| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোলারোভিচপইজোলারোভিচ
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
আমার সাথে একবার হেটেছিলে বহুদূর, একবার হেটেছিলে অনেকটা পথ।
আমার সাথে সেদিন দাড়িয়ে দেখেছিলে ঘুমন্ত শহরের আকাশে ঝুলতে থাকা নিসঙ্গ জোছানা।
আমরা শুধু পাশাপাশি দাড়িয়ে থেকেছি নির্বাক দুজন, চিতকার করছিলো আমাদের ইন্দ্রিয় গুলো।
আমরা মাঝে মাঝে কামনায় গ্রাস কিছু প্রাণ দেখে লজ্জায় একে অপর থেকে মুখ লুকিয়েছিলাম।
আমরা হাটছিলাম যেনো দুজনের মিছিল।
আমরা হাটছিলাম যেনো মর্ত্যে আমরাই দুটো প্রাণ,
হাটতে হাটতে ভোরের কাছে গেলাম।
ভোর জানিয়েছিল স্বাগতম,
আমরা থেমে গেলাম।
আলোর বন্যা এসে জাগিয়ে দিতে থাকলো গোটা শহর,
সেই আলোয় স্নান করেছিলাম তোমার হাত ধরে।
২|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৪
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। কিছু টাইপো আছে। ঠিক করে নিয়েন।