![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
কান পেতে শোন সাম্রাজ্যের পতনধ্বণি,
শ্রুতিমধুর আবৃত্তি নয় বরং উন্মাত্ত শোসিতের চিতকার,
সহস্র চিৎকার শোষণের দেয়ালে প্রতিধ্বণি তোলে,
কম্পমান সিংহাসনে দস্যু একনায়কের অহমিকা।
কিসের এত গর্ব তোমার?
রক্ত পান কর তুমি।
কিসের এত অহংকার?
তৈলাক্ত মানুষরূপি জন্তুর উপর খুটি তোমার।
না পাওয়ার ক্রোধ, শোণিত ক্রোধ প্রতিবাদের ঢেউ হয়ে,
কড়া নাড়ছে তোমার দ্বারে।
শুনছো কি তুমি?
কান পেতে দেখ, তোমায় বলছি।
সময় হয়েছে অধিকার দাও,
সময় হয়েছে শোসিতের কাতারে যাও।
একজন নয় বরং অনেকগুলো আওয়াজ এই বাতাসে ভাসে,
একজন নয় বরং অনেকজন তোমার কুশপুত্তলিকা পোড়ায়।
সেই অগ্নিকান্ডের পরাশিষ্টে দেখতে পাও কি তুমি?
এই শোসিতের আকাঙ্ক্ষা, যা তোমার থেকে ভিন্ন।
তুমি একজন অথবা কয়েকজন,
কিন্তু তারা অনেক, আমরা অনেক।
সময় হয়েছে বন্ধু, আমাদের কাতারে এসো।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: অনেক দিন পর লিখছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো। আশা করি সামনে আরো ভালো লিখবো।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক দিন পর লিখছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো। আশা করি সামনে আরো ভালো লিখবো।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
আপনাকে আমি ধন্যবাদ জানাই। যে আপনি আমার মন্তব্য পড়ে রাগ করেন নি।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: গঠনমূলক মন্তব্যে কেন রাগ করবো বরং আমি আমার ত্রুটিটুকু বুঝে গেলাম। রাজীব নূর আপনার মন্তব্যের আশায় আমি সর্বদাই থাকি।
আপনাকে আবারো ধন্যবাদ।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১
মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: একটু গোছানো হলে আরেকটু ভাল লাগতো ।খুব তাড়াহুড়া করেছেন বোধহয় ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পর কলম হাতে নেয়ায় মাথায় শব্দরা যে খেলাধুলা শুরু করেছে তাতে কিছু লেখে ফেলার লোভ সামালাতে পারছি না। চর্চাটা চলমান রেখে সামনে আরো ভালো লেখা উপহার দেয়ার চেষ্টা করবো।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।