![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মানুষ হিসেবে কি চাইলেই একজন আরেকজনকে বলতে পারি তোমাকে আর ভাল লাগছে না। সমাজ তো দেয়ই না, কিন্তু মনুষ্যত্ব কি আমাদেরকে এই অধিকার দেয়? আমি বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ে বলছি, যদি জাপান সম্পর্কে বলি তাহলে সম্ভব। এখানে ছেলে মেয়ে একসাথে থাকে, সকাল বেলা ঘুম থেকে উঠে নাকি একজন আরেকজনকে বলতে পারে, আজ থেকে আমরা আর একসাথে থাকবো না। এটা খুবই স্বাভাবিক তাদের জন্য যদিও শোনা কথা, কে জানে হয়ত এতোটা খারাপ না। আর একবার ভাবুন তো বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই বোন যখন বড় হয়ে যায় তখন কি ভাই বোনকে বলতে পারে যে তোকে আমার পছন্দ না, ছোট বেলায় যত মারামারি করি না কেন, বড় হলেই তো ব্যাপারটা বেমানান তাই না?
আর একবার ভাবুন তো আপনি যে বউকে প্রচন্দ ভালবাসছেন, যাকে ঘিরে সব স্বপ্ন, যার কোলে আপনার সন্তান, সেই বউ যদি সকাল বেলা ঘুম থেকে উঠে বলে আপনাকে আর ভাল লাগছে না, সে আর আপনার সাথে থাকতে পারছে না। তখন কেমন লাগবে। লোকটা যদি একটু সমাজ সংসারের থেকে আলাদা ধরনের হয়, ঠিক বোঝেনা কিভাবে বউ কে শায়েস্তা করতে হয়, উল্টা অস্থির হয়ে পড়ে তুমি গেলে আমি কিভাব থাকবো, তাছাড়া কেন যাবে, কোথায় যাবে, সেই বউটি আরো নির্মম কথা বলে যে আমি একজন কে ভালবাসি। তার সাথে ৪-৫ মাসের সম্পর্ক, তাকে বিয়ে করবে। জগত সংসারে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে কিন্তু এযে অসামাজিক, অমানবিক, শাস্তিযোগ্য অপরাধ। সেই পুরুষটি কিছুই ভাবতে পারছে না। আরো কত কষ্ট অপেক্ষা করে আছে তার জন্য সেই ভয়ে অস্থির হয়ে থাকে সারাক্ষণ। বউটি তার সন্তান নিয়ে চলে গেছে বেপরোয়া, অবাধ্য, অসভ্য, নিষ্ঠুরের মত।
©somewhere in net ltd.