![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ফেইজবুক সেলিব্রেটি নামক কিছু সেলিব্রেটি বের হয়েছে। এরা যাই লিখে দেখা যায় ৯০০-১০০০ লাইক। ঘটনা কি দেখার জন্য এদের কিছুদিন অনুসরন করলাম। দেখলাম এদের বেশির ভাগ লেখায় বেশ চমক আছে, তবে কিছু লেখা আমার মতোই সাধারণ কিন্তু সেখানেও হাজার হাজার লাইক। ঘটনা কি বোঝার জন্য আর কিছু দিন অনুসরন করলাম। এরপর একটা জিনিস লক্ষ করলাম এদের লেখাটা পুরাই ননভেজ, তাই জনগন খুব দ্রুত খায়, তাছাড়া পড়ে বেশ মজাও পায় তাই লাইকের বন্যা বয়ে যায়। এরপর যখন সেলিব্রেটি হয়ে যায় তখন যা লিখে তাতেই লাইক। কিন্তু ভাই আমিও তো অনেক লিখেছি এতো লাইক পাইনি, বড়জোর ২০-৩০ জন লাইক দিয়েছে বা পড়েছে। আমার লেখায় continue reading আসলেই বোধ হয় কেউ পড়ে না। পড়বে কেন বলেন আমি একজন নারী হয়েতো অমন ননভেজ লেখা লিখতে পারবো না। আমার লেখায় এত রস কোথায় যে পড়বে তাই লাইকও পরবে না জানি। তার উপর আছে হাজারও বাঁধা। ছোট বেলা থেকে বাবা স্বাধীনতা দিয়ে মানুষ করলেও মাথার উপর ছিল বড় ভাই, এটা করনা ওটা করনা। এখন পর্যন্ত দুলাইন লিখলেই সে ইনবক্স মেরে দেয়। তোমার এসব বিষয়ে লেখার দরকার কি? আরে ভাই এখন তো বড় হইছি নাকি? বড় হইছি কিন্তু মাথার উপর আসছে স্বামী, সে আরও এক ধাপ এগিয়ে, সে বলবে খবরদার এত লেখা লেখি কর না, যদি বলি কেন? সে কি বলে জানেন, মানুষ নাকি পাগল ভাববে। কই যাই বলেন? শত বাঁধা অতিক্রম করে আমি লিখব, আমি জাহানারা ইমাম হবো, এটা আসলে বলতে পারিনা, বেপরোয়া হওয়া আমার ধাঁতে নেই, তাছাড়া জাহানারা ইমামও সব পেরেছিলেন কারণ তার স্বামী পাশে ছিল, নইলে পারতেন কিনা সন্দেহ। তাই লাইকের আশায় না, নিজের জন্যই নিজের মতো করে লিখি।
২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: :!>
৩| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০২
নিবিড় বলেছেন: লিখেন লাইক দিব
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
নিষ্কর্মা বলেছেন: এসলাম জেনানাদের ঘরের বাইরে যেতে ও পর্দা ছাড়া কোন পুরুষদের সাথে মিশতে নিষেধ করে। সেই সূত্র ধরে বলা যায়, এইসব ব্লগ অপ্রত্যক্ষ ভাবে হলে জেনানাদের জোয়ান মর্দের স্পর্শের ভেতরে নিয়ে আসে। এইটা বিলকুল হারাম। এই জাতীয় কাজ কখনোই হালাল হতে পারে না!