নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলায় আমি সিদ্বহস্ত। ব্যাপারটা লেখার ক্ষেত্রে যতটুকু সত্য রান্নার ক্ষেত্রেও তাই।

জোলারোভিচপইজোলারোভিচ

অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।

জোলারোভিচপইজোলারোভিচ › বিস্তারিত পোস্টঃ

সিগারেট

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

হ্যালোজেন ল্যাম্পপোষ্ট আমার সস্তা দামের জোছনা,
প্রতিরাতে মাখি সে স্নিগ্ধতা।
কৃত্রিম মেঘ বানাই ভলকে ভলকে ছাড়া সিগারেটের ধোয়ায়,
ধোয়াশা ধোয়াশা আবহে,
গাড়ির হেডলাইট যেন স্বপ্নের জোনাকি।
ছাই ফেলি টোকা দিয়ে,
অবাঞ্চিত ছাই, উড়ে এসে পড়ে আমারি গায়ে।
আগুন জ্বলে জ্বলে তামাক পোড়ায়,
শেষ টানের কাছাকাছি প্রহর।
আমি প্রস্তুত সিগারেট নিভবে, ধোয়া কমবে।
তখন স্নায়বিক চাপ দেবে আবেগের বেগ,
বাচার জন্য তাই, প্যাকেটের ভেতর ছোট্ট খোজ।
নাই কিচ্ছু নাই।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

রিয়াদ বিন আনোয়ার বলেছেন: সিগারেট কি ভালো জিনিশ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: নাতো।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



কিচ্ছু নাই....

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পুরাই ফাকা। :)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আই লাভ ইউ বিড়ি ! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.