![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
একটা রুদ্ধ দ্বার,
তার পেছনে লুকিয়ে থাকে রুদ্র অনুভূতি,
আকাশ পাপী তাকিয়ে দেখে নেই কিছু নেই।
আবার, আরো একবার ডাক দেয়,
পেছন থেকে দেয় উকি,
নষ্টের ফেরিওয়ালা করে কষ্টের সওদাগিরি।
উন্মুক্ত বক্ষা ভূমিতে ফুটছে রজনীগন্ধা,
হাওয়ায় ভাসে এ কিসের সুবাস,
বদ্ধ আখি তাতে দেখে সুখের স্বপন।
বদলায় নাই কিছু,
সেই পুরনো কোমরে এখন নতুন স্পর্শ শুধু,
কপালের বর্ষীয়ান সিঁদুর আবাছা ও বধূ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আমার কোন কষ্ট নেই; কিছু কষ্ট আমাকে বিকাশ করে দেন।
কবিতা ভালা হয়েছে+
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পারলে অবশ্যই কিছু দিয়ে পাঠাতাম।
কবিতা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লেগেছে
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: কবিতা ভালো লাগায় অনেক কৃতজ্ঞতা।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
Raju Das Rudro বলেছেন: লেখিকা এক কথায় অসাধারণ ।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পায়ের পিক দেখে ভুল বুঝবেন না। আমি কিন্তু লেখক হে হে হে। আর কবিতা ভালো লাগায় কৃতজ্ঞতা।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বাহ ! বাহ !