নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
সবাইকে শুভ নববর্ষ....
সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ পাক এবং এক আল্লাহ পাক হইতে আমাদের সকল রহমত, বরকত, দয়া এবং মঙ্গল আসে, আমরা মুসলিমরা তাই কামনাও করি। এক আল্লাহ বিশ্বাসীরা কোন অবস্থাতেই এটা আশা করি না অন্য কোন সৃস্টিকর্তা আমাদের মঙ্গল করতে পারে বা সম্ভব।
সুতরাং এই বাঘ, ভালুক, হাতি মুর্তি নিয়ে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা শিরকী গুনাহ ছাড়া আর কিছুই নয়। যদিও যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতেও বধির, মুখ থাকতেও বোবা তাদের কথা ভিন্ন।
মুসলিম ভাই-বোনদের প্রতি অনুরোধ এই প্রকার শিরকী গুনাহ থেকে নিজেকে ও পরিবারকে বিরত রাখবেন।
মহান আল্লাহ পাক আমাদের সঠিক ভাবে ইসলাম বুঝার তৌফিক দান করুন, এবং সকল প্রকার শিরকী গুনাহ থেকে হেফাজত করুন, আমীন।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
জহির উদদীন বলেছেন: মহান আল্লাহ পাক আমাদের সঠিক ভাবে কুরআন ও ইসলাম বুঝার তৌফিক দান করুন, আমীন।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
১১স্টার বলেছেন: মহান আল্লাহ পাক আমাদের সঠিক ভাবে ইসলাম বুঝার তৌফিক দান করুন
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
জহির উদদীন বলেছেন: আমীন.....
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: যারা এখন এই মঙ্গল শোভাযাত্রায় আছেন তারা কি আর মুসলমান আছেন??
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
জহির উদদীন বলেছেন: এক আল্লাহ'র প্রতি সর্ব ক্ষেত্রে পূর্ণ বিশ্বাস স্থাপন করা মুসলমানদের ঈমানের অন্যতম অংশ বা শর্ত.....আশা করি উত্তরটি পেয়েছে।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ তো আফগানিস্তান না ভাই..........
লোকজ সংস্কৃতি পালনে কেন বাধার সৃস্টি করছেন ধর্মের দোহাই দিয়ে...... আপনার ভালো না লাগলে, আপনি উদযাপন করবেন না... নাকি প্রগতিশীলদের কে ভয় পান.........
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
জহির উদদীন বলেছেন: ইসলাম শুধু আফগানিস্তান প্রচারিত নয় বরং সারা বিশ্বে.....কথায় কথায় আফগানিস্তান তুলনা দিয়ে নিজেকে জ্ঞানপাপীদের সাথে সমকক্ষ করবেন না।
প্রগতিশীলদের তথাকথিত শক্তির চেয়ে আমার ঈমানী শক্তি অনেক বেশী....আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন কি করে একজন প্রগতিশীলদের সাথে শিরকী গুনাহ মতো বিষয়টি তুলনা করলেন। প্রগতিশীলরা জ্ঞানপাপী এবং জ্ঞানের অহমিকায় মত্ত....মনে রাখবেন আল্লাহ মহাজ্ঞানী এবং সকল কিছুর খবর রাখেন......
Click This Link
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
আমিনুর রহমান বলেছেন:
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: যারা এখন এই মঙ্গল শোভাযাত্রায় আছেন তারা কি আর মুসলমান আছেন??
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
জহির উদদীন বলেছেন: উত্তরটি দেওয়া হয়েছে.....
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: প্রশ্ন করলাম এমসিকিউ টাইপের আর উত্তর দিলেন কি?? হ্যাঁ কিংবা না বলুন..
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
জহির উদদীন বলেছেন: আমি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না....
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
টিভি পাগলা বলেছেন: সহীহ ইসলামী শোভাযাত্রা দেখুন
এতে ইসলামের চিহ্ণ কই দেখান
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
জহির উদদীন বলেছেন: দু্খিত এগুলি শিয়া মুসলিমদের কাজ যা সুন্নি বা মুলধরার ইসলামের সাথে সংগতি পূর্ণ নয়.....শিয়ারা প্রাশ্চিত্ত মানুষিকতা থেকে এগুলি করে......
