নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Brave heart

You'll be a bright light coming out of the dark

ইয়াকুজা

Remember: Their success does not mean you are a failure. Their beauty does not mean you are ugly.

ইয়াকুজা › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য !!!

২০ শে মে, ২০১৫ রাত ২:৪২

একটি কথা খুব তারাচ্ছে আমায়,
সময় গুলো স্থির হয়ে আছে।
ভাবনাগুলো নতুন নয়। অনন্ত কাল যাবত ঘূর্নয়মান এই মস্তিস্কে।

জিবনের অনেকগুলি দিন কাটিয়েছি অনেক দেশ আর অনেক জাতের আর অনেক ধর্মের মানুষের সাথে। কিন্তু কি যে এক নিষ্ঠুর মনন আর মানষিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা বাঙালি জাতি, এর ছিটে ফোটাও লক্ষিত নয় অন্য কোন জাতিতে।অনেকে চোখ থেকেও অন্ধের মত উল্লাস করে বাঙ্গালিপনায়।যে বাঙ্গালিপনা একদিন ঢুবিয়ে ছাড়বে জাতিতে অনন্ত গহবরে।

পুরো দেশটাকে আমরা সাজিয়ে নিয়েছি নিজেদের মত করে।কেউ আমরা ধর্মভীরু কেউবা মক্তমনা, কেউবা মধ্যপন্থি আবার কেউ বাম, ডান, উপর, নিচ।দেশপন্থি, মা পন্থি আজ বড়ই অপ্রতুল।
আমরা কেউ আজ আর নিজের নই। নাটক দেখলে দেখি বিদেশি নাটক আর সংবাদের অনেকটা অংশ জুড়ে থাকে আন্ত্রজাতিক বিষয় নিয়ে।আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া অন্য কোন দেশের মাছের খবর, সব্জির খবর, পোকা মাকড়ের খবর এমন কি হেন কোন খবর নেই যে ছাপাতে আর প্রচার করতে পিছপা হয়, হোক সে দেশ যত ছোট আর যত গরিব।
কিন্তু কষ্টের বিষয় হল দুরের দেশ তো দুরের কথা, আমাদের পাশবর্তী দেশগুলোও আমাদের কোন খবর প্রচার করেনা শুধু দু একটা অতি জরুরি সংবাদ ব্যাতিত।এটা যে খারাপ তা কিন্তু বলছি না বরং এটা অনেক একটা ভাল দিক আমি মনে করি।তাদের এত এত সময় নেয় যে অন্যের পিছে খরচ করে।তারা সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত কিভাবে দেশ এবং দেশের মানুষের উন্নতি সাধিত হয়।

ওরা সবাই দেশের প্রয়োজনে এক থাকে আর আমরা যখন প্রয়োজন এক হওয়ার ঠিক তখনি আমরা বিভিন্ন গত্রে, ধর্মে, বংশে, বিশ্বাসে আলাদা হয়ে যাই।

এটাই পার্থক্য !!!!

আর এতে করে আমরা গর্ব বোধ করি !?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ৩:৪১

ক্থার্ক্থা বলেছেন: হুম একেবারে সত্য বলেছেন সহমত ।

২০ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮

ইয়াকুজা বলেছেন: সবাই যদি আমরা শুধুই সহমত প্রদর্শন করি তাহলে আর কি বা বলার আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.