![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
তোমার মুখের আধেক হাসি,
আর লাল টিপের নীচে চিরল চোখ,
ভালোবাসি ঠোটের ফাকে আটকে থাকা চুমোর ঝোক।
হাটবো আজকে হাত ধরে,
তোমার সাথে সাগর তীরে।
হাটবো আজকে একসাথে,
দীঘল এই বালু চরে।
আসো না, আসো
স্বপ্নে দেখো, গভীর ভাবে ভালোবাসো।
সূর্য রোদে দাঁড়িয়ে থেকে
আমার সাথে আলো জ্বালো।
আমার তোমার প্রদীপ শিখা,
মন্দিরেতে ঘণ্টা ধ্বণি
তোমার আমার ভালোবাসা,
মহাকালের প্রেম কাহিনী।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: কথা একশত ভাগ সত্য
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: যতদিন দুনিয়া আছে- ততদিন মানুষের প্রেম কাহিনি শেষ হবে না।