নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ কেন আমাকে হাসি থেকে কৌতুকে নিয়ে গেল......

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

ওরা বললো, কাদের মোল্লার যাবজ্জীবন আমরা মানি না, আমরা তার ফাঁসি চাই। আমি বললাম, তথাস্তু।



ওরা বললো, শুধু কাদের মোল্লা নয়, আমরা সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই, আমি বললাম, বেশ তো, আছি আমি।



ওরা বললো, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলেইচলবে না, জামায়াত-শিবিরকেনিষিদ্ধ করতে হবে। আমি বললাম, একমত।



ওরা বললো, শুধু জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই চলবে না, ধর্মভিত্তিক সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। আমি খানিকটা ভ্রু কুঁচকে মাথা নাড়ি।



ওরা বললো, শুধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই চলবে না, সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ তুলে দিতে হবে। আমার ভ্রু আরও কুঁচকে যায়।



ওরা বললো, যারা আমাদের দাবিকে সমর্থন করে না, তাদের মিডিয়া, ব্যাংক, হাসপাতাল, স্কুল-কলেজ বন্ধ করতে হবে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি।



ওরা বললো, শুধু ওগুলো বন্ধ করলেই হবে না, মাহমুদুর রহমান আমাদেরকে ফ্যাসিবাদী বলেছে, তাকে গ্রেফতার করতেহবে। আমার চোখে বিস্ময়ের মাত্রা বাড়তে থাকে।



ওরা বললো, শুধু মাহমুদুর রহমান নয়, যারা আমাদের দাবিকে সমর্থন করে না, তারা সবাই রাজাকার। এমনকি তারা মুক্তিযুদ্ধ করলেও রাজাকার। তাদের সবাইকে বর্জন করতে হবে। আমার চোখ থেকে এবার করুণা ঝরে পড়তে থাকে।



এই ঘটনাপ্রবাহের মধ্যেই ঘটতে থাকলো আরও বহুমাত্রিক সব ঘটনা। নাস্তিকতার খোলসে ওদের ইসলাম-বিরোধিতার ­বিষয়টি চউড়া হলো। সারা দেশের ইসলামপ্রেমিক মানুষেরা বিক্ষোভে ফেটে পড়লো। পুলিশের গুলিতে বিক্ষুব্ধ মানুষেরা প্রাণ হারালো। এই বিক্ষোভ ছড়িয়ে পড়লো সারা দেশে, গ্রাম-গ্রামান্তরে। আবারও পুলিশের গুলি, দেড় শ’ লোকের প্রাণহানি। ফলে আবারও প্রতিবাদ, সেই সাথে উচ্চারিত হলো প্রতিরোধের প্রত্যয়।



এবার ওরা বললো, আমরা অন্য দাবিগুলোর কথা ভুলে গেছি। আপাতত আমাদের দাবি একটাই, সেটা হলো যুদ্ধাপরাধীদের ফাঁসি।

আমার চোখে এবার কৌতুক খেলা করছে।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

আহলান বলেছেন: চ্রম হৈছে ...

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ....

২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

ক্লিকবাজ বলেছেন: ভালো লাগলো। প্লাস দিলাম।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ....

৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

আদম_ বলেছেন: ভালো লাগলো। প্লাস দিলাম।

৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

বেলাল আহমেদ রাসেল বলেছেন: আহলান বলেছেন: চ্রম হৈছে ...

৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

আশিকুর রহমান ১ বলেছেন: হাহাহা!! আবার নতুন করে বাংলা পরীক্ষা শুরু হইছে নাকি?? :D :D

৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

সাদাকালোরঙিন বলেছেন: বুঝলাম আপনি ধর্মভিত্তিক রাজনীতি চান।

মাহমুদুর রহমানের ফটোশপে এডিট করা (কাবা শরীফের গিলাফ কে এডিট করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবী বানানো ) টাইপ উস্কানীমূলক হলুদ সাংবাদিকতা চান।

পুরো শাহবাগের সাথে সংশ্লিষ্ট সবাইকে নাস্তিক বলতে চান ( শাহবাগে নাস্তিকতা বা ইসলাম বিরোধী কি প্রচারনা হয়েছে যদি বলতেন দয়া করে)

চাঁদে সাঈদীর দর্শন টাইপের গুজব দিয়ে নিরীহ লোকদের দ্বারা পুলিশের উপর আক্রমনও চান
.




