![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Remember: Their success does not mean you are a failure. Their beauty does not mean you are ugly.
নারী অধিকার ?
নারী অধিকার ?
কেমন অধিকার চাই নারীর জন্য। অধিকার মানে কি কি চাই ? কার কাছে চাই ? -------------------------------------------------
আল্লাহর সৃষ্টির মাঝে যার জন্য যা দরকার তা পুরুপুরি লিপিত আছে।কিন্তু আমাদের নারীরা তা পায়না, তাই বলেকি সব নারীই পায়না,তা কিন্তু না।যেঘড়ে পুরুষ নেই সেখানে হয়ত নেই তাই বলে নারী অধিকার,নারী অধিকার বলে সর্বক্ষেত্রে প্রলয় সৃষ্টির কি কোন কারন আছে ?----------
এমন অনেক সম্পরক আছে যেখানে পুরুষ অনেক অবহেলিত , কই তারাত কখনও পুরুষ অধিকার, পুরুষ অদিকার বলে আস্ফালন করেনা।সারা দুনিয়াতে মুষ্টিমেয় কিছু নারী ব্যথিত ঘানি টানার কাজ গুলোও পুরুষই করছে। সকল আবর্জনা আর প্রতিকুল ঠেলে দেয়ার দায়ভারও পূরুষের কাধেই বর্তায়।----------------------------------
তারপরও পূরুষ সহানুভূতিশীল।পুরূষরা বলেনা কখনও অধিকার চাই।কারন পূরুষরা মানূষ,নারিদের ওরা ভালবাসে।নারীর সম্ভ্রমের জন্য আত্তহুতীও দেয়। বিশ্ববিক্ষাত ছবি TAITANIC এর উদাহরন হতে পারেনা ?--------------
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
ইয়াকুজা বলেছেন: যা বলেছেন, অবকাশ নাই আর তবে আপনি হয়ত যানেন না আজকাল পুরুষও গর্ভধারন করছে-------------
http://www.malepregnancy.com/CNN/
Click This Link
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
জাকরিন কাদির বলেছেন: আগেই আমি বলে নেই আমি তথাকথিত 'সমঅধিকার' বিশ্বাস করিনা। আমার ইসলাম ধর্ম আমাকে 'মা' , স্ত্রী, কন্যা সকল ক্ষেত্রে যখন ছেলেদের চে বেশি অধিকার দিয়েছে তখন সম অধিকার কেন চাইব? এও ঠিক আমি ভাগ্যবতী যে এমন কিছু আপঞ্জন পেয়েছি যাদের কাছে আমার প্রাপ্য সন্মান পেয়ে থাকি।
কিন্তু আপনার কথাগুলোও কিন্তু ঠিক @ফয়সাল খালাসি ।
সকল ক্ষেত্রেই সমান হওয়া উচিত। এবং নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন শহর তো দুরের কথা গ্রামের নারীরাও চাকুরী/ ব্যবসা করছে। এখন শিক্ষা ক্ষেত্রে ও নারীরা এগিয়ে আছে।
এসব কথা লেখার জন্য নয় বরং 'আপনার মানসিকতা কে ধন্যবাদ দেবার ' জন্য এ লেখা।
সব ছেলেই নারীদের নিয়ে অনেক মন্তব্য করে কিন্তু এটা ভুলে যায় যে তার মা, বোন, স্ত্রী, কন্যাও একজন নারী। আর যে মেয়েকে নিয়ে মন্তব্য করা হচ্ছে সেও কারও না কারও মা, বোন, স্ত্রী ও কন্যা। ( কিন্তু আপনার নয়) তাই আপনার কিচ্ছু যায় আসেনা। একিভাবে আপনার মা, বোন, স্ত্রী, কন্যাকে নিয়ে বলতে ও অন্য কারও বাধবেনা। এভাবেই এ চক্র চলছে ও চলতে থাকবে।