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
কলাবাগান১ বলেছেন: টিভি খুলে পাবনাতে জেমসের কনসার্ট দেখুন..... জনসমুদ্র দেখে আপনার কষ্ট হবে.......।এই সব লোক কি শিরক করছে?????
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
জহির উদদীন বলেছেন: ইসলামে গান বাজনা হারাম.....কোন জ্ঞানে যে আপনি জ্ঞানপাপী.. আপনার জন্য আমার দূঃখ ব্যাতীত আর কিছুই করার নাই.......
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
আহলান বলেছেন: মঙ্গল শোভাযাত্রার শানে নযুল কি এবং এটা কোন বিশ্বাসে করা হয় জানা দরকার। একটা কার্যক্রম এমনি এমনি হয় না। কেন এসব ভুত পেচা নিয়ে মিছিল করতে হবে? এরা কি আদৌ কোন মঙ্গল বয়ে আনে? আর যদি কেই বিশ্বাস করে যে এই শোভা যাত্রা মঙ্গল বয়ে আনবে, সে কি মুসলমান থাকবে? আমার তো ধারণা শিক্ষিত কোন হিন্দুও এটা বিশ্বাস করে না ...... আজাইরা ....
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
জহির উদদীন বলেছেন: কেন এসব ভুত পেচা নিয়ে মিছিল করতে হবে?
পৃথিবীতে এমন একসময় ছিল মানুষ আগুন,সূর্য, ভুত, পেচাকে তাদএর দেবতা মানত এবং এদের কাছেই মঙ্গল চাইতো আর আজ এগুলি বন্ধের কথা বললেই জ্ঞানপাপী প্রগতিশীলরা বলে এগুলি মধ্যযুগীয় ধারণা।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
টিভি পাগলা বলেছেন: আরেকটা দেখুন ইসলামী শোভাযাত্রা।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
আমি শুধুই পাঠক বলেছেন: জনাব, আপকা জাগা হ্যায় ফাকিস্তান। উধার যাও।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
জহির উদদীন বলেছেন: তার মানে কি ইসলাম বাংলাদেশে থাকবে না.....ইসলাম পাকিস্তানে সম্পত্তি......হায় বোকা মানব
ইসলাম সারা বিশ্বে মহিয়ান কেউ দাবিয়ে রাখতে পারবে না....
ইসলামের জয় একদিন হবেই হবে।
জ্ঞানপাপী জ্ঞানের অহমিকায় মত্ত....তখন পালানো পথ খুঁজে পাবে না, মনে রাখবেন আল্লাহ মহাজ্ঞানী এবং সকল কিছুর খবর রাখেন.....
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
আহসান হাবিব হীমূ বলেছেন: আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
জহির উদদীন বলেছেন: আমার উত্তরোত্তর সাফল্য কামনা জন্য আপনাকে ধন্যবাদ।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
দিশার বলেছেন: বুজলাম, এখন বলেন সরিয়াহ আইন অনুযায়ী এই লক্ষ লক্ষ মানুষের শাস্তি কি হওয়া উচিত।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
জহির উদদীন বলেছেন: কাকে কি শাস্তি প্রদান বা ক্ষমা প্রদান করবে সেটা নির্ধারণের মালিক মহান আল্লাহ পাক......
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
টিভি পাগলা বলেছেন: শিয়ারা যখন তাজিয়া মিছিল বের করে, তখন আপনার অনুভূতি, শিরকী কই যায়?
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
জহির উদদীন বলেছেন: অবশ্যই সেটাও শিরকী গুনাহ......
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
দিশার বলেছেন: শাস্তির মালিক আল্লাহ হইলে দুনিয়াতে শাস্তির বিধান রাখার দরকার কি? হেপাজত কি চুল ফালাইতে মাঠে নামসে?
