বপ্ন।তারপর সৃষ্টি হল আগামীকালের। তৈরী হল ইট-পাথরের খাচা আর শ্রমিকের দল। চাকার মত জীবন ঘুরে। আবিরাম নিরন্তর আবেগহীন মানুষগুলো আবেগশুন্যতায় বাধা পড়ে। তারপর আসে আগামিকালের পরের দিন, ভবিষ্যত। স্বপ্নের সেই শুরু মানুষ আকাশে উড়ে, নিজেকে উজাড় করতে শেখে। সে চায় মেঘ ছুতে।সৃষ্টি হয় উচু আর নিচু শ্রেণীর। মানুষের ভেদাভেদ আর আবেগহীনতা পায় নূতন সংজ্ঞা। বিলাসীতার চাদরে ঢাকা পড়ে একদল আর আরেক দল নিজের সব কিছু বিলীন করে দেয় সেই চাদর তৈরী করতে। এরপর আসে অনন্তকাল। যেখানে প্রতিশ্রূতি থাকে ভালো মন্দ বিচারের। যেখানে লুকানো আছে আবে হায়াত, আছে আমৃত্যু সুধা। কিন্তু আনন্তকালের সাথে আছে অপেক্ষা। এ অপেক্ষার কোন বাধাধারা নিয়ম নেই। এক একজনের জন্য একেক রকম। কিন্তু সকলের জন্যই আসে এই অনন্তকাল কার আগে কার পরে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: সৃষ্টি থেকে ধ্বংস!! পুরোটাই!! :| :|| :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.