নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই জাহিদ

ই জাহিদ › বিস্তারিত পোস্টঃ

গল্পটি........

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

এক তরুণ ব্যাংকার ট্রেনের এসি কামরায় ভ্রমন করছিলেন ৷ ভদ্রলোকের পাশের সিট খালি। আশে পাশেও কেউ নেই। ট্রেন মোটাুটি খালিই বলা চলে।
.
একটু পরে, একজন সুন্দরী মেয়ে উঠে ভদ্রলোকের পাশের সিটটাতে বসলেন ৷ ব্যাংকার বেশ খুশি হলেন এই ভেবে যে, যাক জার্নিটা বোধহয় বোরিং হবে না!
.
ভদ্রমহিলা ব্যাংকারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলেন । এতে ব্যাংকার ভদ্রলোকের মনের ভেতর খুশির জোয়ার বইতে শুরু করলো। মেয়েটি ব্যাংকার তরুনের আরও ঘনিষ্ট হয়ে বসলেন । তরুন আনন্দে আত্মহারা হয়ে কি করবেন আর কি না করবেন বুঝে ওঠার আগেই মেয়েটি ওই তরুনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন 'সঙ্গে যা আছে ঘড়ি, টাকা, পার্স সব বের করুন, নয়তো চিৎকার করে পুলিশ ডেকে বলব যে, আমাকে একলা পেয়ে, আপনি আমার সঙ্গে খারাপ ব্যাবহার করার চেষ্টা করছিলেন।'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৫

পদ্মপুকুর বলেছেন: সবই ভালো ছিলো, কিন্তু ব্যাংকার ক্যান??? এমনিতেই বহুত যন্ত্রণায় আছি B:-)

২| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২০

কিছু বলার বাকি বলেছেন: ব্যাংক থেকে বের হয়ে বাসায় যেতে এমনিই অনেক রাত হয়ে যায়, আবার এসব ভয় দেখান । জানেন না প্রচলিত আছে, রাতে বাইরে থাকে এক ড্রাংকার আর ব্যাংকার ।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

বারিধারা বলেছেন: খালি ট্রেনে এত সীট খালি থাকতে মেয়েটি ব্যাঙ্কারের কোলে এসে বসবে, আর বাকি যাত্রীরা মেয়েটির চিৎকারে দৌড়ে আসবে - পাবলিকরে এত মদন ভাবা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.