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
জহির উদদীন বলেছেন: আপনার কথার যুক্তি ধরেই বলছি, দুনিয়ার শাসন ব্যবস্থা ও মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক রাসুল(সঃ) এর উপর ১৪০০ বছর পূর্বে পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন যা আজও একটি পূর্ণাংগ শাসন ও জীবন বিধান বলে স্বীকৃত কিন্তু আপনি শিরকী গুনাহ বা ইসলামের অন্য বিধান যেমন নামাজ,রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি পালন না করলে তার শাস্তি কোন মানুষ দিতে পারে না তবে পরিবারে পিতা মাতা বা অভিবাবকরাই শুধুমাত্র শাসন করতে পারে আর আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তি অন্যদিকে যখন প্রকাশ্যে নাস্তিক বা অমুসলিম দ্বারা আল্লাহ,রাসূল কুরআনকে অবমাননা করা হয় তখন একজন মুসলমানে ঈমানী দায়িত্ব হলো এর প্রতিবাদ করা এবং বন্ধ করা......
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
অগ্নি সারথি বলেছেন: হ্যাঁ ভাই। আমি এই শিরকী গুনা বারে বারে করে যাব। চোখে জ্বালা ধইরা গেলে চোখ,পটু আর মুখ বন্ধ কইরা ফাকিস্তান যা।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
জহির উদদীন বলেছেন: আপনার গুনাহ আপনার কাছে আমি বাধা দেওয়ার কে....?
আমি পৃথিবীর যেখানেই যাই না কেন আমার আল্লাহ পাক আমার সাথেই থাকবেন......আপনার ভাষাগুলি আরো সংযত করে, যুক্তি দেখিয়ে একজন ভাল মানের ব্লগার হউন.....ধন্যবাদ
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
অগ্নি সারথি বলেছেন: অখন আবার জিগাইস না যে কেন পটু বন্ধ করতে কইছি।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
জহির উদদীন বলেছেন: আপনারটাও বন্ধ হয়ে গেলে কি আমকে জিগ্গাসা করবেন.....?
যার যার সমস্যা তার তার.....
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
মামুন হতভাগা বলেছেন:
সব কিছুতেই আপনারা ইসলাম টানেন ক্যান?যারা নববর্ষে শোভাযাত্রায় যায়,তারা কি সবাই ইসলাম বিরোধী?আমাদের বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে নববর্ষ পালন করা হয়।ধর্ম টেনে আমাদের দেশের লোকজ সংস্কৃতি বন্ধ করার কথা কেন আসছে?ইসলাম ধর্ম আমার বিশ্বাস,নববর্ষ আমার দেশের ঐতিহ্য।কেন দুই বিষয়টাকে মুখোমুখি করছেন?আপনাদের মত মানুষই রমনা বটমূলে বোমা হামলা করে নিরীহ মানুষ হত্যা করেছিল।ইসলামে বোমা হামলা করে মানুষ হত্যার অনুমোদন আপনাদের কে দিয়েছে?
আপনার পোস্ট রিপোর্টেড।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
জহির উদদীন বলেছেন: আমি কোথাও বলিনি যে তারা ইসলাম বিরোধী আমি শুধু বলেছি যে সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ পাক এবং এক আল্লাহ পাক হইতে আমাদের সকল রহমত, বরকত, দয়া এবং মঙ্গল আসে, আমরা মুসলিমরা তাই কামনাও করি। এক আল্লাহ বিশ্বাসীরা কোন অবস্থাতেই এটা আশা করি না অন্য কোন সৃস্টিকর্তা আমাদের মঙ্গল করতে পারে বা সম্ভব।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
জহির উদদীন বলেছেন: বছরের ৩৬৪ দিন হিন্দি সিরিয়াল/মুভি দেখে, হিন্দিতে বা বাংলিশে কথা বলে, স্কাট,জিন্স পোরে, বার্গার পেস্ট্রি আর চাইনিজ খেয়ে বাকি ১ দিন পাঞ্জাবি পায়জামা আর শাড়ী চুড়ি পোরে পান্তা ইলিশ খেয়ে,ইসলামিক কৃষ্টি সংস্কৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিধর্মীদের মত নেচে গেয়ে বাঙালি হওয়ার ভন্ডামি করা মুসলিম ও বাংলাদেশী জাতিকে অপমান করা ছাড়া আর কিছুনা ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
জহির উদদীন বলেছেন: সব কিছুতেই আপনারা ইসলাম টানেন ক্যান?
