নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Brave heart

You'll be a bright light coming out of the dark

ইয়াকুজা

Remember: Their success does not mean you are a failure. Their beauty does not mean you are ugly.

ইয়াকুজা › বিস্তারিত পোস্টঃ

আমার হাফপ্যান্ট কই ???

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:০২

কেউ কি বলতে পারেন ?
আমার হারিয়ে যাওয়া হাফপ্যান্ট কই ?

আমরা ২০/২৫ জনের একটি দল ছিলাম(বন্ধু গ্রুপ) ৫/৬ জন ছেলে আর বাকিরা সবাই ছিল মেয়ে।৩য় থেকে ৮ম শ্রেনীর ছিলাম সবাই।মেয়েরা একটু বড় ছিল।কিন্তু ছিল না কোন প্রকার ভেদাভেদ।সবাই আমরা বিকেল বেলা আর ছুটির দিনে খুব খেলতাম। খেলতাম কানামাছি, গোল্লাছুট, টিলেছপেরেছ, চোর পুলিশ, সাত চারা। আরও খেলতাম দারিয়াবাধা, কুতকুত আরও যে কত কি খেলতাম।কিন্তু কখনও ভাবিনি যে আমরা কেউ ছেলে আর কেউ মেয়ে।

আমাদের মাঝে ছিলনা লাজের বালাই,ভুলেও ভাবিনি কখনও যে মেয়ে আর ছেলের মাঝে মোমবাতি আর আগুনের ( বর্তমানের ভাষায়) সম্পরক রয়েছে। এখনও অনেক খুজি তাদের মনের গহিনে।অনেকে অনেক দূরে চলে গেছে কিন্তু সেই সময়টা রেখে গেছে আমার কাছে।

আমরা ছেলেরা সবাই হাফপ্যান্ট পড়তাম আর মেয়েরা কেউ সেলোয়ার-কামিজ আর কেউ হাফপ্যান্ট আর ফ্রক পড়ত।কিন্তু আজ ভাবতে অবাক লাগে আমাদের মাhttp://cms.somewhereinblog.net/add_image/start/?token_id=38594803cb37db76b35daf720fe6efaa&c_url=d3d3LnNvbWV3aGVyZWluYmxvZy5uZXQ=&fromstart=true&TB_iframe=true&modal=false&height=530&width=631ঝে ছিল না কোন উন্মাদনা।

আজকাল ছোট্ট ছেলেটা ছেলে হওয়ার আগেই তাকে ফুলপ্যান্ট পড়ানোর তোড়জোড় চলে, মেয়েদের সেলোয়ার আর উড়নায় জড়ানোর চলে প্রতিযোগিতা।
কিশোরকে জোর করে যুবা বানিয়ে দেয়া হয়, আর মেয়েদের আতি অল্প বয়সে মনে কামনার বিজ বুনে দেয়া হয়।আর এমন দেশের নাম ডিজিটাল বাংলাদেশ ??
লাল,নিল আর রংধনুর রঙ্গে ঢুবিয়ে দেয়া হচ্ছে কূৎসিত,সুন্দর, অপবিত্র আর পবিত্র সব আবয়ব।ছোট্ট ছেলে মেয়েদের লজ্জা শিখানো হয় আর তাতে করেই তৈরি হয় ছোট্ট সুপ্ত বাসনা।লেলিহান হয়ে উঠে চোখযুগল।ঘটে চলে একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথের মত ঘটনা।ঘটে ১০০ ধর্ষণের উল্লাস, ঘটে এক চোখা প্রেমের বলিদান।

তাহলে কি আমার হাফপ্যান্ট ভাল ছিল না ? তাই তো আজও খুজে ফিরি আমার হাফপ্যান্ট।।
******* আমার হাফপ্যান্ট কই।********

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:

কঠিন প্রশ্ন। একই শৈশব কাটাইয়া আসছি, কোন আলুর দোষে তো ভুগিনাই ওই বয়সে আমরা। এই সময়ে এই পিচ্চিপাচ্চারও আলুর দষ শুরু হইলো ক্যামনে?

শরীরের পর্দা পর্দা না রে পাগলা, মনের পর্দা আসল জিনিস।

০৯ ই মে, ২০১৫ রাত ৮:৫৯

ইয়াকুজা বলেছেন: একদম কঠিন !শরীরের পর্দা না রে পাগল, মনের পর্দা আসল জিনিস।

২| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:১৫

কাবিল বলেছেন: কালের পরিক্রমায় আমাদের হাফপ্যান্ট হারিয়ে গেছে।
ভবিষ্যতে ফুলপ্যান্টও হারাবার ভয় আছে।

০৯ ই মে, ২০১৫ রাত ৯:০৮

ইয়াকুজা বলেছেন: হুম আছে বটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.