নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির বিন্দুর না বলা মনের কথাগুলো লেখার মাধ্যমে উগড়ে দেয়ার সীমিত চেষ্টা

সিক্ত শিশির

শিশির ভেজা সবুজ পাতায়,প্রথম রোদের আলোর খেলায়,ভাসিয়ে দিয়ে জীবনটা আজ,চোখের তারায় স্বপ্ন দেখায়।

সিক্ত শিশির › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসুন বাংলাকে, ভালোবাসুন বাংলা সংস্কৃতিকে

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫

ঢং একটু কম করলেই কি হয় না? -_-

- "ওমা!! দোস্ত কাল পহেলা বৈশাখ!! আমি তোহ ভুলের গেছি। নতুন কোন ড্রেস কেনা হয় নাই!! আমার কি হবে কাল? :'( "



আজ অনেকেই সাদা পাঞ্জাবি পরে ঘুরবেন। অনেক মেয়েই লালশাড়ী পরে ঘুরবেন। আর আজকে তোহ বাসায় থাকাই যাবে না। বাঙ্গালির ঐতিহ্য বলে কথা!! আজকে না বের হলে তোহ সে বাঙ্গালিই না।

>> বের হবেন ভালো কথা। বাঙ্গালী হতে হলে এইসব লোক দেখানোর কোন দরকার নেই। মন থেকে সব ময়লা ঝেড়ে ফেলে নতুন করে জীবনে ভালোভাবে চলার পণ করেন নতুন বছরে এটাই অনেক। এর থেকে ভালোভাবে নববর্ষ উদযাপন করা যায় নাকি?!



তারপর আজ দেখলাম অনেকে রাত ১২ টার সাথে সাথে ইংরেজী নববর্ষের মতো ইংরেজীতে স্ট্যাটাস আপডেট করে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতেছে।

>> ভাই এবং আপারা থামেন। বাংলা দিন রাত ১২ টার সময় না ভোরবেলায় শুরু হয়। এইটা যখন জানেন না তখন নিজেকে বাঙ্গালী বলে আর অপমান করেন না নিজেকে >_<



সবচেয়ে ভালো বিষয় কাল রাতের অনেকের চৈত্র সংক্রান্তি উদযাপন। আমার মনে ছিল যে কাল পহেলা বৈশাখ। এটা মনে থাকার সবচেয়ে বড় কারণ আমার ছোট বোন। আজ তার জন্মদিন। কিন্তু আজ যে পহেলা বৈশাখ তা উপলব্ধি করলাম কাল রাতে বাসার পাশে উচ্চ শব্দের গান বাজানো শুনে। এইটা কোন বড় ব্যাপার হত না যদি গানগুলা বাংলা গান হতো। গানগুলো ছিল ইংরেজী ও হিন্দী।

>> "Blue eyes", "Baby doll", "Broken angel", "Lungi dance" এই গানগুলো আমাদের সভ্যতা বা সংস্কৃতি এর মধ্যে পড়ে? o.O জানা ছিল না। আপনারা বাংলা সংস্কৃতিবান মানুষ। আপনাদের তোহ এইটুক জিনিস মাথায় রাখা উচিত ছিল যে বাংলা সংস্কৃতি বাংলা সংস্কৃতির মতোই উদযাপন করা উচিত।



আবার আজ অনেক মেয়ে তোহ ঘুরতে বের হবেন বয়ফ্রেন্ডের সাথে। তারপর সেখান থেকে লিটন ভাইয়ের ফ্লাট। ওখানে গিয়ে কিছু একান্ত সময় না কাটালে তোহ বাংলা নববর্ষ ঊদযাপন করাই হলো না।



হাইরে বাঙ্গালী!! মানুষ হও তোমরা। বিদেশী পণ্য ব্যবহার কমিয়ে দাও। বিদেশী সংস্কৃতি নিয়ে মাতামাতি কম করি। শুধু একদিনের জন্য লোক না দেখিয়ে মন থেকে বাঙ্গালী হওয়ার চেষ্টা করি আমরা। নববর্ষের শুভেচ্ছা সকলকে



বি.দ্র. : মুসলিমদের জন্য পহেলা বৈশাখ উদযাপন হারাম

[কষ্ট করে পোস্ট টা পড়ে থাকলে সচেতন হোন। একজন ও যদি সচেতন হন তাহলে নিজেকে স্বার্থক মনে হবে। আর এত বড় লেখার জন্য আমি দুঃখিত]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.