নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইউসুফ

উদারত১২৪

ইউসুফ

উদারত১২৪ › বিস্তারিত পোস্টঃ

হযরত খালিদ বিন ওলীদ রাযি এর বিষপান এবং আল্লাহর কুদরতের ঘটনা

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৮

তৎকালীন আরবের শাম, বর্তমান দামেস্কের একটি দুর্গ ঘেরাওরত ছিলেন হযরত খালিদ বিন ওলীদ (রা.)। দুর্গবাসীরা অবরােধের দরুন অস্বস্তিবােধ করছিল। তাদের ইচ্ছা সন্ধি করার। সবে মিলে দুর্গপতিকে আপােষের প্রস্তাব দিয়ে হযরত খালিদ বিন ওলীদ (রা.)-এর নিকট পাঠালাে।


প্রতিপক্ষের সর্দার সন্ধিবার্তা নিয়ে বীরশ্রেষ্ঠ খালিদ (রা.)-এর সম্মুখে এসে দণ্ডায়মান। গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটি ছােট বােতল তার হাতে দেখে হযরত খালিদ বিন ওলীদ (রা.) বললেন, তােমার বােতলের মধ্যে কি? এবং কেন নিয়ে এসেছ?

উত্তরে দুর্গপতি বলল, এ বােতলে বিষ! এই চিন্তা করে নিয়ে এসেছি যে, যদি আপনার সাথে সন্ধির আলােচনায় সফল হই, তবে তাে ঠিক আছে আর প্রস্তাবে ব্যর্থ হয়ে সন্ধি করতে না পারলে পরাজিত মুখ নিয়ে স্বজাতির নিকট ফিরে যাব না; বরং এই বিষপানে আত্মহত্যা করার প্রতিজ্ঞা করেছি

দীনের দাওয়াত-ই সাহাবীগণের জীবনের প্রধানমিশন। হযরত খালিদ বিন ওলীদ (রা.) পরিস্থিতিটা তাবলীগের জন্য বেছে নিলেন। তিনি সর্দারকে উদ্দেশ্য করে বললেন, তােমার কি এই বিষের উপর এমনই আস্থা যে, পান করার সাথে সাথেই তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে? সর্দার উত্তর দিল, হা! এটা পানে মৃত্যু অবধারিত।

এর বিষক্রিয়া এমন ভীষণ মারাত্মক যে, চিকিৎসকদের মন্তব্য: অদ্যবধি কেউ এই বিষের স্বাদ নিরূপণ করে বলার সুযােগ পায়নি। কারণ, মুখে ফেলার সাথেই তার জীবন নাশ হয়ে গেছে। এ জন্যই আমার দঢ় বিশ্বাস, এটা ব্যবহারের সাথে সাথেই আমি মারা যাবাে অবশ্যই।

মর্দে মুজাহিদ হযরত খালিদ (রা.) দুর্গপতিকে বললেন, যে বিষের উপর তােমার এতটাই ভরসা সেই বােতলটা আমাকে একটু দাও। লােকটি শিশি ভর্তি বিষ তাঁর হাতে দিয়ে দিল। হযরত খালিদ (রা.) বিষের শিশি হাতে নিয়ে বললেন, এ সৃষ্টি জগতের কোন কিছুর নিজস্ব কোন শক্তি ও প্রভাব নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামীন হুকুম না করেন। আমি আল্লাহ পাকের নাম নিয়ে এবং এই দু’আটি পড়ে

بسم الله الذي لايضر مع اسمه شيئ في الأرض ولا في السماء وهو السميع العليم

‘আল্লাহর নামে যার নামে কোন কিছু ক্ষতি করতে পারে না। আসমানে ও যমীনে, তিনি সর্বশ্রোতা সব কিছু জানেন,

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ঐ দোয়াটা পড়ে, ৮ আউন্স এন্ড্রিন পান করবেন; আপনি বাংলাদেশী খালিদ বিন ওয়ালিদ হয়ে যাবেন।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৪

উদারত১২৪ বলেছেন: তার মানে আপনি বলতে চাছেন কি?


তাহলে এটা কি
https://www.youtube.com/watch?v=ucB_ovdB5tU

২| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৪

কামাল১৮ বলেছেন: আমাদের নবীর মৃত্যু হয় বিষ ক্রিয়ায় যা তাকে খাওয়ানো হয়েছিল খাইবার প্রান্তরে।হাদিসে তাই প্রমান।
গ্রন্থের নামঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ৩৪/ রক্তমূল্য
পরিচ্ছেদঃ ৬. কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে?
৪৫১৩। ইবনু কা‘ব ইবনু মালিক (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুরোগে আক্রান্ত ছিলেন তখন উম্মু মুবাশশির (রাঃ) তাঁকে বলেন, হে আল্লাহর রাসূল! আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন? আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই সেই বিষ মেশানো বকরীর গোশত ব্যতীত যা সে খায়বারে আপনার সঙ্গে খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমিও ঐ বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই। এ মুহূর্তে তা আমার প্রধান ধমনি কেটে দিচ্ছে।(1)
সনদ সহীহ।
(1). আবূ দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
ঐ বিষক্রিয়ায় ভুগেই আমাদের নবী শেষ পর্যন্ত মারা যান।সিরাতে তাই প্রমান

৩| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "তাহলে এটা কি, https://www.youtube.com/watch?v=ucB_ovdB5tU "

-সব ঠিক আছে, দরকার হলো, আপনি দোয়া টা পড়ে, ২/৩ আউন্স এনড্রিন খেয়ে নেন, চোখের সামনে বেহেশত দেখতে পাবেন।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: ইউটিউবে যা দেখবেন বিশ্বাস করবেন না।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩৬

নতুন বলেছেন: এই জামানায় এসে যদি বিশ্বাস করেন যে দোয়া পড়ে বিষ খেলে কিছু হয় না তবে আমার আর বলার কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.