আবার ভাব ধরেছেন যুদ্ধাপরাধীর বিচারও চান ....... এবার আপনার কথায় আমার কৌতুক বোধ হলো :)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

জহির উদদীন বলেছেন: আমি ধর্মভিত্তিক রাজনীতি চাই কিন্তু ধর্মান্ধতা চাই না । আর যে ৩টি বিষয় আপনি উল্লেখ্য করেছে আমি তা কোন ভাবেই সমর্থন করি না....।

৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ২+

৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

বাধা মানিনা বলেছেন: দ্বি-মুখী শাপ আপনি একটা। মানুষের সবচাইতে বড় শত্রু......তা সে আস্তিক হউক আর নাস্তিক হউক, সাদা হউক আর কালো হউক....

৯| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

চাচাচৌধুরী বলেছেন: ওরা বললো, শুধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই চলবে না, সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ তুলে দিতে হবে। আমার ভ্রু আরও কুঁচকে যায়।

এইডা কবে কইছে আর কেডা কইছে, প্রমান দে

ল্যাজ্ঞা ইজ আ ভেরী ডিফিকাল্ট থিং টু হাইড । কাঠাল পাতা ইজ আ ভেষ্ট থিং

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

জহির উদদীন বলেছেন: গণজাগরণ মঞ্চের ফ্যানরা কি ঘুমায় নাকি......এই ভোগাস মঞ্চ না গিয়া কাঠাল পাতা খাওয়া অনেক উত্তম......

১০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

বাধা মানিনা বলেছেন: চাচা চৌধুরীরে সাধুবাদ......

১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ওরা বললো, শুধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই চলবে না, সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ তুলে দিতে হবে। আমার ভ্রু আরও কুঁচকে যায়।

ওরা বললো, যারা আমাদের দাবিকে সমর্থন করে না, তাদের মিডিয়া, ব্যাংক, হাসপাতাল, স্কুল-কলেজ বন্ধ করতে হবে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি


স্বপ্নে আইসা মেশিনম্যান বইলা গেসে এইসব?
স্পষ্ট কইরা কইসে জামাতশিবিরের ফান্ডিং বন্ধ করতে বিরোধীতাকারীদের না।
আগানে বাগানে চাপা মাইরা আর মাহ্মুদুরুর চুদুরবুদুরের ছবিএডিটের মত কথা এডিট কইরা কত দিন?

১২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ওরা বললো, শুধু জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই চলবে না, ধর্মভিত্তিক সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে।

সরকার বললো, জামায়াত-শিবির ছাড়া ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না।

ওরা কিছু বললো না সরকারী বিরিয়ানী খাইতেই থাকলো।

১৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

নষ্ট শয়তান বলেছেন: এটা ছিল একেবারে প্রথম দিকের ৭ দফা দাবী। যদিও তেনাদের দাবী দাওয়ার কোন শেষ নাই দফার ও রফা নাই-

১। দ্রুততম সময়ের মধ্যে মিরপুরের জল্লাদ খ্যাত কশাই কাদেরের ফাঁসির লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিতে হবে।

২। যে আইনের ভিত্তিতে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত প্রয়োজনে সেই আইনকে ন্যুনতম সময়ের মধ্যে সংশোধন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তার জন্য এই মুহুর্তেই সংশোধনী এনে কাদের মোল্লার রায় পুনপর্যালোচনা করতে হবে। এই বিচারকার্যের সাথে সংশ্লিষ্ট পরীক্ষিত, বিশেষজ্ঞ আইনজ্ঞ এবং শহীদ পরিবারদের অঙশগ্রহণে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।

