![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
তোমার উষ্ণতায় সিক্ত গোটা সব কিছু,
তোমার অবারিত স্নিগ্ধতায় মুগ্ধ আমরা ক'জন।
ক্লান্ত প্রেম, ঘুমন্ত ছায়া;
মুখ তুলে তাকিয়ে দেখি জ্বলজ্বলে বিশ্ব প্রদীপ,
চঞ্চল হাওয়া, বেফাস চাওয়া;
আমাদের এক্কাদোক্কা শহরে তাই তোমার খোজ।
নিবিড় আলিঙ্গন খুজি, নিস্তব্ধ সুখ পাই,
হারাই সব হারাই, আমরা ভেসে যাই আমাদের মাঝে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
ভালো লাগলো ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ জানবেন।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি। তবে চেষ্টা অব্যহাত থাকুক।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়