নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলায় আমি সিদ্বহস্ত। ব্যাপারটা লেখার ক্ষেত্রে যতটুকু সত্য রান্নার ক্ষেত্রেও তাই।

জোলারোভিচপইজোলারোভিচ

অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।

জোলারোভিচপইজোলারোভিচ › বিস্তারিত পোস্টঃ

তোর সিঁদুর

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

একটা রুদ্ধ দ্বার,
তার পেছনে লুকিয়ে থাকে রুদ্র অনুভূতি,
আকাশ পাপী তাকিয়ে দেখে নেই কিছু নেই।
আবার, আরো একবার ডাক দেয়,
পেছন থেকে দেয় উকি,
নষ্টের ফেরিওয়ালা করে কষ্টের সওদাগিরি।
উন্মুক্ত বক্ষা ভূমিতে ফুটছে রজনীগন্ধা,
হাওয়ায় ভাসে এ কিসের সুবাস,
বদ্ধ আখি তাতে দেখে সুখের স্বপন।
বদলায় নাই কিছু,
সেই পুরনো কোমরে এখন নতুন স্পর্শ শুধু,
কপালের বর্ষীয়ান সিঁদুর আবাছা ও বধূ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! বাহ ! বাহ !

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন। :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আমার কোন কষ্ট নেই; কিছু কষ্ট আমাকে বিকাশ করে দেন। :)




কবিতা ভালা হয়েছে+

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পারলে অবশ্যই কিছু দিয়ে পাঠাতাম। :(

কবিতা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লেগেছে

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: কবিতা ভালো লাগায় অনেক কৃতজ্ঞতা।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। :)

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

Raju Das Rudro বলেছেন: লেখিকা এক কথায় অসাধারণ । :``>>

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পায়ের পিক দেখে ভুল বুঝবেন না। আমি কিন্তু লেখক হে হে হে। আর কবিতা ভালো লাগায় কৃতজ্ঞতা।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.