![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
শোন না মাধবী, স্বপ্ন দেখবে? চল দেখি।
মাধবী নাটাই ধরবে, ঘুড়ি ওড়াবো একসাথে।
এই মাধবী, মাধবী; এই মাধবী শোন না।
আচ্ছা জেগে আছো তুমি?
মেঘডানায় ভর করে পেজা পেজা কালো মেঘ দেখ কেমন করে পূর্ণিমা ঢেকে দিচ্ছে।
চল না দুজন হাত তুলে সেই অনাগত বৃষ্টিতে ঝাপিয়ে পড়ি।
চল না; আজ ভেজবো, প্রাণ উজাড় করে।
আজকে পান করবে আমার সাথে স্বর্গ পতিত প্রাণ শুধা।
কালবৈশাখী ঝড়ের হালকা হাওয়া কাপিয়ে দেবে দুজনের শরীর।
জাপটে ধরবো তোমাকে, যেমন ধরে রেখেছি সফেদ চাদরে ঢাকা শরীরটাকে।
এই মাধবী, মাধবী শোন,
আমি রাখবো তোমার কথা,
নিয়ে যাবো সমুদ্র পাড়ে;
পুরোটা পথ তোমার আংগুলগুলো, আমার আংগুলের খাচায় থাকবে বন্দী।
এই জেগে আছো তুমি?
শোন আজকে থেকে একটা সহস্র রাতের গল্প শোনাবো তোমায়,
ঐযে মনে আছে একবার হেরে গিয়েছিলাম তোমার সাথে বাজিতে;
সেই গল্প বলা আজ থেকে হবে শুরু, চলবে হাজার বতসর ধরে।
কি হলো? তাকাবে না আমার দিকে?
একটা কথা রাখবে আমার?
আরেকবার আমার সিক্ত নীলাভ গোলাপী অধরে স্পর্শ করুক তোমার উষ্ণ অধর।
২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৪
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: বিলম্ব উত্তরের জন্য ক্ষমাপ্রার্থী। কবিতা পড়ে ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা। বাকি কবিতাগুলোও পড়ে দেখবেন অনুরোধ রইলো।
কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:০০
মানবী বলেছেন: অদ্ভুত সুন্দর!!
একরাশ মুগ্ধতা!!!
তীব্র কষ্টের মাঝেও স্নিগ্ধ রোমান্টিক কবিতা!
আপনার লেখা কবিতা আগে পড়া হয়নি মনে হয়, পড়লে এমন অদ্ভুত নিকের কারণেই মেন থাকার কথা!
অসাধারণ কবিরা জন্য ধন্যবাদ।