নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাস্োারড

ইউমিহানা

নিজেকে নিয়ে আরও ভাবতে হবে

ইউমিহানা › বিস্তারিত পোস্টঃ

অমর একুশ কিন্তু শহীদ মিনার কেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

একুশ আমার অহংকার, একুশ আমার গৌরব এই কথাগুলো আমাকে খুব স্পর্শ করে। হয় না কিছু কথা মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু এই বেপারটিতে আমার এমন কখনো হয়নি। শুধু ভাবতাম সালাম, বরকত ও সব শহীদদের কথা, তাদের আতত্যাগের কথা। মানুষের ভাষার জন্য কতোটা ভালবাসা থাকলে জীবন দিতে পারে, আমি তো এমন পারবো না। সারা জীবনের জন্য এই অহংকার আমাদের থাকবে কারণ ২১শে ফেব্রুয়ারী এখন International mother language day সুতরাং বিশের সবাই আমাদের এই গৌরব গাথা জানবে।

ছোটবেলা থেকেই ২১ শে ফেব্রুয়ারী এলেই খুব কস্ট পেতাম, সালাম, বরকত, রফিক, জব্বার ও অনন্যা শহীদদের আতত্যাগের কথা আমাকে খুব টানতো কিন্তু কখনও একটা জিনিস আমাকে টানতো না, তা হচ্ছে শহীদ মিনারে ফুল দেয়া। ক্লাস ওয়ানে বা টুতে যখন পড়ী তখন শুধু কলা গাছের শহীদ মিনার বানিয়ে, সাজিয়ে, খুব আয়োজন করে সকালে শহীদ মিনারে ফুল দিতে দেখেছি। কিন্তু একটু বড় হয়ার পরই কেমন যেন বিষয়টা মেনে নিতে পারিনি। সব সময় এটা ঠিক পুজা পূজা মনে হতো। (আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি হিন্দু বা অন্য কোন ধর্মের প্রতি আমার বা আমার পরিবারের কোন ক্ষোভ বা আলাদা নেতিবাচক কোন চিনতা ছিল না। আমাদের হিন্দু ও ক্রিস্টিয়ান বন্ধুদের আমাদের পরিবারে ছিল অবাধ যাতায়াত। তাছাড়া হিন্দুদের মুর্তি পুজা, উপাসনা কোন কিছুকে খাটো করে দেখার জন্য না, বর্ং আমি সব সময় অন্য ধর্ম কে সম্মান করি। কিন্তু যেহেতু হিন্দুধর্মের পুজার যে ভক্তি, যে মর্যাদা এটা শুধু তারাই বুজবে, ৯০% মুসলিম কিন্তু বুজবে না। ) হিন্দুদের পুজার সময় দেখেছি কস্ট করে বানানো মুর্তিগুলো পুজা শেষে যেভাবে পানিতে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে কলা গাছ দিয়ে বানানো শহীদ মিনার পর দিন ফেলে দেয়া হতো। ঢাকা শহীদ মিনার বা অনন্যা শহীদ মিনার ও দেখা যায় পরদিনই ফুল ফেলে দিয়েছে। শহীদ মিনার ধুলাময় হচ্ছে। তাছাড়া কোটি কোটি টাকার ফুলের ব্যবসাতো আছেই। শহীদ মিনারের সামনে ফুল দিলে শহীদদের কি উপকার হবে সেই ছোট মনটা সব সময়ই খালি ভাবতো। যেদেশে ৯০% মানুষ মুসলিম সেখানে শহীদ মিনারে ফুল দেয়ার এই পদ্ধতিই গ্রহণযোগ্য না। যেহেতু বাংলাদেশ একটি সেকুলার দেশ এখানে শহীদদের শ্রদ্ধা জানানোর অন্য অনেক পদ্ধতি করা যেত। যাতে কোন ধর্মের কারো খারাপ লাগলো না। সবশেষে সকল শহীদের আত্মার মাকফেরাত কামনা করছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

কাবিল বলেছেন: ১ম পোস্ট আমি প্রথম।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

ইউমিহানা বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

হাসান মাহবুব বলেছেন: বাল্পুস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.