নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় টা ২ ভাগে বিভক্ত যার এক পাশে বিদ্রোহ অন্য পাশে ভালোবাসা

ভালো খারাপের সংমিশ্রণে কাটাকাটিকরে আমি অতি নিষ্পাপ

আদর্শ কবি

অত্যন্ত সাদা সিদা একজন বালক যে কিনা পিতা-মাতার মোটামোটি অবাধ্য । আর কিসু ??

আদর্শ কবি › বিস্তারিত পোস্টঃ

TO-LET সমাচার

১৫ ই মে, ২০১৩ রাত ১:০৬



কিরে বাসা পাইলি ??

নারে দোস্তো । থাকুম কই কিছুই বুঝতাসি না ।

কই টোকাইতাসস ??

এইতো দোস্তো ফ্রামগেট এ কোচিং করমু । এর আসে পাশে হইলে সুবিধা হয় আর কি ।

দোস্তো আমি একটা বাসা দেখসি টু – লেট লেখা ।

কই দোস্তো ??

চল যাইয়া দেখবি ।

[ ডিং ডং ]

কে ???????

জি আমরা আসলে টু লেট লেখা দেখে এসেছি ।

ও আইচ্ছা আসেন বসেন । খালাম্মা !! ও খালাম্মা !!

কি রে কে আসছে রে ???

খালাম্মা বাসা দেখতে আইসে ।

আসসালামুয়ালাইকুম ।

অওাইলাইকুমাসসালাম ।

তোমরা রা তো ব্যাচেলর দেখে মনে হইতেসে !

জি আসলে আমরা উদ্ভাস এ ভর্তি হইসি । এখন ৫-৬ মাস থাকতে হবে । কিন্তু বাসা পাচ্ছি না । অ্যান্টি আপনি যদি বাসা টা দেন আমাদের যে কি উপকার হবে আপনি কল্পনা করতে পারবেন না ।

কিন্তু আমি ব্যাচেলর ভাড়া দিবো না ।

অ্যান্টি আপনি আমাদের ব্যাচেলর বলেন কেন ?? আমরা তো আপনার ছেলের চেয়ে বড় না ।

দেখো আমার ২ টা মেয়ে আসে । তাই আমি ব্যাচেলর ভাড়া দিবো না ।

অ্যান্টি কন ক্লাস এ পরে ???

বেয়াদপ !! জাইনা কি করবা !!

না অ্যান্টি সময় পেলে ফ্রি তে পরাইয়া দিতে পারতাম । নেগেটিভ লি নিবেন না ।

আমার মেয়ে ২ টা তোমার সেম এজ এর ।

তাইলে তো অ্যান্টি আরও ভালো ।

না তোমাদের আমি ভাড়া দিবো না । তোমরা আসতে পারো ।

না দেখেন অ্যান্টি । আপনি যদি ভাবেন আপনার মেয়ের সাথে লাইন মারবো আমরা তাইলে ভুল ভাববেন । আমাদের সবার অনেক সুন্দুরি গার্ল ফ্রেন্ড আসে ।

এই বেয়াদপ ছেলে !! আমার মেয়ে অনেক সুন্দুরি ।

তাইলে তো অ্যান্টি আরও ভালো আপনার মেয়েই আমাদের পাত্তা দিবে না ।

প্লিজ অ্যান্টি বাসা টা যদি না পাই তাইলে অ্যান্টি আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে ।

আমাদের কথা বাদ দেন অ্যান্টি । আমাদের গার্ল ফ্রেন্ড তো মেয়ে । আপনার মেয়ের মতই । তাদের ভবিষ্যৎ এর কথা একবার চিন্তা করুন !!! আপনার মেয়ের কথা একবার চিন্তা করুন ।

কি !!!!!!!

না মানে অ্যান্টি আমরা যদি আপনার ছেলে না হই অন্তত জামাই ও যদি হই !! কেও না কেও তো হবেই । আপনি কি চাইবেন যে আপনার জামাই একটা ইঞ্জিনিয়ার হোক না ?? আপনার মেয়েও হয়তো কারো না কারো সাথে প্রেম করে । আপনি তো তার সাথেই বিয়ে দিতে চাইবেন । তাই না ?? এখন কি দিবেন ছেলেটা যদি ভালো চাকরি না করে ??

হুম ভালোই বলতে পারো । তোমার কথায় যুক্তি আসে ।

আসলে অ্যান্টি আমরা কুমিল্লার ছেলে গুলাই অনেক ব্রিলিয়ান্ট ।

থাক হইসে আমার মেয়ে গুলার দিকে একটু খেয়াল রাইখ আর কি !! রাস্তা ঘাট এ যাতে কেও ডিস্টার্ব না করে ।

কি যে বলেন অ্যান্টি আমরা থাকতে ওদের আর কেও ডিস্টার্ব করার কোন দরকার এ পরবে না ।

মানে ??

মানে অ্যান্টি আপনি আমাদের দিকে একটু খেয়াল রাইখেন আর কি ।

হাজার হোক ছেলে তো রান্না-বান্না নিয়ে .........

আরে এতো কিছু চিন্তা করা লাগবে না ।

তোমরা ২ মাসের এডভাঞ্চ দিয়ে যাও ।

অ্যান্টি ......

আবার কি হল !!

১ মাসের দিলে হবে না ??

আচ্ছা যাও দিয়ো । তোমাদের ভালো ছেলে বলেই মনে হয় ।

অ্যান্টি আমাদের মতো ভালো ছেলে খুব কমই পাবেন ।

থাক হইসে আসো তোমাদের রুম দেখাই ।

আচ্ছা অ্যান্টি ভাড়া টা কতো ??

তোমরা স্টুডেন্ট মানুষ । ১০ হাজার দিও ।

অ্যান্টি প্লিজ ৮ হাজার দেই ??

না তাইলে আর পারলাম না ।

না না অ্যান্টি ঠিক আসে আপনি যা চান তাই দিবো ।

তবে অ্যান্টি আমরা আপনার কতো হেল্প করবো ।!!

আপনার ২ টা যুবতী মেয়ের বডি গার্ড !! মাঝে মাঝে আপনার বাজার !! এগুলার জন্য আপনি আলাদা মানুষ রাখলেও ১০ হাজার টাকা লাগবে ।

আচ্ছা ঠিক আসে যাও ৯ হাজার দিও ।

অ্যান্টি আমাদের প্রতি একটু সিম্পেথি দেখান । আপনি ছাড়া আমরা এখন অসহায় !!!!

যাও যাও দিও ।

আচ্ছা অ্যান্টি আমরা এখন তাইলে আসি ??

ওকে যাও । কালকে এদ্ভাঞ্চ দিয়ে যেও ।

ওকে অ্যান্টি । কালকে আপনার মেয়েদের থাকতে বইলেন । ইন্ট্রুডিউস হয়ে নিবো ।

ঠিক আসে এখন যাও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.