৩। ট্রাইবুনালকে একটি স্থায়ী রুপ দিতে হবে এবং সারাদেশে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বিচারের আওতায় আনতে হবে। একাত্তরে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের সকল ঘটনা নথিবদ্ধকরণের লক্ষ্যে সত্যানুসন্ধান কমিটি গঠন করতে হবে।

৪। অবিলম্বে সংবিধান সংশোধন করে অনুচ্ছেদ ৪৯ এ একটি নতুন উপধারা যুক্ত করতে হবে, যেন যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দন্ডিত ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষনার ক্ষমতা বাতিল করতে হবে।

৫। মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী দল এবং ব্যক্তিদের বাংলাদেশে রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করতে হবে।

৬। জামাত নিয়ন্ত্রিত সকল আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের অভিযোগ তদন্তের জন্যে সেই প্রতিষ্ঠানগুলোতে সরকারী প্রশাসক নিয়োগ দিতে হবে। এবং অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে।

৭। যুদ্ধাপরাধের বিচারে পাকিস্তানকে অর্ন্তভুক্ত করার জন্যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ট্রাইবুনালের অধীনে আনতে হবে।

সর্বশেষ দাবী সমস্ত বিএনপি রাজাকার ঘোষনা করা

১৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

রওনক বলেছেন: বাংলাদেশে ধ্রমের রাজনিতির সবার উপরে আমিলিগ, ইলেকশন এলেই তারা গিলাফ ও তসবি হাতে নেয়। +

১৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

রওনক বলেছেন: চাচাচৌধুরী আমার জন্ম পরিচয় জানতে চেয়েছিলো, আমি বলেছিলাম:
আমার জন্ম পরিচয় জান তো আমার দ্বায়ীত্ব না। আমার দ্বায়িত্ব আমার সন্তানের জন্ম পরিচয় জানা। তা আমি জানি। আর আমার বাবা এবং মাও আমার জন্ম পরিচয় জানতেন।
তা আপনার মা আপনার বাবার পরিচয় জানে তো? মনেতো হয় পাকিস্তান বাহিনির পয়দা।
Click This Link

১৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিপোক্রেট সবগুলা!!!


সরকারের আচল তলে বইসা, সরকারের রেব পুলীশের নিরাপত্তায় বইসা টিশার্টে বিপ্লব লেইখা বইসা থাকলেই বিপ্লব হইয়া যায়?????


গণ মানুষের স্বপ্ন বিচ্ছিন্ন দলিয় এজেন্ডা বাস্তবায়নে সকলেই একমত নয় বলেই আজ শাহবাগ নিয়ে এত প্রশ্ন!

অনলাইন এক্টিভিস্টরা যে দাবী তুলেছে তাতে নতুনত্ব কোথায়? বা মূল দাবীকে পাশ কাটানো হচ্ছে কেন?

বিচারতো শুরু হয়েছে। ট্রাইবুণাল হয়েছে। রায় হয়ৈছে। রায়ে আওয়ামীলীগের আপোষকামীতা দেখৈই না ক্ষেপল সকলে!!!

এই আপোষের বিরুদ্ধেই তো জেগে উঠা। আওয়ামীলীগ যেন জামাতের সাথে কোন আতা করে বিচারকে প্রহসনে পরিণত না করতে পারে....তা নিয়েই জাগরন!!!
অথচ তা আর উচ্চারিত হচ্ছে না!!!

উল্টো আওয়ামী ৪ বছরের ব্যর্থতা আর বিরোধীদলকে কোনঠাসা করার জন্য এই জোয়ারকে বইয়ে দেয়া হলো ভিন্ন খাতে।
গণজাগরনমঞ্চ দখল করলো বাম, রা, আওয়ামী নেতারা!

