নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Brave heart

You'll be a bright light coming out of the dark

ইয়াকুজা

Remember: Their success does not mean you are a failure. Their beauty does not mean you are ugly.

ইয়াকুজা › বিস্তারিত পোস্টঃ

ওরাও মানূষ ছিল।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

একদিন বিকেলবেলা ৪ঃ৩০ মিনিট হবে হয়ত।বুড়ীগঙ্গা নদীর কাছে ছোট্ট একটি দোকানে দাড়িয়ে কেরাম খেলছিলাম।খুব ভাল লাগত খেলতে,সকাল সন্ধ্যা অনেকটা সময় কাটাতাম কেরাম খেলে।একবার আমার বিদ্যাপিঠ শহীদ সোহরাওয়াদি কলেজ থেকে প্রথম হয়ে পুরস্কার জিতেছিলাম। পুরান ঢাকার মানুষ আমি, ওখানেই আমার শৈশব কৈশোর কেটেছে। ঐদিন আমরা চারজন কেরাম খেলছিলাম,আমার সাথের অন্য তিনজন ছিল পুলিশে কর্মরত, আমাদের পাশে পুলিশের ফারি এবং পুলিশ লাইন ছিল।যেখানে পুলিশদের ট্রেনিং করানো হত।তাই পুলিশের আধিক্য ছিল।আমি তখন বানিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলাম।। পুরান ঢাকার মিলব্যরাক-এ আমার বাস।পাশেই ছিল খাদ্য গুদাম।বাজারে চালের দাম বেশী হওয়াতে সরকার নায্যমুল্যে খোলা বাজারে চাল বিক্রয় করার চিন্তা এবং ব্যবস্তা করল। খোলা বাজারে নায্যমুল্যে চাল বিক্রয়ের উদ্দেশ্যে একটি ট্রাক চাল ভর্তি করে গুদাম থেকে বের হল। ট্রাকটি যাবে সুএাপুরের দিকে কিন্তু যাচ্ছে লাল মোহন পোদ্দার লেনের দিকে আর তাই দেখে সদ্য যোগ দেয়া একজন পুলিশ কনেস্টবল দৌড়ে আসছিল ট্রাকটির পিছে পিছে।চেষ্টা করছিল ট্রাকটি থামানোর জন্য।কিন্তু ট্রাকটির গতির সাথে তিনি পেরে উঠছিলেননা। আমাদের দেখতে পেয়ে তিনি আকুতি করলেন একটু সাহায্যের জন্য।বললেন ভাই আমাকে একটু সাহায্য করুন,আপনারা আমার সাথে থাকলে আমি ট্রাকটিকে থামাতে পারবো আর গরিবদেরও অনেক উপকার হবে। কিন্তু আমার সাথে থাকা বাকি তিনজন পুলিশ বলে উঠল,ঐ মিয়া নিজের কাজে যাও মনে হয় নতুন চাকরিতে যোগ দিয়েছ আর তাই ফুরুৎ ফুরুৎ করছ।কথা বেশী নাবলে নিজের চরকায় তেল।তখন তেমন কিছু করার ক্ষমতা আমার ছিলনা কিছু বলতেও পারলামনা,নিঃশেষ হয়ে যাচ্ছিলাম অন্তদহনে।যানিনা উনি আর মানুষ ছিলেন কিনা, নাকি পুলিশ হয়ে গিয়েছিলেন... তবে তিনি যাই হোননা কেন, তিনি কিন্তু মানুষ ছিলেন।পুলিশরা একদিন মানুষ ছিল।।।।।।।।।।।।।।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.