নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী কেন ভোল পাল্টে বিরোধীদলেকে চোর-বাটপারদের উপাধি থেকে দায় মুক্তি দিলেন ...?

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪২

গতকাল বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অথবা সংসদের বাইরে যেকোনো স্থানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি লিখিত প্রস্তাব পাঠানোর কথা বলেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, দু-এক দিনের মধ্যেই সংলাপের জন্য বিএনপিকে লিখিত প্রস্তাব দেওয়া হবে।

কিন্তু আমার ও আমার মতো অনকে যতদুর মনে পড়ে

গত ২৬-০৯-২০১১ তারিখে নিউইয়র্কে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন চোর-বাটপারদের সঙ্গে বসে কী হবে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে বসার প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, ‘চোর-বাটপারদের সঙ্গে বসে কী হবে? যারা অরফানেজের টাকা মেরে খায়, তাদের সঙ্গে বসে কী লাভ। বসলেই তো বলবে দুর্নীতিবাজ ছেলেকে ছেড়ে দাও। যুদ্ধাপরাধীদের ছেড়ে দাও।’ তাঁদের সঙ্গে বৈঠকে কোনো সুফল পাওয়া যাবে বলেও তিনি মনে করেন না।

প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেত্রীর এখন একটাই দাবি, তাঁর দুর্নীতিগ্রস্ত ছেলেদের মুক্তি। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং দুর্নীতি ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলা প্রত্যাহার। তাঁদের আন্দোলনের উদ্দেশ্যও অভিন্ন।

শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে এখন খালেদা জিয়া আন্দোলনের ডাক দিচ্ছেন। অথচ একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করায় আমাদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। তারপর বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছিলেন। তাঁর কাছে প্রশ্ন, এখন উনি কোন পাগলের সন্ধান পেয়েছেন?’



প্রধানমন্ত্রী কাছে আমার প্রশ্ন, বিএনপি কি তাহলে চোর-বাটপারদের দল থেকে দায় মুক্তি পেলো নাকি বরাবরের মতো আপনি সু্যোগে ভোল পাল্টে ফেললেন....



তবে এটা ঠিক আমরা বাংগালীরা এই রকমই....

একবার এক পাগল মহিলাকে বাজারের কিছু বখাটে ছেলেপুলে মিলে ধর্ষণ করল,এতে ধর্ষিত মহিলা বাজারে হেটে হেটে ওই ছেলেগুলোর নাম বলতে লাগল আর তারা যে তাকে ধর্ষণ করেছে, এই কথাটিও বলতে লাগল।

বখাটে দলের প্রধান ভীষণ চিন্তায় পড়ে গেল, সে তার কৃতকর্মে লজ্জিত হতে লাগল, আর তখনি তার মাথায় বুদ্ধিটি আসল।সে তার সাঙ্গোপাঙ্গোদের­­ আবার সেই মহিলাটিকে ধরে আনতে বলল।তারা ধরে নিয়ে আসল ঠিক, তবে এবার নেতা তাকে ধর্ষণ না করে পেছন দিকে লাথি মেরে ছেড়ে দিল। আর মহিলা ধর্ষণের কথা বেমালুম ভুলে গেল, এবার সে বাজারে হেটে হেটে বলতে লাগল অমুক লোক আমাকে লাথি মেরেছে।

এবার মুল কথায় আসি, আমরা বাঙালিরা এভাবে প্রতিদিন ধর্ষিত হচ্ছি আর পরমুহুর্তে তা ভুলে আবার নতুন ভাবে ব্যবহৃত হওয়ার পথে চলছি.....!!

বহুরূপী হতে সাবধান !!!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২২

হাসিব০৭ বলেছেন: X( X( X( X( X(

ভাল রাজনীতিবিদ চাই...... যারা মানুষের চিন্তা করবে। নিজের পকেট ভারী করবে না......

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২৪

জহির উদদীন বলেছেন: এমন মানুষ আজ খুবই প্রকট আর যারা আছেন তারা মুখ খুলেন না..চেয়ে চেয়ে দেখেন.....

২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৯

হাসিব০৭ বলেছেন: তাইলে সবগুলারে মঙ্গলগ্রহে পাঠানো হোক এবং অন্য কোথঅও থেকে আমদানি করা হোক কি বলেন?

৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০৪

মরু বালক বলেছেন:



ঠ্যালা ........

৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বহুরুপী হতে সাবধান। জনগণের প্রশ্নে শত বিভেদ থাকা স্বত্তেও এক যদি না হতে পারে তাহলে কি সাপোর্ট দিবেন তাদের???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.