নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির বিন্দুর না বলা মনের কথাগুলো লেখার মাধ্যমে উগড়ে দেয়ার সীমিত চেষ্টা

সিক্ত শিশির

শিশির ভেজা সবুজ পাতায়,প্রথম রোদের আলোর খেলায়,ভাসিয়ে দিয়ে জীবনটা আজ,চোখের তারায় স্বপ্ন দেখায়।

সিক্ত শিশির › বিস্তারিত পোস্টঃ

হিজাব/নেকাব পরিহার করলেই কি আধুনিক হবো আমরা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

হিজাব না করা যদি কোনো মেয়ের নিজস্ব অধিকার হয় তাহলে হিজাব করাও তেমনি একটি মেয়ের নিজস্ব অধিকার।



কিন্তু হিজাব না করার অধিকার ক্ষুণ্ণ হলে মানবাধিকার কর্মীদের ও নানা নারী সংগঠনের পশ্চাদ্ভাগ এ চুলকানি দেখা দেয় কিন্তু যদি হিজাব করার অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে তাদের কোন চুলকানি ওঠে না!



এখানে আমার একটা কথা জানার ইচ্ছা আছে। তা হলো গত বছর যখন ব্র‍্যাক ইউনিভার্সিটি নিকাব বা হিজাব বাতিল করে তখন কি তাদের রুলস এ এটা আগে থেকে লেখা ছিল?



আজ জানতে পারলাম Armed Force Medical College (AFMC) ও হিজাব নিষিদ্ধ করে দিয়েছে! আর্মড ফোর্সের মেডিকেল কলেজ হিসেবে এইটা আশা করা যায় না। কিন্তু মজার ব্যাপার তাদের রুলস এন্ড রেগুলেশন এও কিন্তু এই কথাটা কোথাও লেখা ছিল না। এই বছর যেই সকল ছাত্রী ভর্তি হবে তাদের হিসাব বাদ দিলাম। তারা তোহ জেনেশুনে ভর্তি হবে কিন্তু যারা এখন সেখানে পড়াশোনা করছে তাদের কেও এই উল্টাপাল্টা নিয়ম মেনে নিতে হবে।



আমাদের দেশ এ হচ্ছে কি? দেশ কি আধুনিকতার চরম সীমায় পৌঁছে গেছে? একটা কথা ছিলো যদি এই হিজাব বা নিকাব না পরার বিধানটি আগে থেকে তাদের রুলস এন্ড রেগুলেশনে লেখা থাকতো এবং সেটা জানা সত্ত্বেও কোন মেয়ে যদি সেখানে ভর্তি হয় এবং এই বিষয় নিয়ে হুদাই চিল্লানী দেয় তাহলে আগে উচিত সেই মেয়েটাকে ঠাটায় একটা চটকানা মারা! ইসলামিক অনুশাসন মেনে তাহলে তাকে সেখানে ভর্তি হতে বলছে কে? কেন আপু? ইসলামিক ইউনিভার্সিটি ছিল না? এমন অন্য কোন ইউনিভার্সিটি ছিল না যেখানে হিজাব করায় কোন সমস্যা নেই?



আর আপু হিজাব বা নেকাব নিষিদ্ধ করার নিয়ম যারা করে তারা তো এই নিয়ম নিষিদ্ধ করতে চাইবেনা কারণ হিজাবে তোহ মেয়েদের বক্ষ এবং পশ্চাৎপট আর কোমরের মাপ নিতে অসুবিধা হবে! বরং হিজাব করে আসলে ওই সব ইতরদের সোনানুভূতি অথবা চেতনাদন্ডে আঘাত লাগবে! আর যদি হঠাৎ করে কোনদিন সকালে উঠে জানতে পারি যে মেয়েদের আন্ডার গার্মেন্টস পরাও নিষিদ্ধ করে দিয়েছে সেদিন ও অবাক হবো না কারণ তাহলে তোহ মাপা-মাপির কাজ টা আরো ভালোভাবে করা যাবে!



আর আমরা এইটা কেন ভুলে যায় যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং আমাদের দেশের মেয়েরা সেই দেশের সভ্যতা আত্তীকরণ করতে বেশি ব্যস্ত থাকেন। যেই দেশের মাঝে একজন পর্ণস্টার রাতারাতি ভালো অভিনেত্রী খ্যাতি পেয়ে যান, যেই দেশে রেপ একটা আর্ট(!) সেই দেশের প্রতিবেশী দেশ হিসেবে আমরা কি আমাদের দেশে এইটুকু পরিবর্তন আশা করতে পারি না? আর আমাদের দেশের আপুরাও তোহ চায় একটু মডার্ণ হতে চায়, তারাই তোহ সম্প্রতি "পাখি ড্রেস" নিয়ে ঝড় তুফান বইয়ে দিলো। তাহলে এইটা কি তাদের কাছে কোন ব্যাপার হবে মিনি স্কার্ট পরে ইউনিভার্সিটি তে যাওয়া! সিদ্ধান্তটা এখন আপনাদের কাছে। কি চান আপনারা? আপনার বোন, প্রেমিকা কে মিনি স্কার্ট আর বিকিনি পরিয়ে ইউনিভার্সিটি তে পাঠাতে নাকি সঠিক পর্দার সাথে? ভেবে দেখুন। ভালো থাকুন, ভালো রাখুন!undefined

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: মানসিকতা ঠিক না হলে মিনি স্কার্ট আর হিজাব কোন খানেই তফাৎ নাই, বিভিন্ন হোটেলে রেড দিয়ে যেই পতিতাদের গেফ্তার করা হয় তারা কিন্তু হিজাবে ঢাকাই থাকে।

সুতরাং হিজাব নিয়ে তর্ক না করে মানসিকতা কিভাবে উন্নত করা যেয় সেটা নিয়েই আমাদের ভাবা উচিৎ, তবে হ্যাঁ মিনি স্কার্ট পড়াটা আমাদের দেশে কোনভাবেই শোভনীয় নয়।

আর পাখি ড্রেসটা জাতীয় পোষাকের কথাটা বলেছেন, ওটা আমাদের দেশের প্রতি ভারতীয় মিডিয়ার আগ্রাসন, সরকারী পদক্ষেপ ছাড়া এটা থেকে মুক্তি পাওয়া আমাদের প্রায় অসম্ভব।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

যমুনার চোরাবালি বলেছেন: আমার মনে হয় এমনটাই হবে সামনে। ছোট পোশাক, ফিনফিনে পাতলা পোশাক, টাইট পোশাক এগুলোই হবে প্রধান পরিধানের পোশাক। সময়ের সাথে সাথেতো এমনটাই হবার কথা। মানুষের বিসৃঙ্খল যৌনজীবন হবে। সন্তান সন্ততিদের কোন রক্ত হবে মিশ্রনের। কে কার বীর্যের সন্তান তাও মানুষ একসময় দিশা করতে পারবেনা। এমনটাই হবে বলেই আমার মনে হয়।

আপনি মুসলিম হলে কেয়ামতকে আপনার মাথায় রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আর সারা পৃথিবী জুড়ে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি না হলে কেয়ামতের আসার সময় হবে কি করে। শুভেচ্ছা।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

টুম্পা মনি বলেছেন: আর্মড ফোরস এটা খুব খারাপ করেছে। পৃথিবীর বহু দেশে যখন হিজাব পড়ে নারীরা ডিফেন্সে যোগদান করছে সেখানে তাদের এই সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। নিজেদের অতি আধুনিক প্রমাণ করতে গিয়ে এমন কিছু করা উচিত না যা মানুষের মৌলিক অধিকার/ বিশ্বাসে আঘাত হানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.