নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

আমাকে কেন জোর পূর্বক অসৎ করা হচ্ছে.....

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

আমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য একটি নতুন ট্রেড লাইসেন্স করা প্রয়োজন। তাই গতকাল প্রয়োজনীয় কাগজপত্র রেডী করে আমার অফিসের ম্যানাজারকে ট্রেড লাইসেন্সটি করে আনার জন্য গুলশানের সিটি কর্পোরেশন অফিসে পাঠালাম।

উল্লেখ্য আমার অফিস বনশ্রী আবাসিক এলাকায় এবং আমার ট্রেড লাইসেন্সের সরকার নির্ধারিত ফিঃ ২৭৫০টাকা।

আমার ম্যানাজার যখন প্রয়োজনীয় কাগজপত্র ও সরকার নির্ধারিত ফি ২৭৫০টাকা জমা দিতে চাইলো তখন সিটি কর্পোরেশনের বনশ্রী আবাসিক এলাকার দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি তাকে বলল বনশ্রী আবাসিক এলাকায় ব্যবসা প্রতিস্ঠানের জন্য এখন কোন ট্রেড লাইসেন্স প্রদান করা হয় না (অথচ বনশ্রী আবাসিক এলাকায় অগনিত দোকান ও ব্যবসা প্রতিস্ঠান বর্তমানে বিদ্যমান)।

যাইহোক, আমার ম্যানাজারকে সেই রেফারেন্স দিল কিন্তু সে মানতে নারাজ এবং বলল এইগুলি সব আগের ট্রেড লাইসেন্স।

আমার ম্যানাজার জানতে চাইলো এখন কি করার, তখন সিটি কর্পোরেশনের দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বলল আপনি ট্রেড লাইসেন্স ফি ২৭৫০টাকা সহ মোট ৫০০০টাকা দিলে করে দিতে পারি।

এই হলো সিটি কর্পোরেশন অফিস গুলির অবস্থা....ঘুষ, দূর্নীতি ছাড়া কোন কাজই আগায় না.....

একদিকে আমার রাস্ট্রে ব্যবসা করতে হলে নিয়ম অনু্যায়ী ট্রেড লাইসেন্সের প্রয়োজন, না করলে বেআইনী আবার ট্রেড লাইসেন্স ব্যতিত ব্যাংক এ্যাকাউন্ট ও অনেক কোম্পানীতে এনলিষ্টম্যান্ট হওয়া যায় না...কোন দিকে যাব...?

কিন্তু আমিতো ঘুষ, দূর্নীতি, অসততা পছন্দ করি না..

আমি সততার সাথে ও উত্তমভাবে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করি....আমি হয়তো উপরি টাকা দিলে আমার ট্রেড লাইসেন্সটি হয়তো পাবো না...

ভেবে পাই না রাস্ট্রীয় সেবা মূলক প্রতিস্ঠান গুলি কেন জোড় করে মানুষকে অসতৎ ও দূর্নীতিবাজদের সাথে সামিল করে....?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

আহলান বলেছেন: এভাবেই চলছে ... কেউ দেখার নেই, কেউ শোনার নেই .... তাই প্রতিকারও নেই .... শুধু পদ্মা ব্রীজটাই দূর্ণীতির কারণে আটকে গেলো ...... :( :(

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

জহির উদদীন বলেছেন: এরই নাম বাংলাদেশ.....যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বলে চিৎকার করে তারা কেন এইসব দেখে না......

২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

যান্ত্রিক বলেছেন: আবার যান। এবার যাওয়ার সময় একটি টেপ রেকর্ডার নিয়ে যান। কথা রেকর্ড করে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করুন। এছাড়াও পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের জানিয়ে দিন।
ভাবতে পারেন, মাত্র ২৭৫০ তাকার জন্য এতো কষ্ট কেন করবেন?
করবেন। কারণ আপনি এই দেশকে দুর্নীতিমুক্ত দেখতে চান। আপনি অন্যাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান।
যারা সচেতন তারা চুপ করে থাকলে দুর্নীতি বাড়বে বৈ কমবে না।
ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

