![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
আমার ইচ্ছে এখন বৃষ্টি পড়ুক। একপশলা না, ঝুম বৃষ্টি। আমার টিনের উপর ঝিনঝিনঝিন করে একনাগাড়ে পড়তে থাকবে। থামবে না। থামার দরকার নেই। বৃষ্টিতে মাটির গন্ধ ভেসে আসবে। চারদিকে মাটির গন্ধ। আমি আজলা ভরে নিয়ে শরীরে মাখাবো। আমার সাথে দুটো বিড়াল বসে বসে দেখবে সেই বৃষ্টি। তারা খানিকপর বিরক্ত হয়ে পড়তে পারে। বিরক্ত হয়ে একজন আরেকজনের দিকে চেয়ে বলবে, ম্যায়াও, আরেকজন নিশ্চুপ থেকে বোঝাতে চাইবে, পরিস্থিতি সে এখনো আচ করার চেষ্টা করছে। এমন বৃষ্টির সময় একটু খেয়াল করলে গাছের পাতায় বৃষ্টির ফোটার চুরমাচুর হওয়ার শব্দ পাওয়া যায়, সে শব্দ অনেক সুন্দর। যেনো প্রকৃতি তার আপন খেয়ালে একটা সংগীত রচনা করছে। তবে রাতের বৃষ্টিতে ভেজার মধ্যে সুখ খুজে নেয়ার ক্ষমতা খুব অল্প কিছু মানুষের থাকে। আমার আফসোস আমি সেই দলের মধ্যে পড়িনি। তবে আজ ভিজবো, যদি বৃষ্টি নামে আমি ভিজতে ভিজতে আকাশ দেখবো। কি অদ্ভুত ঘটনা অনেক দিন আগে আমি একজনকে আকাশের উপর চমৎকার একটা লেকচার দিলাম অথচ আমার জানা নেই বৃষ্টির রাতে আকাশ কেমন দেখায়। বৃষ্টির মধ্যে রাতের আকাশ দেখতে কেমন ব্যাপারটা অনেকের কাছে অগুরুত্বপূর্ণ হতে পারে, তবে কোন ব্যাপারে বিশারদ হতে হলে সকল দিক থেকেই জ্ঞান থাকা বাঞ্চনীয়।
দশ বছর আগে তোমাকে বলেছিলাম, বৃষ্টি রাতে তোমাকে নিয়ে আমি ভিজবো। আমার কোনদিন সময় হয়নি। কয়েকবছর আগে যখন শেষবারের মতো হাতটা ধরেছিলাম, সেদিন তুমি আমাকে বলেছিলে, কথা দাও বৃষ্টিতে ভিজবে। আমি সেদিনো প্রতিজ্ঞা করেছিলাম ভিজবো। আজকে পর্যন্ত সময় করে উঠতে পারিনি। বাসার সামনের হাসনেহেনা গাছে ফুল ফুটে আছে, অথচ আমি গন্ধ পাচ্ছি না। সকালবেলা ঘুঘু গুলোর ডাক আর শুনতে পাই না। আমি আর বিকেলের কমলা রোদ দেখতে পাই না। একবারের জন্যও বলা হয় নাই, আমি একবারের জন্য বলি নাই আমি তোমাকে ভালোবাসি। একদিনও বলি নাই। আমি জানি। এসেছো চলে গেছো। নিজের মত করে আমাকে বলে গেছ। চারপাশে টুকরো টুকরো করে নিজেকে রেখে গেছো। আজকে রাতে তাই বৃষ্টি নামুক; ধুয়ে দিয়ে যাক। আমি ও তাতে নিজেকে ধুয়ে নেবো। আজকে রাতে আমি আবার জেগে উঠতে চাই, তাই বৃষ্টি নামুক ঝুমঝুমিয়ে।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: বৃষ্টি যেন অনুভূতির দক্ষ অনুবাদক।