![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
আমাকে নয়ন দেবে?
তোমার নয়ন জোড়া চাই আমার।
ভেবেছিলাম অশ্রু নেবো,
হারিয়ে ফেলতে পারি সে আশংকায় চাইলাম না।
আমার আরো চাই।
আমার আরো চাই তোমার ফেরোমনে সিক্ত ব্রেসিয়ার।
বেহায়া মনে করবে না সেজন্যে!
শুধু নেশাটা ধরে রাখার জন্যে,
মাতলামিটা জেগে থাকুক, তাইতো চাই।
আরো কি চাই আমি?
উষ্ণ দেহটাও চাই আমার,
নির্লিপ্তভাবে ডুবে যাওয়ার জন্য।
জানতে চাও আমার আর কি চাই?
এখন অশ্রুটাও চাই আমার,
হারিয়ে গেলে খুঁজে নেবো।
তোমার সমস্তটাই আমার চাই,
চুলের ঘ্রাণ, সরু কোমর, কোমল রাগ,
সবকিছু।
এক লহমার জন্যে হলেও আমার চাই।
১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৪
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: হা হা হা। সেটাই সেটাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: "মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই/ এত চাওয়া নিয়ে কোথায় যাই!"