নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলিব,বলার তো কিছুই খুঁজে পাই না।শুধু একটা কথায় বলি আল্লাহ এক, হযরত মোহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। [email protected]

ক্ষনিকের ছায়াবাজি

আয় সুখ তোর বুকে মাথা রেখে কাঁদি, ভোরের স্বপ্ন আমার ভেঙ্গেছে আলোর নদী। সুন্দর মদের চেয়েও ভয়ঙ্কর! [email protected]

ক্ষনিকের ছায়াবাজি › বিস্তারিত পোস্টঃ

বাস থেকে ধীরে সুস্থে নামুন এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

আপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে
রাস্তায়
পড়ে গেলেন।

পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে
চাপা দিয়ে পিষে চলে গেল!

আপনি মারা গেলেন।

আপনি মারা যাওয়ায় আপনার বন্ধুরা মিলে
সেই বাস কোম্পানির বাসগুলো ভাঙচুর শুরু করল! আগুন
ধরালো!

এর ফলে বাসের পেট্রোলের ট্যাঙ্কিতে আগুন ধরে
প্রচন্ড বিস্ফোরন ঘটল!
। এদিকে দেখা গেল যে এই বিস্ফোরনের দায় আইএস
স্বীকার করে নিয়েছে। ফলে সারা বিশ্বে
খবরটা
ছড়িয়ে পড়ল!

আমেরিকা এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করল! রাশিয়া আইএস
দমন করার জন্য ইচ্ছা পোষন করল!

রাশিয়া ইচ্ছা পোষন করায়, আমেরিকা দেরি
না করে
বিনা নোটিশে বোমারু বিমান আকাশে পাঠিয়ে দিল
আইএস দমন করার উদ্দেশ্যে।

বিমান থেকে টপাটপ বোম পড়তে থাকল এবং
শহর ধ্বংস
হতে থাকল! ।
এদিকে রাশিয়াও বসে নেই। তারাও বোমারু
বিমান
পাঠিয়ে দিলো শক্তি প্রদর্শনের জন্য।

একদিন দেখা গেলো, আমেরিকার বিমান ও রাশিয়ার
বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটো বিমানই ধ্বংস
হয়ে
গেছে।

এই খবর ছড়িয়ে পড়ল বিশ্বের আনাচে কানাচে। ।
আমেরিকা দাবি করল, রাশিয়া তাদের উপর
হামলা
চালিয়েছে আর রাশিয়া দাবি করল,এসব
আমেরিকার
দোষ। বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হয়ে গেল "তৃতীয়
বিশ্বযুদ্ধ"...

আমেরিকা রাশিয়াকে পারমানবিক বোমা
মারল,
রাশিয়া মারল আমেরিকাকে। ।
সুযোগ বুঝে ভারত-পাকিস্থান, ইরান-ইজরাইল
ইত্যাদি
দেশগুলোর মধ্যেও পারমানবিক বোমা বিনিময় হল।

এক বছরের মধ্যে দেখা গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেছে
চিরতরে ....

সুতরাং, বাস থেকে ধীরে সুস্থে নামুন এবং
পৃথিবীকে
ধ্বংসের হাত থেকে রক্ষা করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.