আরে ভাই মানব জীবনে প্রতিটি ক্ষেত্রেইতো ইসলাম আছে এবং নিয়ন্ত্রিত কিন্তু আমরা এটা মানি না মানতে চাই না কিংবা যতটুকু নিজের সুবিধা হয় ততটুকু মানি তবে এই ইসলাম যদি সমাজ ও রাস্ট্রের সকল জায়গায় সঠিক ভাবে পালন করা হতো তাহলে মদ খাওয়া, জুয়া,ব্যভীচার, ঘুষ খাওয়া, নারী নির্যাতন, হত্যা, অন্যায় অত্যাচার থাকতো না। দেখেননি ১৪০০ বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) কিভাবে সমাজ ও রাস্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করে এই অন্যায় গুলি দুর করেছিলেন।
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
ধীবর বলেছেন: মঙ্গল শোভা যাত্রা কবে থেকে শুরু হলো, এই পোস্টের বিরোধীতাকারিদের কাছে জানতে চাচ্ছি। কোন রকম ত্যানা প্যাচানোটা ব্যার্থতা হিসাবেই গণ্য করা হবে।
আর কথায় কথায় মুসলমানদের পাকিস্থানের পাঠানোর কথা বলাদের বলছি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাকিস্থানে পাঠানোর ঠিকা কে দিয়েছে আপনাদের? নাকি পাকিস্থান আপনাদের পেয়ারা কোন দেশ? যে আপনারা বললেই কাজ হয়ে যাবে?
সম্রাট আকবর কোন কালের বাঙালি ছিল যে, তারই প্রবর্তিত বৈশাখ উৎযাপন বাঙ্গালির সংস্কৃতি হয়ে গেলো? ইতিহাস জেনে কথা বলা ভালো।
তবে এটা সত্য যে, আমাদের জাতিয় জীবনে উৎসবের দিনগুলি অপেক্ষাকৃত কম বলে, এই ধরণের কোন অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম ঘটে থাকে। তাই বলে মঙ্গল শোভাযাত্রার মত একটি বিশেষ ধর্মের আচারকে একই ভাবে পালন করাটা ইসলাম ধর্মানুলম্বিদের জন্য ঠিক নয়।
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
জহির উদদীন বলেছেন: আপনাকে ধন্যবাদ.....
২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সহমত @ ধীবর ভাই
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....
২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
ধূসর সপ্ন বলেছেন: যারা মঙ্গল শোভা যাত্রায় যায় তারা কি ঐ হাতি -ঘোড়া , বাঘ-ভাল্লুক কে ইশ্বর ভেবে যায় নাকি বাঙালির হাজার বছরের পরানো ঐতিহ্যকে তুলেধরার জন্য সমবেত হয় ? আপনি আগে নিশ্চিত হউন যে কারা করা ঐগুলোকে ইশ্বর ভাবে তার পর তাদের কে শিরকী পাপে পাপিষ্ঠ বানান । গণহারে সবাইকে আপনার শিরকী ভাবার বা বানোর অধিকার দেয়া হই নাই । অবশ্য আপনি যদি নব্য ফতোয়াবাজদের একজন হয়ে থাকেন তাহলে বলতে পারেন ! আর শিরক কি সেটাও সবাইকে বিস্তারিত দয়াকরে বুঝিয়ে দিবেন কেমন?
