![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
তোমার রন্ধ্রে রন্ধ্রে ছোটে আবেগের আস্ফালন,
তুমি মুখে দেখাও লজ্জা পেয়েছো।
তোমার সামনে আমি বসে বসে বাদাম চিবাই,
তাই ভাবছো আমি কিছুই দেখছি না।
সামনে বসেছি আমি
তাই চোখের কথা ঠিকই চোরা চোখে পড়ে নিচ্ছি
আর বুকের অস্বাভাবিক উঠানামা দেখে বুঝে যাচ্ছি,
তোমার ভেতরটাতে আছে কি।
আমি অনেক কিছুই না দেখার ভান করছি,
আর তাই তুমি অনেক কিছুই না লুকানোর চেষ্টা করছো।
শরীরে শরীরে কথা বলতে নিবিড় আলিঙ্গন লাগেনা,
হালকা একটু স্পর্শই যথেষ্ট,
যেমন হাটতে হাটতে লেগে গেলো কাধের সাথে কাধ।
হালকা নরম সকালের রোদে রাস্তায় দাঁড়িয়ে,
আমি বলছি তোমাকে সুন্দর লাগছে,
তাতে ফুসলে উঠে তোমার স্নায়ু।
সে ফুসলে উঠার ঢেউ নাড়িয়ে ভাসিয়ে দিচ্ছে আমাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো।