নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইউনুস খান

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।

ইউনুস খান › বিস্তারিত পোস্টঃ

যে কেলেংকারী প্রকাশের কারনে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলো সেই কেলেংকারীর জন্য বিচারপতি নাসিমের বিচার হওয়ার কথা

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

যে চুরি করছে সে আজ বহাল তবিয়তে আর যে চুরির ঘটনা প্রকাশ করে দিসে সে আজ জেলে!!



অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দৈনিক "আমার দেশ" পত্রিকার নন্দিত, সাহসী এবং সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানিয়েছেন, ‘তেজগাঁও থানায় দায়ের করা স্কাইপ কথোপকথন কেলেঙ্কারি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’



স্কাইপ কথোপকথন কেলেঙ্কারি সর্বপ্রথম প্রকাশ করেন বৃটিশ সাময়িকী দি ইকোনোমিস্ট। প্রথম আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালের ঐ সময়কার চেয়ারম্যান ( এ ক্যালেংকারী দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করেছেন) জনাব নিজামুল হক নাসিম আদালতে চলমান মামলার বিচার প্রক্রিয়া ও সম্ভাব্য রায় নিয়ে স্কাইপে মারফত আদালত বহির্ভূত প্রবাসী এক আইনজীবির সঙ্গে আলোচনা করেছিলেন।



বৃটিশ সাময়িকী দি ইকোনোমিস্ট সেই কেলেংকারী ঘটনা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দেয়। আর উদ্ধার করা স্কাইপে কথপোকথন ধারাবাহিকভাবে প্রকাশ করে আমার দেশ। সেই অপরাধে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।



স্কাইপে কেলেংকারী প্রকাশ হয়ে যাওয়ার পর বিচারকের শপথ ভাঙ্গার কারনে বিচারপতি জনাব নিজামুল হক নাসিমের পদচ্যুত হওয়ার কথা ছিলো। কিন্তু উনি বহাল তবিয়তে আছেন।

উল্টো সেই কেলেংকারী যুক্ত কথাবার্তা প্রকাশ করে দেওয়ায় মাহমুদুর রহমান আজ ১৩ দিনের রিমান্ডে!!



ধিক্‌! বাকশালী আচরণ!!

ধিক! বাকশালী সরকার!!

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

ইউনুস খান বলেছেন: বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পত্রিকাটির ছাপাখানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও থানার একটি যৌথ দল এ অভিযান চালায়।

সম্ভবত আগামীকাল থেকে আমার দেশ পত্রিকা আর বের হচ্ছেনা :(

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

ইউনুস খান বলেছেন: অবশেষে পত্রিকাটির ছাপাখানায় তালা দেওয়াতে আগামীকাল পত্রিকাটি আর বের হচ্ছেনা :( :(

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

নীলতিমি বলেছেন: BAL -এর আবার বিচার, ছাগলেও শুনলে হায়েনার মতো হাসবো ! /:) /:)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

ইউনুস খান বলেছেন: সেটাই। বাকশালের সমর্থকদের বিভিন্ন ব্লগে, কম্যুউনিটিতে যে ম্যাৎকার-শিৎকার করছে সেটাও হায়েনার ছোবলের চেয়ে কম নয়।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

দীপ্তপন বলেছেন: আজকের আমার দেশ পত্রিকায় সন্জীব চৌধুরী সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারন একটি কলাম পড়েছিলাম। একজন হিন্দু হয়ে তিনি এই কলামটির মাধ্যমে প্রতিটি ধর্মলম্বী নাগরিককে মিলেমিশে থাকার সুন্দর একটি পথ দেখিয়েছেন। এ ধরনের দিক নির্দেশনা মূলক লেখা বর্তমানে জাতির খুব বেশি প্রয়োজন ছিল। কিন্তু পত্রিকাটি বন্ধ হয়ে গেল।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

ইউনুস খান বলেছেন: এর আগেও এই বাকশাল সরকার ৪৭ দিনের জন্য আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছিলো।

আবারও একই কাজ করলো। ক্ষমা নাই বাকশালী আচরণের।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

আকাশ৮৬ বলেছেন: X( X(

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

ইউনুস খান বলেছেন: দুঃখজনক, লজ্জাজনক।

যে পত্রিকাটি সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো। যে পত্রিকাটি দেশের মানুষের কথা বলতো। সেই পত্রিকাটি দ্বিতীয়বারের মতো আবারো বন্ধ করে দেওয়া হলো।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

চাঁন মিঞা সরদার বলেছেন:
আওয়ামী বাকশালী হায়েনা সরকার তার পতনের শেষ প্রান্তে আছে মনে হচ্ছে। :| :| :|

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

ইউনুস খান বলেছেন: নিঃসন্দেহে পতন অনিবার্য।

বাকশালী শাসন বেশীদিন টিকতে পারেনা। এ দেশের সাধারণ জনগণ সেটা কখনো মেনে নিবেনা।

আপনারে ব্লগে বেশী দেখিনা :( কারন কি?

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

ফার্ুক পারভেজ বলেছেন: চোর বলবে আইনের কথা আর সৎসাহসী মানুস সত্য প্রকাশের অপরাধে কারাদন্ড পাবে এটাই কি আইনের শাসন?

মাহমুদুর রহমান হচ্ছেন মজলুমের পক্ষের, সত্যের পথে এক অকুতোভয় সৈনিক।
মিথ্যা আর অসত্যের বিরুদ্ধে যার রণকৌশল প্রতিপক্ষকে লন্ডভন্ড করে দেয়।

আর তাই অত্যাচারীরা এসব সৈনিককে চিরতরে স্তব্ধ করে দেওয়ার নোংরা প্রচেষ্টা সবসময় সব যুগেই চালিয়ে এসেছে,
কিন্তু ইতিহাস বলে সত্যই সমুন্নত রয়েছে শেষ পর্যন্ত।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

ইউনুস খান বলেছেন: কিন্তু ইতিহাস বলে সত্যই সমুন্নত রয়েছে শেষ পর্যন্ত।

এটাই আসল কথা। ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

আশফাক সুমন বলেছেন: যে চুরি করছে সে আজ বহাল তবিয়তে আর যে চুরির ঘটনা প্রকাশ করে দিসে সে আজ জেলে!!------ ঠিক

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ।

জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যান্ত লজ্জার, দুঃখের এবং কষ্টের।

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

আমি কবি নই বলেছেন: Click This Link
এটার জন্যই গ্রেফতার আর পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়েছে, বাকি সব আইওয়াশ, শিক্ষিত গাধাদের বুঝ দেয়ার জন্য.।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

ইউনুস খান বলেছেন: সেটাই ব্রাদার।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

নীল_সুপ্ত বলেছেন: আসুন একটা কুইজ কুইজ খেলা খেলি... নিয়ম হচ্ছে, আমি আপনাদের কয়েকটা ঘটনা বলবো, আপনারা আমাকে উত্তর গুলো বলবেন... মজার ব্যাপার হচ্ছে, সবগুলো ঘটনার উত্তর গুলো একই .........
তো হয়ে যাক...

১, একটি দেশে বিধির সম্পূর্ণ বাইরে গিয়ে আদালতের কার্যক্রম নিয়ে একজন বিচারপতি কথা বললেন প্রবাসী আরেকজনের সাথে। সেই কথোপকথন প্রকাশ করলেন এক সম্পাদক। কিন্তু এর ফলে সেই বিচারপতি স্ব-অপরাধ মৌন সম্মতি দিয়ে স্বীকার করে হাইকোর্টের বিচারপতি হিসেবে বহাল থেকে পুরষ্কৃত হলেন আর সেই সম্পাদক হলেন রাষ্ট্রদ্রোহী !

বলুন তো সেই দেশের নাম কি?
বলুন তো সেই দেশের শাসক দলের নাম কি?

২, একটি দেশে দূর্নীতির পাহাড় করলো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছেলে আর তার এক উপদেষ্টা, তা প্রকাশ করলেন একজন সম্পাদক। কিন্তু সেই দূর্নীতিবাজ ব্যক্তিরা দেশের হর্তা কর্তা হিসেবে বহাল থাকলেও বিধি বহির্ভূত ভাবে শাস্তি পেলেন সেই সম্পাদক।

বলুন তো সেই দেশের নাম কি?
বলুন তো সেই ক্ষমতাসীন দলের নাম কি?


৩, একটি দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান, সেই দেশে ইসলাম ধর্মকে নিয়ে জঘন্যভাবে হেয় করে, অপদস্থ করে তরুণ প্রজন্ম এর সামনে উপস্থাপন করলো একটি গোষ্ঠী, আর তাদের সেইসব দুষ্কৃতি প্রকাশ করলেন একজন সম্পাদক। সেই দুষ্কৃতিকারীরা টিভির টকশো করে ঘুড়ে বেড়াচ্ছে পুরষ্কারস্বরূপ আর ধর্ম অবমাননা মামলা হলো সেই সম্পাদকের বিরুদ্ধে।


বলুন তো সেই দেশের নাম কি?
বলুন তো সেই দেশের শাসক দলের নাম কি?



৪, একটি দেশে যখন সকল মিডিয়া টিপাইমুখ বাঁধ আর ট্রানজিটের উপকারি বন্দনার সঙ্গীতসন্ধ্যায় মগ্ন তখন কলম হাতে একজন সম্পাদক শক্ত হাতে একাই প্রতিবাদের ঝড় তোলেন। অথচ সেই মিডিয়া গুলো হয় সুশীল সমাজ আর সেই সম্পাদক হোন সাম্প্রদায়িক শক্তির হোতা।


বলুন তো সেই দেশের নাম কি?
বলুন তো সেই দেশের শাসক দলের নাম কি?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০

ইউনুস খান বলেছেন: সেই দেশ হলো আমার দুঃখিনী বাংলাদেশ।

আর সেই দেশের শাসক হলো বাকশাল আওয়ামীলীগ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

নষ্ট ছেলে বলেছেন: মাহমুদুর রহমানকে কেন গ্রেফতার করা হয়েছে এটা কম বেশি সবার কাছেই পরিস্কার।
হাসিনা কমুনিস্টদের কথা শুনতে থাকলে আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য এত ধর্ম বিদ্বেষী হতে আগে কখনো কাউকে দেখিনি। বাংলাদেশের কোন আলেমকেই তারা তোয়াক্কা করছে না। সবাইকে রাজাকার বলে গালি দিচ্ছে। আল্লামা শফির মত হুজুরকেও তারা ছাড় দিচ্ছে না। আল্লাহ বলে যে একজন আছে এটা কি তারা আসলে বিশ্বাস করে নাকি আমার সন্দেহ হচ্ছে!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

ইউনুস খান বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরাপুরি একমত।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

জামান2021 বলেছেন: সেই দেশ হলো আমার দুঃখিনী বাংলাদেশ।

আর সেই দেশের শাসক হলো বাকশাল আওয়ামীলীগ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক্‌! বাকশালী আচরণ!!
ধিক! বাকশালী সরকার!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.