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
জহির উদদীন বলেছেন: যারা মঙ্গল শোভা যাত্রায় যায় তারা কেউ ভেবে যায় না যে হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক তাদের ঈশ্বর তবে মুসলিমদের ক্ষেত্রে এই নাজেনে যাওয়ার কারণেই যেটা ঘটে সেটা হলো শিরকী গুনাহ কারণ এক আল্লাহ ব্যতীত অন্য কোন অবয়ব, মূর্তি বানানো বা সমর্থন করা নিষেধ।
যদি হাতি -ঘোড়া, বাঘ-ভাল্লুকই আপানার মঙ্গল এনে দিবে অশুভ শক্তি দুর করবে তাহলে এক আল্লাহ কি জন্য আছেন, এক আল্লাহ কি কুরআন বা তার রাসূলের সুন্নতের কোথাও এধরনের কথা বলেছেন, না বলেননি।
পবিত্র কুরআনে স্পট ভাবে নিষেধ আছে কোন কিছুর বা প্রাণীর অবয়ব, মূর্তি বানানো।
শিরকী গুনাহ বিষটি শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য।
আমি কে গণহারে শিরককারী নির্ধারণের, আমিতো শুধুমাত্র কুরআন বা তার রাসূলের সুন্নতের মোতাবেক শিরকী গুনাহর ব্যাখ্যা দিয়েছি আর আমিতো কাউকে আটকে রাখিনি আমি শুধুমাত্র বাংগালী মুসলিমদের ধর্মীয়ভাবে সচেতন করেছি।
আমি কোন ফতোয়াবাজ নই সেই যোগ্যতাও আমার নাই তবে আল্লাহ পাক এতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন শিরকী গুনাহ কি তা বুঝাবার জন্য।
কিয়ামতের দিন আল্লাহপাক সকলকে একটি প্রশ্ন করবেন "পৃথিবীতে তোমার জ্ঞান তুমি কি কাজে লাগিয়েছো" এর সঠিক উত্তর দেওয়া ব্যতীত আপনার পা এক চুলও নড়বে না।
আল্লাহ পাক আপনাকে সঠিক ভাবে ইসলাম বুঝার তৌফিক ও হেদায়াতে দান করুন। আমীন।
২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
েশখসাদী বলেছেন: আম জনতা না বুঝেই যায় -- তারাই হলো প্রকৃত পাপী যারা এগুলোর আয়োজন করে । আপনার কর্তব্য আপনি করছেন - এজন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ।
এই শোভাযাত্রার নামেই তো শিরক - মঙ্গল শোভাযাত্রা । আর প্রতিটি পত্রিকার এর খবরে বলা হচ্ছে - এই সরীসৃপ নাকি সকল অমঙ্গল দূর করবে । এটা কোন কথা হলো । এই ৯০% মুসলিম দেশে মিডিয়া যা শূরু করছে - তা আর বলার না ।
নববর্ষ উদযাপন করো - কিন্তু কেন শেরেকী কাজ করতে হবে । এই ভাবেই সূক্ষ্রভাবে শয়তান ঈমান নষ্ট করে ।
কিছু বললেই পাকিস্তান - ইসলাম যেন খালি পাকিস্তানে আছে । এরা তো সব ভারতেরই অনুকরণ করছে - ভারতের চামচামি করছে ।
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭
জহির উদদীন বলেছেন: সুন্দরভাবে সত্য কথাগুলি বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ পাক এবং এক আল্লাহ পাক হইতে আমাদের সকল রহমত, বরকত, দয়া এবং মঙ্গল আসে, আমরা মুসলিমরা তাই কামনাও করি। এক আল্লাহ বিশ্বাসীরা কোন অবস্থাতেই এটা আশা করি না অন্য কোন সৃস্টিকর্তা আমাদের মঙ্গল করতে পারে বা সম্ভব।
আল্লাহ পাক আমাদের সঠিক ভাবে ইসলাম বুঝার তৌফিক ও হেদায়াতে দান করুন। আমীন।
২৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