স্তিমিত আন্দোলনকে জমাতে রাজীবকে কে বা কারা খুন করলো।

আর অপরাধ সূত্রের ধারামতে- বেনিফিসিয়ারীরাই টার্গেটে থাকে। রাজীভ হ্ত্যার পূণ বেনিফিটটা নিল আওয়ামীলীগ।
কিন্তু বুমেরাং হয়ে গেল তার ব্যক্তিগত বিশ্বাস।

আর তার সুবিধা নিল অন্যরা। ঢালাও নাস্তিকতার ফ্রেমে সরলীকরণ করে ধর্মীয় আবেগে গেমের এক পাট জিতে নিল!

এমন তো কথা ছিল না। চলমান বিচার প্রক্রিয়া এবং আদালত ও আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে শুধূ এলার্মিং পার্ট নিয়েই দায়িত্ব শেষ হত মঞ্চের। অথচ আওয়ামী কুটচালে এটাকে কচলাতে কচলাতে- সংসদে দাড়িয়ে সমর্থন দিয়ে যে মূলত আদালতকে অপমান করলো সে হুশ ও হারিয়ে ফেলল!

কথায় কথায় স্বপ্রণোদিত রুল জারির আদালতও আজ স্পিকটি নট কেন?

বলে এক জটিল আত্মঘাতি আবর্তে হাবুডুবু খাচ্ছে আওয়ামীলীগ. গণজারন মঞ্চ। বেশী কচলাইলে লেবু তিতার সত্য ভূলে বিরোধী দলকে ফাসানোর এবং নিজেদের অসীম দূর্নিতি আর পাপকে ঢাকতে গিয়ে নতুন প্রজন্মকে ব্যভহার করতে গিয়ে আজ দুধারী মাইনকা চিপায় আটকে দেশটাকে আটকে দিয়েছে একই দায়দায়।

নো পয়েন্ট অব রিটার্ণে এখন কোন একপক্ষের বিনাশের আহবান জোরেশোরেই করছে তারা। ওপের ছ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিএনপি যদি ধৈর্য না ধরত তবে সিরিয়া, লিবিয়া বা অন্য আত্মঘাতি দেশের শীর্ষে থাকত আমাদের দেশের নাম্

এই অবস্থার অবসান হোক।

শান্তি আসুক দেশে- জনক্যলানে।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

জহির উদদীন বলেছেন: জটিল ভাবে সমর্থ জানাচ্ছি......ধন্যবাদ

১৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

চাচাচৌধুরী বলেছেন: @ রওনক আবালের মত কাইন্দা কাইটা লোক জনের কাছে বিচার না দিয়া নিজের পরিচয় খুইজা বাইরা কর কামে লাগবো। কে পাকি বীর্যে পয়দা আর কে মানুষের বাচ্চা ওইডা তো লেহা দেখলেই টের পাওয়া যায়।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

জহির উদদীন বলেছেন: চাচা আপনার হিসেবে বুঝলাম কেউ শাহবাগ সমর্থন না করলেই রাজাকার বা পাকি বীর্যে পয়দা....যা খুবই নিম্ন রুচি ও অসুস্থ মানুষিকতার পরিচয়.....দয়া করে নিজেকে পরিবর্তন করবেন....

১৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

চাচাচৌধুরী বলেছেন: আমি এখন পর্যন্ত বলি নাই কেউ শাহাবাগ সমর্থন না করলেই রাজাকার । কিন্তু কেউ যদি রাজাকার এর পক্ষ নিয়া কথা বলে তাহলে তো সেই রাজাকার নাকি তারে মুক্তিযোদ্ধা কমু।

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

আমরা বুঝি... বলেছেন: সমর্থন জানাচ্ছি । আর এই লেখার বিপক্ষে বেশী কথা বইলা লাভ নাই । কারন এর প্রমান তো দেখতেই পাইতেসি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.