| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের মধ্যে একটা ব্যাপার
দেখেছি...
প্রায় প্রতিটা মেয়েই বয়ফ্রেন্ড
ছাড়াও
লাইফে এমন একজন বন্ধুকে চায়,
যার
সাথে সে সবকিছু শেয়ার
করতে পারবে ।
তার যতো ইচ্ছে, স্বপ্ন, আশা,
আকাংখা,
সুখ কিংবা মন খারাপের গল্প,
নিজের
একান্ত ব্যাক্তিগত কিছু
কথা যা হয়তো সে কাউকেই
বলে না...
সে সব কিছু সে শেয়ার করে এই
অতিপ্রিয়
বন্ধুর সাথে । মেয়েদের কাছে এই
বন্ধুত্বের মূল্য অনেক অনেক
বেশী থাকে ।
হয়তো মেয়েটার রিলাশানের
চেয়েও
বেশী !
বয়ফ্রেন্ড এর
সাথে ঝগড়া করে মন খারাপ
করে এসে শান্ত্বনা খুজবে এই
বন্ধুর
কাছে ।
বাড়ীতে চেচামেচি করে একা ঘরে দরজা বন্ধ
করে বালিশ
ভিজিয়ে কাদবে...তাতেও
ফোনের ওপাশে সঙ্গী থাকা চাই
সেই
বন্ধুটিকে ! কেউ খারাপ কিছু
বলেছে,
আগেই নালিশ জমা ঐ বন্ধুর
কাছে ।
এভাবে চলতে চলতে একসময়
তাদের
মধ্যে সম্পর্কটা যে কোথায়
গিয়ে ঠেকছে সেদিকে মেয়েটার
কোনো হুশ না থাকলেও
ছেলেটা তার
সর্বনাশ ঠিকই টের পায় ।
মেয়েটা তার
বয়ফ্রেন্ড আছে বলে নিশ্চিন্ত
মনে যখন
তাদের
সম্পর্কটাকে অনেকখানি গভীর
করে তোলে...ছেলেটা তখন
নিশ্চিতভাবেই দোটানায়
পড়ে অথৈ সমুদ্রে হাবুডুবু
খেতে থাকে !
ফলস্বরূপ এক সময় না যায়
সওয়া না যায়
বলা করতে করতে ছেলেটা জীধনের
খেই
হারিয়ে ফেলে ।
একজনের দৈনন্দীন জীবনের
অবিচ্ছেদ্য
অংশ হয়ে, তার
সাথে ঘনিষ্ঠভাবে মিশতে থাকলে তার
প্রতি দুর্বলতা এমনিতেই
তৈরী হয়ে যায় ।
একটা পর্যায়ে যখন ছেলেটার
অবস্থা মেয়েটা বুঝতে পারে,, তখন
থেকে শুরু হয় এড়িয়ে চলা,
বাড়তে থাকে জটিলতা । সম্পর্কের
টানাপোড়নে নষ্ট হয় জীবন,
সূচনা হয়
অসমাপ্ত গল্পের !
মধুর একটা সম্পর্কের শেষটা তাই
হয়েও হয়
না ।
সম্পর্কের এই জটিলতা এখন
আমাদের
লাইফের কমোন ব্যাপার
হয়ে গেছে ।
যেনো নিত্যদিনের ডালভাত ।
কিন্তু
দোষটা আপনি কাকে দিবেন ?
ছেলেটাকে ? নাকি মেয়েদের এই
চাওয়াটা কে !?
প্রশ্নটা তোলা রইলো....
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২
আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম,

ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন।