নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমানুয়েল নিমো

ইমানুয়েল নিমো › বিস্তারিত পোস্টঃ

টপ টেন সিরিজ-১, মিসাইল এবং বিশ্বের প্রথম সাড়ির ১০ টি মিসাইল এর অধিকারী ১০ টি দেশ।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮





মডার্ন নিউক্লিয়ার ইন্টারমিডিয়েট ব্যালেস্টিক মিসাইলের কথা আমরা কমবেশি সকলেই জানি। বিশ্ব শক্তিগুলোর শক্তির মান বিচারে প্রথমেই আসবে এই মিসাইলের কথা। পৃথিবীর ইতিহাসে অর্ধ শতাব্দীর উপরে হয়ে গেছে এই মিসাইলের বয়স, সেই প্রথম যখন হিটলারের নাজি জার্মান প্রথম ডেভলাপ করে ভি-২ রকেট ১৯৪০ সালে। ১৯৪২ সালের অক্টোবরের তিন তারিখে প্রথম সেই ভি-২ রকেট নিক্ষেপণ করা হয় সফলভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী তিন হাজারেরও বেশি v-2s লাঞ্চ করে মিত্রবাহিনীর উপর। আমেরিকার প্রথম ICBM(intercontinental ballistic missiles) ছিল SM-65 Atlas। আর বিশ্বের প্রথম ICBM ছিল R-7 Semyorka,যা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। R-7 ডেভলাপ করা হয় ১৯৭৫ থেকে ১৯৫৭ সালের মধ্য।



এবার মিসাইলের প্রকারভেদ নিয়ে কিছু ধারনা দেই।



# Tactical ballistic missileঃ এই মিসাইল গুলার রেঞ্জ ১৫০ থেকে ৩০০ কিলোমিটার এর মধ্য।

# Theatre ballistic missile (TBM)ঃ এই গোত্রের মিসাইলগুলোর রেঞ্জ ৩০০ থেকে ৩,৫০০ কিলোমিটার এর মাঝে থাকে। Short-range ballistic missile (SRBM)গুলোর সর্বোচ্চ রেঞ্জ থাকে ১০০০ কিলোমিটার। আবার যেগুলোর রেঞ্জ ১০০০ কিমি থেকে বেশি তাদেরকে মিডিয়াম রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল বা MRBM বলে।

# Intermediate-range ballistic missile (IRBM) or long-range ballistic missile (LRBM): এগুলোর রেঞ্জ থাকে ৩৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার এর মাঝে।

# Intercontinental ballistic missile (ICBM)ঃ ৫৫০০ কিলোমিটারের উপর যে সব মিসাইলের রেঞ্জ একমাত্র সে গুলকেই ICBM বলা হয়।

#Submarine-launched ballistic missile (SLBM):যে মিসাইল গুলো শুধুমাত্র সাবমেরিন থেকে লাঞ্চ করা হয়। এই মিসাইল এবং সাবমেরিন(ballistic missile submarines বা SSBNs) গুলোক নিয়ে আলাদা একটা পোস্ট দিব।



চলুন, এবার দেখে আসি বিশ্বের প্রধান চারটি দেশের কাছে কি কি মিসাইল আছে।



*** রাশিয়া।



R-36 SS-9 Scarp

R-36M2 Voevoda / SS-18 Satan

UR-100N 15A30 / SS-19 Stiletto

RT-2PM Topol / 15Zh58 / SS-25 Sickle

RT-2UTTKh Topol M / SS-27 / RS12M1 / RS12M2 / RT2PM2

RS-24: MIRV-equipped.

R-29R SS-N-18 Stingray

R-29RK SS-N-18 Stingray Mod 2

R-29RL MIRV-equipped/SS-N-18 Stingray Mod 3

R-29RM MIRV-equipped/SS-N-23 Skiff

R-29RMU Sineva MIRV-equipped/SS-N-23 Sineva mode 2

R-29RMU2 MIRV-equipped/SS-N-23 Liner

RSM-56 Bulava MIRV-equipped/SS-NX-30



এই মিসাইল গুলো বর্তমানে নিস্ক্রিয় অবস্থায় আছে।

R-7 Semyorka / 8K71 / SS-6 Sapwood

R-16 SS-7 Saddler

R-9 Desna / SS-8 Sasin

UR-100 8K84 / SS-11 Sego

RT-2 8K98 / SS-13 Savage

MR-UR-100 Sotka / 15A15/ SS-17 Spanker

RT-23 Molodets / SS-24 Scalpel

R-29 SS-N-8 Sawfly

R-39 Rif SS-N-20 Sturgeon



** আমেরিকা।



Minuteman III (LGM-30G)। এই একটি মাত্র সক্রিয় অবস্থায় আছে। ২০০৯ সালে এটি প্রথম পরীক্ষা মূলক লাঞ্চ করা হয়। বর্তমানে আমেরিকার কাছে ৪৫০ টি Minuteman III আছে।



নিষ্ক্রিয় অবস্থায় আছে যে মিসাইলগুলি-

Atlas (SM-65, CGM-16)

Titan I (SM-68, HGM-25A)

Titan II (SM-68B, LGM-25C)

Minuteman I (SM-80, LGM-30A/B, HSM-80)

Minuteman II (LGM-30F)

LGM-118 Peacekeeper / MX (LGM-118A):

Midgetman



** গণপ্রজাতন্ত্রী চায়না।



DF-4 (CSS-3):1975, silo-based, 5,500-7,000 km

DF-5 and 5A (CSS-4):silo based, (1981) 13,000- (1983) 15,000 km

DF-31 (CSS-9):2006, road mobile, 7,250-8,000 km range.

DF-31A:2007, road-mobile, 11,270 km, MIRV - 3

DF-41 (CSS-X-10):2010, road-mobile, 10,000-12,000 km



* ভারত।



Agni-V (ICBM):রেঞ্জ 5,500-5,800 কিমি.

Agni-VI: (8,000-10,000 km)

Surya: (10,000-16,000 km)





বিশ্বের প্রথম সাড়ির দশটি মিসাইল এবং এর অধিকারী দেশ।



১০# দেশঃ আমেরিকা।

নামঃ PGM-17, Thor- 1960,

রেঞ্জঃ 3700km







৯# দেশঃ ইরান।

নামঃ Shahab5.

রেঞ্জঃ 4000km.







৮# দেশঃ ভারত।

নামঃ Agni 4

রেঞ্জঃ 4000km.







৭# দেশঃ গণপ্রজাতন্ত্রী চায়না

নামঃ DF-3A

রেঞ্জঃ 4000km.







৬# দেশঃ ভারত।

নামঃ Agni3 (2001).

রেঞ্জঃ 5000km.







৫# দেশঃ আমেরিকা।

নামঃ MGM-31,pershing2- USA- 1960.

রেঞ্জঃ 5000km.







৪# দেশঃ আমেরিকা।

নামঃ UGM-73, poseidon C3- USA-1979.

রেঞ্জঃ 5000km.







৩# দেশঃ রাশিয়া।

নামঃ RSD 10 Pioneer- Russia-1976

রেঞ্জঃ 5500km















২# দেশঃ রাশিয়া।

নামঃ RT-2PM Topol - 1988

রেঞ্জঃ 10,500km.















১# দেশঃ রাশিয়া।

নামঃ RT-2UTTKh Topol-M - Russia- 2001

রেঞ্জঃ 11,500km.

















সবাইকে অনেক শুভকামনা রইল। পোস্টে ভুল-ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মন্তব্যে জানাবেন। ধন্যবাদ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: পোস্টে ++++++ অনেক কিছু জানা হল

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

ইমানুয়েল নিমো বলেছেন: জানার কোন শেষ নেই। অনেক ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

আর ভি এফ বলেছেন: চমৎকার হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

ইমানুয়েল নিমো বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

বশর সিদ্দিকী বলেছেন: আমার জানামতে ইরানের সাহাব এর ৫৫০০ কিলোর পাল্লার কিছু মিসাইল রযেছে। তবে সেটা তারা এখনো প্রকাশ করছেনা। এর প্রমান হচ্ছে তারা মিডল ইস্টের সম্ভবত একমাত্র দেশ যারা নিজেরাই মহাকাশে স্যাটেলাইট লাঞ্চ করেছে সফল ভাবে কারো কোন সহযোগিতা ছারা। এছারা তাদের কিছু মিসাইলএর কার্যকারিতা হামাস ইজরাইলের উপর পরিক্ষা করেছে সাম্প্রতিক যুদ্ধের সময়। বেশকিছু মিসাইল রাডার এবং ক্ষেমনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রোন ডোম এর বুহ্য ভেদ করে তেল আবিবে আঘাত হানে।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

ইমানুয়েল নিমো বলেছেন: আসলে তালিকায় পাকিস্তান, উওর কোরিয়া, ইসরাইল আসতে পারত। কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা, কার্যকারিতা, দূরপাল্লা সব মিলিয়ে- তাই স্থান দিতে পারিনি। ইরান এবং চায়নার বেলায়ও একই কথা প্রযোজ্য। দেখি, সামনে পোস্টটির আপডেট দিব।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

ডট কম ০০৯ বলেছেন: ইরাম দুই চার টা বাঙ্গালীরা বানাইব কবে?

তখন হেডম নিয়া চলুম। হাহহাহাহা।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

ইমানুয়েল নিমো বলেছেন: ভাই, আগে আমাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী হতে হবে। 'ভাত পায়না চা খায়, হুন্ডা নিয়ে টয়লেটে যায়'- ইন্ডিয়া বা পাকিস্থানের মত আমাদের দরকার নেই। তবে সামরিক প্রযুক্তিতে আমাদের আরও অনেক এগিয়ে যেতে হবে, অন্তত প্রতিবেশী দেশগুলোর সমীহ আদায়ের জন্য। আশার কথা হচ্ছে, অর্থনৈতিক ভাবে আমারা অনেক দ্রুত সামনে এগুচ্ছি। অদূর ভবিষ্যতে আমরা নিজেরাই তৈরি করব, জাস্ট সময়ের অপেক্ষা মাত্র।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

ইমানুয়েল নিমো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

ওবায়েদুল আকবর বলেছেন: তালিকার প্রথম তিনটাই রাশিয়ার!!!!!!

লিস্ট টা আর একটু চেক করেন। অনেক কিছু মিসিং আছে আমি নিশ্চিত।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

ইমানুয়েল নিমো বলেছেন: আসলে মিসাইল প্রযুক্তিতে রাশিয়ার ধারের কাছেও কেউ নেই।

দেখি, সামনের আপডেটে কিছু পরিমার্জন করব।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.