![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.) নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা
২.) যারা নিজেদের নামাযে বিনয়াবনত হয়,
৩.) বাজে কাজ থেকে দূরে থাকে,
৪.) যাকাতের পথে সক্রিয় থাকে,
৫.) নিজেদের লজ্জা-স্থানের হেফাজত করে,
৬.) নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাঁদিদের ছাড়া, এদের কাছে (হেফাজত না করলে) তারা তিরস্কৃত হবে না,
৭.) তবে যারা এর বাইরে আরও কিছু চাইবে তারাই হবে সীমালংঘনকারী,
৮.) নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে
৯.) এবং নিজেদের নামায গুলো রক্ষণাবেক্ষণ করে,
১০.) তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদাউস, লাভ করবে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
ইউসুফ জাহিদ বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর উদ্যোগ । চালিয়ে যান ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
ইউসুফ জাহিদ বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
খাটাস বলেছেন: সুন্দর। এভাবে মাঝে মাঝে চালিয়ে যাবেন ভাই।