শাহীন ভূইঁয়া বলেছেন: তাহলে রগ কাটা, আগুনে পুড়েয়ে মারা, মসজিদ থেকে ভুল মিথ্যা ঘোষনা দেয়া, চাদে সাইদীকে দেখতে পাওয়া ......এগুলোয় কোন গুনাহ নেই?আপনি হয়তো বলতে পারেন আল্লার নামে সবকিছু করে মোনাজাত করলে সব মাফ হয়ে যাবে .......নীতি কথা বাদ দেন , মঙ্গল মানে শান্তি........এখানে খারাপ কিছুই নেই । আজ যত লোকদেখলেন সারা দেশজুড়ে এরা সবাই আপনাদের বিপক্ষে । একটা লোক তিনটা সিম ব্যবহার করে কম করে হলেও ......তো যাহা হেফাজতী, তাহা জামাত শিবিরি, তাহা বিএনপি এতে আমরা ভীত নই ............আপনারা দোহাই আমাদের খোদার ভয় দেখাবেন না .....আমরা আপনাদের ভায় পাই
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
জহির উদদীন বলেছেন: আরে মহা সমস্যা দেখছি...আপনিতো আমার পোষ্টে রাজনীতিকরণ করে ফেললেন.....এতো চিৎকারের চেঁচামেচির কি আছে....যুক্তি দিয়ে কথা বলুন। ইদানিং আপনাদের মতো কিছু মানুষের একটা রোগ ধরা পড়েছে সেটা হলো জামায়াতি ইসলামী রোগ, কেউ ইসলামকে নিয়ে কথা বললেই বলেন এটা জামায়াত-শিবির......অবাক হই আপনাদের জ্ঞানের পরিধি দেখে, জামায়াত-শিবিরের চশমা দিয়ে আপনারা ইসলামকে দেখেন আরে ইসলাম জামায়তের সম্পত্তি নাকি....?
ইসলাম মহান আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম, আমি শুধু বলেছি শিরকী গুনাহ নিয়ে কথা।
মঙ্গল শোভাযাত্রার কোটি কোটি লোক আমার মতের বিপক্ষে যাক তাতে আমার বিন্দু মাত্র চিন্তা নাই আমার পক্ষে আছেন আমার আল্লাহ পাক।
কেউ ধর্মীয় সচেতনতা কথা বললে কি খোদার ভয় দেখানো হয়....?
ভাই দয়া করে একটু জ্ঞানের চর্চা করুন।
আল্লাহ পাক আপনার মঙ্গল করুন ও হেদায়েত দান করুন।
জীবনের কোন একদিন হয়তো আপনার দৃস্টি খুলে যাবে যদিও যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতেও বধির, মুখ থাকতেও বোবা তাদের কথা ভিন্ন। ধন্যবাদ
২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
দিশার বলেছেন: :#> ভাই ইসলামে তো গান বাজনা হারাম। জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অনুভুতি কেমন ? প্রতিদিন লক্ষ লক্ষ স্কুল ছাত্র ছাত্রী যে সকাল বেলা জাতীয় সঙ্গীত গায় , সে বেপারে আপনার কি মত ?
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
জহির উদদীন বলেছেন: সেটাও হারাম.....
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুধুমাত্র আপনার পোস্টে সমর্থন জানানোর জন্য লগইন করলাম
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শিরক ও কুফরীর সাথে সম্পর্ক আছে এমন কোন অনুষ্ঠানে যাওয়া হারাম। তারপর অবাধে বেগানা নারী ও পুরুষের মেলামেশার সুযোগ আছে সেটাও পরিহার করতে হবে।
তবে শুধু গান বাজনা ইসলামে হারাম না। এর জন্য দেখুন;
Click This Link
ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
জহির উদদীন বলেছেন: সেটা ঈমানদার মুসলমান বুঝলেও প্রগতিশীল জ্ঞানপাপী জ্ঞানের অহমিকায় মত্ত.......ধন্যবাদ
২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্য হাদিসের রেফারেন্স;
References are as follows:
(1) Sahih Bukhari, Kitab al-Eedayn, ch. 3, vol. 1, p. 324 # 909.
