![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসিএসসহ সব সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও ৩৪তম বিসিএস’র ফল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধের প্রভাব পড়েছে পুরো রাজধানীর যান চলাচলে।
এ ঘটনায় প্রকট রূপ নিয়েছে নগরীর যানজট, স্থবির হয়ে পড়েছে ব্যস্ত ও জরুরি সড়কগুলোর পরিবহন ব্যবস্থা।
শাহবাগের সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন স্থবির হয়ে রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলানিউজের সংবাদকর্মীরা।
বিজয় সরণী থেকে বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্ট ইশতিয়াক হুসাইন জানান, শাহবাগ হয়ে কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয়সরণীসহ আশেপাশের অলিগলিগুলোতেও যানবাহন স্থবির হয়ে রয়েছে।
তিনি জানান, এতে যাত্রীদের ভোগান্তি চরম রূপ পেয়েছে। কোনো বিকল্প পথেও এগোনোর সুযোগ পাচ্ছে না মানুষ। সংশ্লিষ্ট প্রতিটি রাস্তায় যানবাহন স্থবির অবস্থায় রয়েছে।
বাড্ডা থেকে স্টাফ করেসপন্ডেন্ট ইমরান আলী জানান, রামপুরা-বাড্ডা-ফার্মগেট থেকে মিরপুর, গুলিস্তান থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট (ধানমন্ডি সড়ক), গুলিস্তান-রামপুরা-বাড্ডা হয়ে উত্তরা, মগবাজার থেকে মহাখালী হয়ে বিমানবন্দর সড়ক, শাহবাগ হয়ে ফার্মগেট ও মিরপুর সড়ক, যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ সড়কে যানবাহন স্থবির হয়ে রয়েছে।
শাহবাগ থেকে স্টাফ করেসপন্ডেন্ট নুরুল আমিন জানান, শাহবাগের রাস্তাগুলো বন্ধ করে রাস্তায় বসে পড়েছেন অবরোধকারী ছাত্ররা। এলাকায় কোনো গাড়ি চলছে না। পলাশি, বাংলামোটর, ঢাকা মেডিকেলের সামনের রাস্তা, কাঁটাবনের বিকল্প রাস্তা ধরে কেউ কেউ চলাচলের চেষ্টা করছেন।
রাজধানীজুড়ে প্রকট জ্যাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে ট্রাফিক কন্ট্রোল রুমের সহকারী পুলিশ কমিশনার মো. ইফতেখারুজ্জামান বাংলানিউজকে বলেন, “সকাল থেকে রাজধানীর রাস্তাগুলোতে অন্যান্য দিনের চেয়ে বেশি যানবাহন থাকায় এই জ্যাম।”
শাহবাগে অবরোধের কারণে জ্যাম এতো প্রকট হয়েছে বলে জানান তিনি।
দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ইফতেখার।
তিনি বলেন, “শাহবাগের ছাত্ররা সরে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। অনেক সময় রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি হয়ে গেলে জ্যাম অতিরিক্ত হয়ে যায়। ref--বাংলানিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
দুরন্ত-পথিক বলেছেন: কোটা প্রথা পুরোপুরি বাতিল চাই সরকারী চাকুরিতে।এখানে শুধু মেধাবিরা চান্স পাবে আর মুক্তিযদ্ধাদের জন্য আলাদা ব্যাবস্থা করতে হবে।
৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
নাছি১২৩৪৫ বলেছেন: পরীক্ষা বাতিল হোক । আসেন সব্বাই শাহবাগ।
৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
প্রচুর বলেছেন: বৈষম্যমূলক কোটা প্রথার বাতিল চাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
নষ্ট ছেলে বলেছেন: ইমরান এইচ সরকার আছে নি? নাকি উনি এখনো বাংলা পরীক্ষা নিয়া ব্যস্ত?