সকল মা জাতিকে একইজাতি হিসেবে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
জাকরিন কাদির বলেছেন: ব্রেভ হার্ট ভাইয়ের জন্য আমার লিঙ্ক দিচ্ছি। আমি তথাকথিত 'সমঅধিকার' বিশ্বাস করিনা। আমার ইসলাম ধর্ম আমাকে 'মা' , স্ত্রী, কন্যা সকল ক্ষেত্রে যখন ছেলেদের চে বেশি অধিকার দিয়েছে তখন সম অধিকার কেন চাইব? আরেকটা কথা আর যা চাইব মহান আল্লাহতায়ালার কাছেই চাইব; আপনার কাছে কেন চাইব? আল্লাহ ব্যতীত কোনকিছু কাউকে দেবার ক্ষমতা কারও নেই ।
http://www.somewhereinblog.net/blog/TK27happy/29993323
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
ইয়াকুজা বলেছেন: আমার এই লেখা কাউকে খাট বা কষ্ট দেয়ার জন্য নয়। আর আমি এটাও বলিনা যে মেয়ে বলতেই অন্যকিছু। আমি মনে করি প্রতিটি দিন, প্রত্যেকটি সম্পর্ক, প্রতিটি কর্ম এবং ভাবনা নারী-পুরুষ দুজনেরই,
তাহলে কেন আসছে অধিকারের প্রশ্ন---- জাকরিন কাদির .।
আমাদের ধর্মে, সমাজে সবার অধিকার দেয়া আছে শুধু অভাব বুঝে নেয়ার।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৯
ফয়সাল খালাসী বলেছেন: ধন্যবাদ জাকরিন কাদির এবং ইয়াকুজা
@ ইয়াকুজা : মিস্টার টমাসের কাহিনী পরে খুবই অবাক হইলাম। ৩ সন্তান !!! আবার বউ ও আছে। ছেলেমেয়েগুলা ওনাকে বাপ ডাকে নাকি মা ডাকে, মা ডাকলে মা কে কি বাপ ডাকে নাকি মা বাবা ২ জনকেই মা ডাকে কিছুই বুঝলাম না।
কিভাবে এইটা হইলো তার বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা জানার আগ্রহ থাকলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৭
ফয়সাল খালাসী বলেছেন: ভালো একটা বিষয় লিখেছেন।
অধিকারের সাথে দায়িত্বও সমান হতে হবে।
পুরুষ যে পরিশ্রম করবে নারীদেরও সমান পরিশ্রম করতে হবে। বিয়ার সময় শুধু পোলা কয় টাকা কামাই করে দেখলে হবে না। মাইয়া কত টাকা কামাই করে তাও দেখতে হবে।
পড়ালেখায় ফেল্টুস ছাত্রের মত ফেল্টুস ছাত্রিদেরও রিকশা চালাইয়া অথবা ঠেলাগাড়ি ঠেইলা টাকা কামাই করতে হবে।
সংসারের পুরো দায়িত্ব নারীদেরও ৫০% বহন করতে হবে।
শুধু সম্পত্তি আর অপেক্ষাকৃত আরামদায়ক কর্মক্ষেত্রে সমান অধিকার হলে চলবে না। কঠোর পরিশ্রমের কর্মক্ষেত্রেও নারীদের সমান অধিকার দিতে হবে। সম্পত্তি শুধু পিতার একার কামাই করলে হবে না, মোট সম্পত্তির ৫০% মাতাকেও কামাই করতে হবে। তারপর .........
দুঃখিত।। মাতা লিখতে গিয়া মনে পরে গেল নারীরাই ১০ মাস কত করত কইরা আমাদের জন্ম দিছে। এই একজায়গায় আইসা পুরুষরা ধরা খায়া গেলাম।
অতএব সব কথা বাদ। নারীদের সব অপরাধ মাফ। সব কষ্টকর দায়িত্ব পুরুষরাই পালন করুক। আর সব ভালবাসা এবং আরামদায়ক অধিকার নারীরাই পাক।