(2) Sahih Muslim, Kitab Salat al-Eedayn, ch. 4, vol. 2, p. 607 # 892.
(3) Sahih Ibn Hibban, vol. 13, pp. 187, 188, # 5877.
(4) as-Sunan al-Kubra lil-Bayhaqi, vol. 10, p.
224 # 20801.
Apart from the above-mentioned, many other hadith-scholars also related this hadith.
২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৭
যোগী বলেছেন: আসলে একটা শ্রনীর মানুষ আছে তারা প্রয়োজনে কোন কিছুকে হারাম বলে আবার সেই প্রয়োজনেই তাকে হালাল বলে।
যেমন নারী নেত্রীত্ব হারাম ছিল পরে হইছে হালাল
শহীদ মিনারে ফুলদেওয়া হারাম ছিল পরে হইছে হালাল
আমরা সাধারন পাবলিক অত সব ভন্ডামির মধ্যে যায় না।
এসব ক্ষেত্রে মহানবী (সা.) একটা হাদিস ফলো করি
"ইন্নামালআমালু বিননীয়াতী" (জানিনা স্পেলিং ঠিক আছে কিনা)
সকল আমলই নিয়াতে উপর নির্ভরশীল।
কেও মোম জ্বালীয়ে পুজা করে সেটাই তার নিয়্যাত
কেও মোম জ্বালিয়ে শান্তীপূর্ন প্রতিবাদ জানায় সেটাও তার নিয়্যাত।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
জহির উদদীন বলেছেন: যারা প্রয়োজনে কোন কিছুকে হারাম বলে আবার সেই প্রয়োজনেই তাকে হালাল বলে তারা ভন্ড ও মুনাফিকের পরিচয় বহন করে...
ইসলাম ১৪০০ বছর আগে যা বলেছে এখনও তাই বলে এবং কিয়ামত পর্যন্ত তাই বলবে এক চুলও পার্থক্য ঘটবে না তবে যা পার্থক্য ঘটিয়েছে কিছু অসাধু, কপট লোক তাদেরকে দিয়ে ইসলামকে মূল্যায়ন করবেন না। নিজে ইসলামকে জানূন অন্যকে জানান........ধন্যবাদ
২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
শাহীন ভূইঁয়া বলেছেন: লেখক ভাই ধর্মকে আমরা রাজনীতির সাথে মাখিয়ে ফেললাম না যারা ব্লগারগণকে নাস্তিক বলে তারাই মাখিয়ে ফেলছে ।যে কোন ধর্ম কোন বাপের সম্পত্তি নয় । উপরের আমার মন্তব্যের সারকথা আপনি বুঝতে পারেন নি তাই ......উল্টো আমাকে জ্ঞান দেবার চেষ্টা করেছেন । আমি কারো জ্ঞান নিতে চাইনা জ্ঞানপাপী হতেও চাই না । ইসলামের অপব্যবহার দেখে আমিও নাস্কিক হয়ে যাচ্ছি।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
জহির উদদীন বলেছেন: ইসলামের অপব্যবহার দেখে আমিও নাস্কিক হয়ে যাচ্ছি.......আল্লাহ পাক আপনাকে হেদায়েত ও হেফাজত করুন.. আমীন
৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
আহসান২২ বলেছেন: jara koi sob jaigai kn Islam anen?
Tader jonnö: Ekjon Musolmaner uta bosa,hata cola, sokol kaj emnki rajnitio Islam e jevabe bolse ta hoa ucit.
৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
আহসান২২ বলেছেন: Islam tik mot mante parina na tik ace.kintu quran hadise ja ace tao bola jaibo na.
৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
১১স্টার বলেছেন: বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য সব বাঘ ভল্লুক আর হাতি ঘোড়া হা হা যারা শিরক করে আল্লাহ আমাদরে শিরক থেকে মুক্ত রাখুন আমিন।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯
আলনূর বলেছেন: "Fee qulu beehim maradoon fajada humullahu marada."
Surah Baqarah, Ayat: 10