নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলায় আমি সিদ্বহস্ত। ব্যাপারটা লেখার ক্ষেত্রে যতটুকু সত্য রান্নার ক্ষেত্রেও তাই।

জোলারোভিচপইজোলারোভিচ

অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।

জোলারোভিচপইজোলারোভিচ › বিস্তারিত পোস্টঃ

ইশথারের বন্দনা

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

তুমিতো মানবী নও,
তুমি নগ্ন পরী এক;
নিতম্বের দোলায় তোলো উত্তাল ঝড়।

তুমি সমুদ্রের ঢেউ,
হাসনাহেনার সুঘ্রাণে মুগ্ধতার অশ্রু এক;
প্রতিটা কেশের জন্য তোমাকে দেবো একটা করে বেলি ফুল।

তুমি দেবী হও,
মরুভূমির অভিযাত্রীর ইশথার এক;
তার প্রার্থনার সাড়ায় দাও যুদ্ধ কিংবা কামনার আঁচড়।

তুমি সুখ হও,
ক্লান্ত আমি-র জন্য উন্মুক্ত বক্ষ এক;
আমার সাথে কৌতুহলী চোখে দেখো রক্ত-নীলাভ আসমান।


*ইশথার - ভালোবাসা, যুদ্ধ, কামনার মেসোপটেমীয় দেবী।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাহসী সন্তান বলেছেন: ভাবছিলাম 'ইশথার' শব্দটার অর্থ জানতে চাইবো আপনার কাছে। তবে ফুট নোটে এসে কৌতুহল নিভৃত হল! খুব সুন্দর এবং চমৎকার কবিতা! প্রতিটা লাইনের মধ্যেই যেন একটা ভাল লাগা কাজ করছে! :)

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ধন্যবাদ আপনাকে। :) আপনার জন্যেও রইলো শুভকামনা।

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর হয়েছে। এই মনে হয় প্রথমবার আপনার কবিতা পড়লাম। ভালো লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: আরো কিছু কবিতা আমি লিখেছি, সেগুলোও পড়ে দেখতে পারেন। :) ধন্যবাদ আপনাকে

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছ।

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.