জহির উদদীন বলেছেন: আপনার কথায় সচেতন বোধ জাগ্রত করায় অনুপ্রানিত হতে পারি, অন্যাইয়ের বিরুদ্ধে রুখে দুর্নীতিমুক্ত হয়তো হতে পারে কিন্তু আমার মতো সাধারণ মানুষের চেয়ে এদের খুঁটির জোড় বেশী....কার কাছে যাবো এরাতো সবাই এক.....যেখানে রাস্ট্রই দুর্নীতি গ্রস্থ....ধন্যবাদ

৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

নতুন বলেছেন: যান্ত্রিক বলেছেন: আবার যান। এবার যাওয়ার সময় একটি টেপ রেকর্ডার নিয়ে যান। কথা রেকর্ড করে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করুন। এছাড়াও পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের জানিয়ে দিন।
ভাবতে পারেন, মাত্র ২৭৫০ তাকার জন্য এতো কষ্ট কেন করবেন?
করবেন। কারণ আপনি এই দেশকে দুর্নীতিমুক্ত দেখতে চান। আপনি অন্যাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান।
যারা সচেতন তারা চুপ করে থাকলে দুর্নীতি বাড়বে বৈ কমবে না।
ধন্যবাদ


এই ভাবেই শুরু করতে হবে...

সমস্যা হবে কিন্তু সবাই প্রতিবাদ শুরু করলে কিন্তু দূনিতিবাজরা কমে যাবে...

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

জহির উদদীন বলেছেন: আমি জানি সমস্যা হবে কিন্তু সবাই প্রতিবাদ শুরু করলে কিন্তু দূনিতিবাজরা কমে যাবে...
দেখি আরেকবার চেষ্টা করে....

৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

িটউব লাইট বলেছেন: আবার যান। সাংবাদিক নিয়া।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

জহির উদদীন বলেছেন: ভাল বুদ্ধি দিয়েছেন চিন্তা করে দেখি... ধন্যবাদ.....

৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

তোমোদাচি বলেছেন: আমি ঘুষ খাব না এটা জোর দিয়ে বলা যায়, কিন্তু আমি ঘুষ দিব না এটা বলাটা খুব কষ্ট আমাদের দেশের বাস্তবতায়।

এত সহজে হাল ছেড়েন না, চেষ্টা করে দেখেন।
িটউব লাইট এর বুদ্ধি টা এপ্লায় করতে পারেন!

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

জহির উদদীন বলেছেন: সহমত.....দেখি চেস্টা করবো......

৬| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

পুংটা বলেছেন: হা হা হা হা হা... কেবল তো ট্রেড লাইসেন্স, এরপর ট্যাক্স রিটার্ন জমা দিতে গেলে দেখবেন মজা। আর ভ্যাট দিতে গেলে তো আপনাকে সর্বনিম্ন ৩,৫০০ টাকা নাজরানা দিতেই হবে।

হ্যাপি বিজিনেস ব্রো..

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

জহির উদদীন বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ...... :(( :(( :(( :(( :(( X(( X(( X(( X(( X(( X( X( X( X(

৭| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

দি সুফি বলেছেন: ক্যামেরা ফোন নাই? ভিডিও করা শুরু করবেন। দেখবেন একদম ঠান্ডা মাইরা যাবে।
বসুন্ধরা সিটির এমার্জেন্সী এক্সিট তালা মেরে রাখা ছিল একদিন - ঐটা নিয়ে তাদের সিকিউরিটির সাথে বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর যখন মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলাম, সব ঠান্ডা! কেউ আর কোন কথা বলে না! অথচ এরাই একটু আগে বলতেছিল উর্ধ্বতন কর্তৃপক্ষ্য নাকি বলছে এমার্জেন্সী এক্সিট তালা মেরে রাখতে!
বুঝেন অবস্থা!

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১০

জহির উদদীন বলেছেন: আছে মানে স্মার্ট ফোন আছে.....ভাল বুদ্ধি.....দেখি ঈদের পর কাজে লাগাবো.....ধন্যবাদ

৮| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০২

জিপসি মেহেদি বলেছেন: কোন দিকে যাব...?

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

জহির উদদীন বলেছেন: কোন দিকে আমাদএর যেতে দেওয়া হবে না দূর্ণীতি আমাদের ঘিড়ে ধরেছে চারদিক থেকে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.