নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
তারেকের নেতৃত্বের যোগ্যতা নিয়ে সন্দিহান জয়!
প্রধানমন্ত্রীপুত্র আমেরিকা প্রবাসী সজীব ওয়াজেদ জয় এবার বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পরিবারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জয় তার পোস্টে, তারেক রহমানকে কোকোর ভাই বলে সম্বোধন করেন। তিনি বলেছেন, কোকো’ র ভাই তারেকের বিরুদ্ধেও এফবিআই অন্য একটি মামলায় সাক্ষ্য দিয়েছে।
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই কি সত্যিই বিএনপি`র ভবিষ্যৎ নেতৃত্ব? বিএনপিতে কি কোন উপযুক্ত নেতা নেই যারা তাদের দলকে নেতৃত্ব দিতে পারেন? বিএনপির এই নেতৃত্বের প্রভাবের অধীনে দেশের কি অবস্থা হয় তা বিএনপি`র পূর্ববর্তী শাসনামলে আমরা দেখেছি।
তিনি লিখেন, বিএনপি দাবী করছে যে, আরাফাত রহমান কোকোর দুর্নীতির টাকা ফেরত আনা একটি সাজানো নাটক। বাংলাদেশের সরকার টাকা ফেরত আনেনি। একটি বিদেশি সরকার-সিঙ্গাপুর সরকার দুর্নীতির টাকাটি ফেরত পাঠায়। আমেরিকান এফবিআই কোকো`র বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। কোকো`র ভাই তারেকের বিরুদ্ধেও এফবিআই অন্য একটি মামলায় সাক্ষ্য দিয়েছে। এটা জাতির জন্য লজ্জার।
আমি বলি ভুতের মুখে রাম রাম......
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
জহির উদদীন বলেছেন: ভাল লাগলো মিল্টন ভাই আো আপনাকে ধন্যবাদ.......
২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫
ভবঘুরে তানিম বলেছেন: মিলটন ভাযের স্ট্যাটাসে লাইক।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
মদন বলেছেন: ফেসবুক থেকে মিলটন ভাযের একটি স্ট্যাটাস কপি করে দিলাম -
“অন্যের প্রোডাক্ট খারাপ না বলে, বরং আমার প্রোডাক্টটা গুনগত মানে কোন কোন দিকে থেকে ভালো” বলাটা মার্কেটিং এর বড় একটা ট্রিকস।
ঠিক তেমনি, রাজনীতিও এখন এক ধরনের মার্কেটিং এর মধ্যে পড়ে। অন্য দলের নেতার অমুক অমুক খারাপ না বলে, আপনি কি, আপনি কি পারেন, সেটা পাবলিককে বোঝান। শেয়ার করেন।
হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেই রাজনীতি হয় না। সময় দিতে হয়। তরুন প্রজন্ম আর কুৎসা চর্চা শুনতে চায় না। সেই দিন চলে গেছে। বরং নিজের দুত্যি ছড়িয়ে দিন। দেখেন কতটা আগাতে পারেন।